নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রধানম মন্ত্রীর উক্তি ও আরো কিছু কথা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সেইসব ভাড়াটে কবি গায়করা কোয়? যারা বিডিআর বিদ্রোহের সময় নিহিত অফিসারদের জন্য লম্বা লম্বা এলিজি লিখেছিল, কাঁদো কাঁদো কন্ঠে গেয়েছিল, আমি কাঁদতে চেয়ে কাঁদিতে পারিনা, করিতে পারিনা চিৎকার। কোথায় লুকায় তাদের গান -কবিতা যখন মিতুকে ধর্ষণের পর হত্যা করা হয়, যখন পাহাড়ে চলানো হয়, মধ্যযুগীয় বর্বরতা। তবে কী আমরা ধরে নিব এই শোক আদপে শোক নয়, ফ্যাসিবাদের প্রতি অনুগত্যতা মাত্র, এই শোক আরোপিত এবং শ্রণির প্রতি শ্রেণির সংহতি মাত্র। মনে রাখবেন যে শিল্প ন্যায় ও সত্যের প্রতি অনুগত নয়, সে শিল্প নয়, আর্বজনা মাত্র। কেউ কেউ বলতে পারে কতিপয় অপরাধীরর দায় একটা প্রতিষ্টান নিতে পারে না, তাদের জন্য বলছি, সেই কতিপয় অপরাধীকে রক্ষার্থে যদি পুরোপ্রতিষ্টান এক হয়ে যায়, তবে মনে রাখতে হবে প্রতিষ্টান আদপে অপরাধীরর অভয়াশ্রেমে পরিনত হয়েছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

হাফিজ বিন শামসী বলেছেন:
প্রধানমন্ত্রীর উক্তি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৬

নিরাপদ দেশ চাই বলেছেন: ""বাংলা মিডিয়ামে পড়ে কারা? যত মধ্যবিত্ত,নিম্নবিত্ত হাভাতের দল।তাদের পরীক্ষার প্রশ্ন ফাশ হলে কি এসে যায়? "
একুশে ফেব্রুয়ারীর আগ দিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দুয়েছে তার অন্যর্নিহিত তাৎপর্য এটিই।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রীর প্রশ্নফাস নিয়ে বক্তব্যটা আমার ভালো লাগেনি।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

নীল আকাশ বলেছেন: ""বাংলা মিডিয়ামে পড়ে কারা? যত মধ্যবিত্ত,নিম্নবিত্ত হাভাতের দল।তাদের পরীক্ষার প্রশ্ন ফাশ হলে কি এসে যায়? "
একুশে ফেব্রুয়ারীর আগ দিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দুয়েছে তার অন্যর্নিহিত তাৎপর্য এটিই।

পূর্ণ স হ ম ত। এটাই সত্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.