নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ব্যাংকিং বিকাশের ভয়াবহ প্রতারণা ও এক বোকা মানুষের কান্ড দেখুন!

১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

লোকটা ০১৭৯৭৮৮৬১২৭ নম্বার থেকে কল করে করুন স্বরে বলছিল, ভুল করে আমার বিকাশ একাউন্টে তার ৮৫০০ টাকা চলে এসেছে। একটু ম্যাসেজ যেন চেক করি, সত্যিই একটা ম্যাসেজ এলো,০১৮২৫১৪৩২১৯ নম্বার থেকে, অনুরোধ করে বলল, আমি যেন তার টাকাগুলো পাঠিয়ে দিই, অন্যকারো টাকা স তো পাঠাতেই হবে, আমি যথারীতি তাই করলাম, ঘন্টকানেক পর বুঝতে পারলাম, এটা আসলে প্রতারণা, গ্রামের বাড়ি থেকে বিধবা কালুর মার জন্য যে দশ হাজার টাকা এসেছিল, আমার বিকাশ নম্বরে তা সবগুলো চলে গেছে। সততার বড় মূল্য দিলাম। আমি বিশ্বাস করি না, এই সূক্ষ্ম প্রতারণা মোবাইল অপারেটর কর্তাদের যোগসাজশ ছাড়া সম্বভ! নব্যযুগেরর এই ইষ্টইন্ডিয়া কোম্পানিগুলো কতভাবে যে মানুষের সাথে প্রতারণা করছে, এটা তার ছোট্ট একটা নমুনা মাত্র। সত্যিকথা বলতে কি, এদেশের গুটিকয়েক বোকারাই হচ্ছে সৎ!

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০০

ভ্রমরের ডানা বলেছেন:
এর বিচার হওয়া উচিত। আপনি আদালতে মামলা করে দিন। ঠেলা বুঝবে।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

আহমদ জসিম বলেছেন: দশ হাজার হারিয়ে আমি নিঃস্ব, মামলা করলে তো ফতুর হয়ে যাব ।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৩

হানিফ আহমদ বলেছেন: আপনি, বোকামানব তাই ধরা খেয়েছেন।াপনার উচিৎ ছিল ব্যালেন্স চেক করে টাকা দেওয়া।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

আহমদ জসিম বলেছেন: স্বীকার করছি আমি বোকা, এদেশের সব সৎ মানুষেই বোকা

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

মুকতাফী বলেছেন: এ ধরনের ঘটনা খুব বেশী মাত্রায় ঘটছে। সুতরাং একটু চোখ কান খোলা রাখলে প্রতারনা এড়ানো সম্ভব। তাছাড়া সবসময় ব্যালেন্স চেক করে নিজেকে আপটুডেট রাখা উচিত।

মামলা করে লাভ হবে না মনে হয়, কেন না আপনি স্বেচ্ছায় টাকা পাঠিয়েছেন। তবে দুদকে এবং ব্যাংকে কমপ্লেইন করে রাখতে পারেন।

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

আহমদ জসিম বলেছেন: প্রতারণা যে হচ্ছে, সেটা সত্য, তবে কোন কোন বন্ধুর মন্তব্য দেখে মনে হচ্ছে প্রতারিত করা অপরাধ নয়, বরং প্রতারিত হওয়াই অপরাধ

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

শায়মা বলেছেন: আমাকেও বলেছিলো,

আপা আমি ৪০০০ টাকা ভুল করে আপনার নাম্বারে পাঠিয়েছি। দেখেন মেসেজ গেছে। আমি তো মহা দুঃখে শেষ। এখুনি পাঠিয়ে দিচ্ছি!!!!! তাই তো মেসেজ তো ঠিকই এসেছে। কিন্তু চিরকালের সন্দেহপ্রবন আমি পাঠাবার আগে ফোন অফিসে ফোন দিলাম তারা বললো কই কোনো টাকা তো জমা হয়নি আর আপনার মেসেজ এ একটা ডট লাগানো আছে এটাই হ্যাকারদের নাম্বার।

আমি কিছু বললাম না এরই মাঝে লোকটা আবার ফোন দিলো। আপা আমি গরীব মানুষ....

আমি বললাম ওকে ওকে একটু ওয়েট করো পুলিশ তোমার সাথে কথা বলবে ভাইয়ু!!!!!!! সে বলে আপনারা বড়লোকরা এত ছোটমনের হেন তেন.....

