নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

পাহাড়ে ধর্ষণ ও কতিপয় বুদ্ধিজীবিদের ভূমিকা!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৪

সেইসব ভাড়াটে কবি গায়করা কোয়? যারা বিডিআর বিদ্রোহের সময় নিহিত অফিসারদের জন্য লম্বা লম্বা এলিজি লিখেছিল, কাঁদো কাঁদো কন্ঠে গেয়েছিল, আমি কাঁদতে চেয়ে কাঁদিতে পারিনা, করিতে পারিনা চিৎকার। কোথায় লুকায় তাদের গান -কবিতা যখন মিতুকে ধর্ষণের পর হত্যা করা হয়, যখন পাহাড়ে চলানো হয়, মধ্যযুগীয় বর্বরতা। তবে কী আমরা ধরে নিব এই শোক আদপে শোক নয়, ফ্যাসিবাদের প্রতি অনুগত্যতা মাত্র, এই শোক আরোপিত এবং শ্রণির প্রতি শ্রেণির সংহতি মাত্র। মনে রাখবেন যে শিল্প ন্যায় ও সত্যের প্রতি অনুগত নয়, সে শিল্প নয়, আর্বজনা মাত্র। কেউ কেউ বলতে পারে কতিপয় অপরাধীরর দায় একটা প্রতিষ্টান নিতে পারে না, তাদের জন্য বলছি, সেই কতিপয় অপরাধীকে রক্ষার্থে যদি পুরোপ্রতিষ্টান এক হয়ে যায়, তবে মনে রাখতে হবে প্রতিষ্টান আদপে অপরাধীরর অভয়াশ্রেমে পরিনত হয়েছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

Sujon Mahmud বলেছেন: :``>> :``>>

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা খালি পাহাড়ের সমস্যা না। পুরো বাংলাদেশেরই সমস্যা। সব ঘটনাই মর্মান্তিক। খালি পাহাড়ের ঘটনা বলে আলাদা রঙ লাগানোর দরকার নেই...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

আহমদ জসিম বলেছেন: পাহাড়েরই কার্যত সেনা শাসন চলছে, জমি কেড়ে নেওয়া হচ্ছে।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

ching বলেছেন: সবার ওপরে দেশ।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭

টারজান০০০০৭ বলেছেন: ওখানে সেনাশাসনই দরকার। আপনি কি দেশদ্রোহীদের তৎপরতা সম্পর্কে খবর রাখেন না? ধর্ষণের বিচার চাইছেন, সবাই চায়। আমরাও চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.