নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমগীর সরকার লিটন

আলমগীর সরকার

বাউল আলমগী সরকার

চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।

বাউল আলমগী সরকার › বিস্তারিত পোস্টঃ

ঁ ভালোবাসি দীর্ঘশ্বাস ঁ

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১২

<><><><>ঃঃঃ<><><><><>
কি মায়ার পলকে সাজায়েছি সংসার?
কুসুম তলে ছায়া দেখি!ভালবাসার
নব্যবাতি জ্বলে না রে আর;
বুঝতে পেয়েছি,তুই ছিলিস লজ্জাপতির
পাতা- স্পর্শতেই প্রেমে দিতিস ধোঁকা!
নাই রে মনে সুরেলা ভাষা;

তোর অনলে জ্বলে পুড়ে মোর স্বপ্ন আশা
ছাই হইয়ে উড়ে ভাসে,ঐ আকাশ কানদে
হিমেলা পূর্বে বাতাস বইয়ে;
গোলাপের পাঁপড়িতে হাসে দেখো!ভালোবাসা
খোঁপায় গুজেনিতে চাওয় না, চন্দ্রিমা রাতে
এসো না চন্দ্রিমা ফুরায় যে;

জনমে জনম ধরে আকুতি সুরে বলবো
তোকে ভালোবাসি ভালোবাসি?ঝরুক যতো
বুকে রক্ত বাদল রাশি রাশি;
ক্লান্তি দিনের অলস ক্ষণে!ঐ ক্লান্ত দেহে জুড়ে
কর্ণগোচরে!শুন যদি সবুজ পাতার আওয়াজ
বুঝে নিয় আজোও ভালোবাসি;

লোমকোর্ষ রক্তকোণীকা আর প্রতিটি শ্বাস প্রশ্বাস
প্রতিক্ষার দীর্ঘ পথের অনুভূতি,শত আছে বিশ্বাস
ঐ আঁধার পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস।


লেখার তারিখঃ ০৪/০১/১৪
<><><><><><><><>

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

♥কবি♥ বলেছেন: কবিতায়+++
.
.
তবে ভাই ব্লগে আজকাল কবিতা লিখে সুখ নাই। পাঠক, কমেন্ট খাঁ খাঁ করে। ভাল থাকুন লিখতে থাকুন।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৯

বাউল আলমগী সরকার বলেছেন: হু কবি দা
ঠিক কথা বলেছেন কিন্তু হতাশ নয়ই
ভাল থাকুন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.