নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

দলকানা বুদ্ধিজীবি ও কতিপয় শুকোরছানার কথা!

০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩১

দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম হলে সবচেয়ে বেশি আক্রান্ত হয় নারী আর শিশুরা। সম্প্রতি দেশে নারী নির্যাতনের ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র দেখে আন্দাজ করা যায়, আমরা কতটা ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে আছি। তবে সবচেয় বড় বিপদের কথা এই ফ্যাসিবাদী চিন্তা আমাদের কে ক্রমশ গ্রাস করছে, এই ফ্যাসিবাদী শাসক গোষ্ঠির তার ভয়াবহ আক্রমন আমরা যে ভাবে হজম করে নিচ্ছি, তা দেখে মনে হয় পুরোজাতি একটা ট্রমার মধ্যদিয়ে যাচ্ছে! সম্প্রতি আওয়ামী গুন্ডা বাহিনীর মিছিল থেকে এক কিশোরিকে যে ভাবে আক্রমন করা হলো, এবং সেই সেই আক্রমনকে বৈধতা দেওয়ার জন্য লীগপন্থী দলখানা শুয়োররা যেভাবে খোড়া যুক্তি আমদানি করছে, মনে হয় এই শুয়োরদের হাতে তাদের মা বোনরাও নিরাপদ নয়!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সমাবেশস্থলের বাইরে নারী লাঞ্ছিত হলে দলের কোনো দায় নেই: কাদের

কতটা জঘন্য হলে এমন কথা বলা যায়! জানা নেই! শেইম শেইম

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

আহমদ জসিম বলেছেন: এই লজ্জা রাখি কোথা?

২| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গোবর লীগ। প্রত্যেক সদস্যের মাথায় গোবর আছে। ধ্বংস হ তোরা।

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

আহমদ জসিম বলেছেন: গজব নাজিল হোক

৩| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:১০

আল ইফরান বলেছেন: আমার ভাই চানখারপুল মোড়ে এই দলীয় অসভ্যতার প্রত্যক্ষদর্শী।
কত সহজেই না এই দেশে এত ভয়াবহ অপকর্ম করে দায়মুক্তি পাওয়া যায় ।

৪| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৪

আবু তালেব শেখ বলেছেন: সড়ক মন্ত্রীর কথাগুলো শুনে মরা মানুষ হেসে দিসে

৫| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধ্বংস দ্বারপ্রান্তে। বেকুবের মতো বকাবকি তার প্রমাণ।
এসব অপকর্মের বিচার করলে মানুষ খুশি হতো। দলের দায় না থাকলে ও সরকারের তো দায় আছে। তিনারা সরকার চালাচ্ছেন, এটাও ভুলতে বসেছেন!

৬| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪০

সালাহ উদ্দিন শুভ বলেছেন: এ কথা বলবেন না। আপনিও নিরাপদ নন।

৭| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বারিধারা ২ বলেছেন: শুধু ছাত্রলীগের দোষ দিচ্ছেন কেন? আমার বন্ধুরা সবাই ভদ্র ঘরের সন্তান, কিন্তু কোথাও বের হলেই তারা মেয়েদের নিয়ে এমন এমন মন্তব্য করতে শুরু করে দিত, যাতে মনে হয় এখনি একটা মেয়ে এনে এদের মাঝে ছেড়ে দিলে লাইভ ছিড়ে খুঁড়ে খাবে। আমার ভদ্র থাকাও তাদের পছন্দ ছিলনা কখনও কখনও। এখন অবশ্য বিয়েশাদি করে সবাই 'ভদ্রলোক' হয়ে গেছে।

আপনাদের সবার বন্ধু বান্ধব কি আসলেই ভদ্র শ্রেনীর? তারা এক্ত্র হলে কোন অশ্লীল কথা কেউ বলেনা? আমার তো মনে হয়না।

১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩০

আহমদ জসিম বলেছেন: সমাজে নারীদের যে দৃষ্টিতে দেখা হয়, আপনার আমার সোকল্ড ভদ্রবেশী বন্ধুদের আচরনে সেটারই প্রকাশ। তবে বিপদের কথা সমাজের নিয়ন্ত্রকররা যখন এটার পক্ষে নেয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.