আমি বললাম আমার বড়মনের প্রতারক ভাইয়া এমন করো কেনো বললাম তো জিডি করেছি পুলিশ তোমাকে ৪০০০ টাকা দিয়ে দেবে....:)

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

আহমদ জসিম বলেছেন: আপনার বুদ্ধিকে অভিনন্দন জানালাম

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
ক্ষতিপূরণ মামলা করুন। ভোক্তা আইনে। বহুত টাকা ফেরত পাবেন। আইনজীবী কেউ থাকলে কথা বলে দেখুন।

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

আহমদ জসিম বলেছেন: আরেকদফা ভোগান্তির কথা বলছেন

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিকাশ এ বিষয়ে সতর্ক করে গ্রাহকদের মেসেজ দেয়, রেডিও টিভিতে প্রচারনা চালায়।
কিছু মানুষ প্রতারকদের খপ্পরে পড়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। এসব সতর্কতা তাদের কানে যায়না ।

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

আহমদ জসিম বলেছেন: কোন কারনে সেই সতর্কবাণী আমার কানে পৌঁছায়নি, তবে প্রতারিত হবার জন্য আমি বসেছিলাম ব্যাপপারটা এমন নয়,

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

সুমন কর বলেছেন: সর্তক হবার দরকার ছিল......

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪

আহমদ জসিম বলেছেন: তা ছিল বটে

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

আবু তালেব শেখ বলেছেন: সততার পরিচয় বোকামি নয়।
আপনার মত বোকা মানুষ আর দুটো নেই। আপনি নিশ্চয় আগে থেকে জানতেন গ্রাম থেকে কেউ টাকা পাঠাইছে।
সম্পুর্ন দায় আপনার

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

আহমদ জসিম বলেছেন: আমি তো দায় অস্বীকার করছি না, তাছাড়া গ্রাম থেকে আসা টাকা তো আমি ফেরতও দিয়েছি

৯| ২০ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
মোবাইল অপারেটর, সরকার, বিকাশ এ বিষয়ে সতর্ক করে প্রতিদিন রেডিও টিভিতে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে।
এরপরও মানুষ যদি ভুল করতেই থাকে....

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৩

আহমদ জসিম বলেছেন: সতর্কতার পাশাপাশি অপরাধীকে ধরা এবং তাদের শাস্তি নিশ্চিত করা জরুরী ছিল

১০| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: এতটা সরল হলে তো বিপদ গরল ঢালবে।এটাই স্বাভাবিক।
যেহেতু সব সিম নিবন্ধন করা উক্ত নম্বরে অভিযোগ বা মামলায় কাজ হতে পারে।

তবে খেয়াল রাখবেন ছাগল খুঁজতে গিয়ে যেন গরুটা না হারায়।।

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬

আহমদ জসিম বলেছেন: ছাগল খুঁজতে গিয়ে গরু, এটা দারুন বলেছেন ভাই

১১| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: এতটা সরল হলে তো বিপদ গরল ঢালবে।এটাই স্বাভাবিক।
যেহেতু সব সিম নিবন্ধন করা উক্ত নম্বরে অভিযোগ বা মামলায় কাজ হতে পারে।

তবে খেয়াল রাখবেন ছাগল খুঁজতে গিয়ে যেন গরুটা না হারায়।।

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

আহমদ জসিম বলেছেন: উত্তর আগেরটাই

১২| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: আহারে---
দুঃখজনক।

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

আহমদ জসিম বলেছেন: সত্যি তাই

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: টাকা পাঠানোর আগে ব্যালেন্স চেক করা উচিৎ, আমরা আসলে জেনে শুনেও ভুল করি।

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

আহমদ জসিম বলেছেন: তা তো করিই বটে

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: এরকম ফোন আমার আসছিলো। ব্যালেন্স চেক করে দেখি টাকা যা ছিল তাই। সেই লোক তার নাম্বার থেকে এস এম এস পাঠিয়ে বুঝাতে চাইছিল বিকাশের টাকা ঢুকেছে। সেকেন্ড কল দেয়ার পর বলছিলাম - থাপড়াইয়া সিধা বানায় ফেলমু। তারপর আর ফোন দেয় নাই

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

আহমদ জসিম বলেছেন: আমারও সেটা করা উচিৎ ছিল

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: স্বীকার করছি আমি বোকা, এদেশের সব সৎ মানুষেই বোকা

আপনি কি নিশ্চিৎ যে সব সৎ মানুষই বোকা !

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

আহমদ জসিম বলেছেন: এটা একটা কথার কথা

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০

আটলান্টিক বলেছেন: চিলে কান নিয়ে গেছে :-&

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

আহমদ জসিম বলেছেন: আপনার?

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন: এদেশের গুটি কয় বোকারাই সৎ এমনটা মানতে আমি নারাজ। আমি বলি ঠিক উল্টোটা........তবে সমাজে দুষ্ট লোকের অভাব নেই।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪

আহমদ জসিম বলেছেন: এটা আপনার ব্যক্তিগত অভিমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.