নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ জসিম জার্নাল

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

আহমদ জসিম

মূলত গল্প ও প্রবন্ধ লিখি।

আহমদ জসিম › বিস্তারিত পোস্টঃ

মাশরাফির নির্বাচন করলে, আমাদের যা লাভ যা ক্ষতি!

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

নির্বাচন কেন্দ্রিক এই মুহূর্তে যত আলোচনা সমালোচনা আছে, তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে, নিঃসন্দেহে মাশরাফির নির্বাচন করা। মাশরাফির নিয়ে কেউ আহ্লাদে গদগদ, কেউ বা পরশ্রী কাতরতাই ভুগছেন। আমাদের প্রশ্ন হলো মাশরাফি নির্বাচন ককরলে, এদেশের জনগণের লাভ কিংবা ক্ষতি কী? প্রথম কথা হলো এই মুহূর্তে এদেশের জনগণের কাছে যত জনপ্রিয় তারকা আছে, ক্রিকেটারের তাদের মধ্যে নিশ্চত ভাবেই অগ্রগণ্য, আর সেটা যদি হয়, সাকিব, তানিম, মুশফিক কিংবা মাশরাফি, তবে তো কোন কথায় নেই। তবে আমাদের প্রশ্ন হচ্ছে মাশরাফি কী স্বপ্রণোদিত ভাবে নির্বাচন করছেন? নাকি জনপ্রিয়তা তলানিতে নামা বর্তমান সরকার, মাশরাফির জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্য তাকে ফোস কিংবা প্রলোচিত করেছে। যুক্তির খাতিলে আমরা ধরে নিলাম, একজন মাশরাফি স্বপ্রণোদিত ভাবেই আলীগ থেকে নির্বাচন করছেন, এত অবাক হবার কী আছে? মাশরাফিরা তো আসলে সেই চেতনার প্রতিনিধিত্ব করে, যে চেতনা আমাদের প্রচলিত সমস্ত সামাজিক সংকট থেকে মুখ ঘুরিয়ে রেখে, ক্রিকেটিয় জয় -পরাজয়ের মধ্যেই বিভোর করে রাখে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

আবু তালেব শেখ বলেছেন: মাশরাফির জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্য তাকে ফোস কিংবা প্রলোচিত করেছ,,,,,,, গুরুত্বপুর্ণ পয়েন্ট। ভাবার বিষয়

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

আহমদ জসিম বলেছেন: আমি নিশ্চিত না, একটা সাধারণ ধারনার কথা বললাম মাত্র

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাশরাফি একা রাজনীতির কী পরিবর্তন করবে? বরং মাশরাফি ঐ দলে গিয়ে ওদের অপকর্মের সাথী হল...

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

আহমদ জসিম বলেছেন: শত ভাগ সত্য কথা

৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২

ঋণাত্মক শূণ্য বলেছেন: মূল বিষয় হতিছে গিয়ে, ও রাজনীতি করলেও করবো; না করলেও না করবো। তাতে আপনার আমার এমন কিছু না! ওর এলাকার মানুষের হয়ত কিছু যাইতে আসতে পারে। এর বাইরে কি খুব বেশী কিছু? আর সে যদি পরে ক্রীড়া মন্ত্রীও হয়, তাও কারওই কিছু না। যদিও খেলা পাগল মানুষ মনে করে খেলাধূলা কি যেন কি! তাদের ধারণা যে কত বড় ভুল তা প্রাচীন গ্রীকদের ইতিহাস পড়লেই বোঝা যায়।

আপনার আমার ব্যাখ্যায় না যারা তার সাপোর্টার তার পিছ থেকে সরবে; না যারা তাকে অপছন্দ করতেছে তারা তারে পছন্দ করা শুরু করবে। হুদা কামে আমরা মাতামাতি করতেছি।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

আহমদ জসিম বলেছেন: দারুন বলেছেন, শত ভাম সমমত

৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০২

কালো_পালকের_কলম বলেছেন: যুক্তিপূর্ণ আলোচনা বা সমালোচনা প্রয়োজন... আপনার উপস্থাপন খুব সুন্দর

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

আহমদ জসিম বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন আর দেখুন। আবি ভি বহুত খেল বাকি হে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.