নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমগীর সরকার লিটন

আলমগীর সরকার

বাউল আলমগী সরকার

চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।

বাউল আলমগী সরকার › বিস্তারিত পোস্টঃ

তোমরায় মা মাটি বীর যোদ্ধা

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

মনে হয় আমরা বিবেকশূণ্য জ্ঞানপাপী
নয় তো উল্টো কোন ভণ্ডামী-
তোমাদের যায়া বীরাঙ্গনা বলে!
তারাই জ্ঞানহীন- জ্ঞানহীন
জানোও, ইচ্ছে করে তোমাদের মাথায় রাখেনি
কারণ তাতে বালিবিন্দু স্বার্থ নেই -স্বার্থ নেই,
যেখানে স্বার্থ সিন্ধু আছে, সেখানেই পিতা মাতা বলে।


কিন্তু এ মা মাটির মাতাময় তোমরা
তোমরায় বীর যোদ্ধা- বীর যোদ্ধা বলতে
তাদের জিহ্বা কাপে-তারাই বীর্যবতী নারী বলে;
একটু ও লজ্জা করেনি,আমি বীরাঙ্গনা বলতে
আমার বুক থর থর করে কাপে -বুক কাপে।

লক্ষকোটি নাম না জানা ফুলের ন্যায়
তোমাদের দেহ পবিত্রছিল-পবিত্রছিল-
ঐ শকুন হায়নার দল মাগো তোমার সতীত্বকে
গঙ্গা যমুনার উত্তল স্রোতের মত করেছিল;
তাই প্রতিনিয়ত ভেঙ্গে যায় এ উঠান
তোমাদের মহান সতীত্বত্যাগের দান,
কখনো দেবার নয়- কখনো দেবার নয়-
ছোট কবিতা জুড়ে তোমরায়;
বীর যোদ্ধা-বীর মাতা-বীরাঙ্গনা নয়
তোমরায় মা মাটি বীর যোদ্ধা মমতাময় ।


লেখার তারিখঃ ২০/১২/২০১৪
********************

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম!! ভালো। তবে আপনার আরো ভালো লেখা মে বি পড়েছি! :)

শুভেচ্ছা রইল।

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

বাউল আলমগী সরকার বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে
অনেক অনুপ্রেরিত
আর অসংখ্যা ধন্যবাদ
ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.