নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমগীর সরকার লিটন

আলমগীর সরকার

বাউল আলমগী সরকার

চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।

বাউল আলমগী সরকার › বিস্তারিত পোস্টঃ

অলিন্দয় ভাবছি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৭



খুব চেনা চেনা প্রণয়মাখা মুখগুলো
কেমন হয়ে যাচ্ছে! নিথর অচেনা নশ্বর;
এই শহরের মাঝখানে ওলিগলি রাস্তাগুলো জেলখানা
নাই নাই শুধু চেনা চেনা প্রান্তর;
রোজ তো দুর্বলা ঘাসের সাথে হতো স্পর্শকাতর
স্পর্শের ছুঁয়াতে কি মিষ্টি দোলে উঠতো
সেই দুর্বলা ঘাস- সেই দুর্বলা ঘাস।
শহর জুড়ে কথাও নাই-হারিয়ে বেলা
আর হয় না - আর হয় না, গন্ধমাখা ছড়া ক্ষণ;
দুর্বলা ঘাসের হাহাকার চেনামুখের স্মৃতি
শুধু সরিষা ফুলের সাথে আর্তনাদ-
ভেসে উঠে কুয়াশা ভরা পৌষের পৃর্ণিমা রাত-
আজো শোনি! এক নিঃসঙ্গতায়
দ্বারহীন শিকলহীন জেলখানার অলিন্দয়।



লেখার তারিখঃ 0১/১২/২০১৪
<><><><><><><><<><>

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২২

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার হয়েছে এই কবিতাটা +

ভালো থাকবেন সবসময়।।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.