নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

পাকি -ভারত ক্রিকেট ম্যাচ : যে কারণে অধিকাংশ মানুষ পাকি সমর্থক

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

আজ বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট খেলা, এমন কেউ কী আছেন যারা নিজ দেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন করবেন, অবশ্যই প্রশ্নটাই অবান্তর, কারণ দু 'চারজন বিশ্বাসঘাতক সবসময় সবদেশে থাকে যারা স্বদেশ থেকে বিদেশের প্রতি বেশি মোহগ্রস্ত থাকে! আসল কথা হলো ম্যাচটা যদি, পাকি -বাংলা না হয়ে, পাকি -ভারত হতো তখন কার কী অবস্তান হতো? আমার ধারণা মতে আমিসমেত এদেশের অধিকাংশ মানুষ পাকিকে সমর্থন দিত, এটা শুধুমাত্র ধর্ম বিশ্বাস দিয়ে বিচার করলে হবে না, কারণ স্বাধীনতার পর থেকে, ভারত এদেশের যে ভাবে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়েছে, এই আগ্রাসনের বিরুদ্ধে এদেশের জনগণের ভেতর যে ঘৃণা এবং ক্ষোভ জন্মেছে, এটা হলো সেই ক্ষোভের অবচেতন প্রকাশ, এক সময়ের চরম শত্রুকে সমর্থন দিয়ে বর্তমান শত্রুর বিরোধীতা করা!

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: আপনার কথায় যুক্তি আছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

সনেট কবি বলেছেন: পড়লাম

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ সনেট কবি

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

কে ত ন বলেছেন: পাকিস্তানের জনগণ কখনোই কোন হিন্দু বিদ্বেষীকে ভোট দিয়ে ক্ষমতায় আনেনি, ভারতের জনগণ যেরকম মোদীকে এনে নিজেদের সাম্প্রদয়িক চেহারা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে।

পাকিস্তান কখনোই অন্য দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেনি, ভারত যেরকম বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপে করে চলেছে।

পাকিস্তান ক্রিকেট খেলাকে বাপের সম্পত্তি মনে করেনা, ইন্ডিয়া যেমন করে।

তবে এটা ঠিক, বাংলাদেশে যুদ্ধ একবারই হয়েছে, পাকিস্তা্নের সাথে। একটা দেশের সেনাবাহিনী বাংলাদেশে নির্মম গণহত্যা চালিয়েছিল - সেই দেশটির নাম ভারত নয়, পাকিস্তান।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

আহমদ জসিম বলেছেন: পাকিস্তান এখনও সাম্রাজ্যবাদী রাষ্ট্র হয়ে উঠতে পারেনি, তাই পাকিস্তানের পক্ষে এগুলো সম্ভব না

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত না। তবে আমি তর্ক করবো না।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

আহমদ জসিম বলেছেন: ঠিক আছে

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

শিমুল_মাহমুদ বলেছেন: যাদের হৃদয়ে পাকিস্তান তারাই পাকি সমর্থক। বাংলাদেশই পৃথিবীর

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

আহমদ জসিম বলেছেন: যাদের হৃদয়ে ভারত, তারা ভারতের সমর্থক

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

বিজন রয় বলেছেন: এই জন্যই আমরা আবাল বাঙাল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮

আহমদ জসিম বলেছেন: কী জন্য?

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনার ছোট পোষ্ট, ছোট মগজ, ছোট ছোট পাকিস্তানী ভালোবাসা।
ভারত হলো প্রতিবেশী, তাকে ফেলাও যাবে না, তাকে দখল করা যাবে না, তার সাথে বুদ্ধিমানের মত বসবাস করতে হবে।

আপনার বই কেহ কিনেছিলেন? নাকি ছোটখাট বই ছোট লোকেরা পড়েনি?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫০

আহমদ জসিম বলেছেন: পোস্টের সমালোচনার বদলে, ব্যক্তিগত আক্রমন গ্রহণযোগ্য নয়।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

হাফ হাতা শার্ট বলেছেন: আমি আপনার সাথে একমত না

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫১

আহমদ জসিম বলেছেন: আপনার মতকে শ্রদ্ধা করি

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

রাকু হাসান বলেছেন: ফেসবুকীয় পোস্ট ! রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত না। তবে আমি তর্ক করবো না।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

আহমদ জসিম বলেছেন: হি হি হি

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি ভারত, পাকিস্তানের কোন দেশই সাপোর্ট করিনা। আবার চাদ গাজি ভাই যে বললেন আমিও বলবো, বড় দেশ, তার সাথে।
টক্কর দেয়া আমাদের কাজ না।।।

আমি বাংলাদেশ সাপোর্ট করি।। আর বাংলাদেশ না খেলায় বাদ পড়লে অষ্ট্রেলিয়া।।। ভারত পাকিস্তানের ম্যাচ এর কথা... সেখানে
চিন্তা থাকেনা। হারুক জিতুক। আসলে আমি ওইদিন খেলাই দেখিনা।
আমি এই দুই দলের কাউকেই পছন্দ করিনা।।। আমার মতে দেশের ৩০%লোক এই রকম।
এদের কাউকেই সাপোর্ট করেনা।।।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

আহমদ জসিম বলেছেন: চাঁদগাজি ভাই, সাম্রাজ্যবাদ বিরোধীতাকে টক্কর দেওয়া বিঝেছেন, হাতির সমান আমেরিকাকে পিঁপড়া সমান কিউবা কীভাবে মোকাবেলা করেছে, সে উদহারণ তো আমাদের সামনে আছেই।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২

প্রশ্নবোধক (?) বলেছেন: জাতীয়তাবাদী, সাম্রাজ্যবাদী চেতনা গুলোই মুলত অন্যের ধন নিজের ভাবতে বাধ্য করে। আমি চাই সবসময় সত্য ও ন্যায় জয়ী হোক। কার পেছনে বাশ গেল তাতে আমার কোন আক্ষেপ নাই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

আহমদ জসিম বলেছেন: আমিএই সাম্রাজ্যবাদী চেতনার বিরোধতা করছি

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১

কলাবাগান১ বলেছেন: রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত না। তবে আমি তর্ক করবো না।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সচেতন মানুষ ভারত-পাকিস্তান ম্যাচের সময় নিরপেক্ষ থাকে আমার মত...

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

আহমদ জসিম বলেছেন: হতে পারে

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪

সাইন বোর্ড বলেছেন: খেলাটাকে খেলা হিসেবে দেখলে কোন সমস্যা থাকেনা, তবু কিছু ফটকাবাজ রাজনীতির দূর্গন্ধ ছড়িয়ে ফায়দা লুটতে চায় ।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯

নতুন বলেছেন: নিজের দল থাকতে কেন আমাদের অন্য কারুর দলকে সমথ`ন করতে হবে???

যারা পাকি/ভারতের সমথ`ন করে তাদের অবশ্যই ঐ দেশের প্রতিও একটা সফট ক`নার কাজ করে।

দেশে অনেকেই আছেন যারা পাকিদের সমথ`ন করেন কারন মুসলিম দেশ.... তাদের কাছে ৭১ এরপাকিদে র কাজ গুলির খুব একটা বড় বিষয় না।

দল কানারা দল কানাই থাকে চিরকাল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

আহমদ জসিম বলেছেন: নিজ দল থাকলে অন্যকারো সমর্থন করার প্রশ্নই আসেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.