নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমগীর সরকার লিটন

আলমগীর সরকার

বাউল আলমগী সরকার

চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।

বাউল আলমগী সরকার › বিস্তারিত পোস্টঃ

চাঁদের সুখ পূর্ণিমা

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

বলি ! চাঁদের মোহ একটাই,
সমগ্র আকাশ জুড়ে পূর্ণিমা ঝরানো-
আর নিদয় অবজ্ঞা মনস্থ হস্তে অমাবস্যা দেয়া !
কিন্তু চাঁদের যে কলঙ্ক আছে- সে ভুলেই গেছে-
শুধু এতোটুকু সুখের মোহে- হায় রে চাঁদ তুই যে -
কতো স্বার্থপর বুঝাবো কেমনে ?
জানিসী না -পূর্ণিমা ছড়াবো বলে অপেক্ষায় থাকি-
এ অমাবস্যা রাত- এ পোড়া রাত ।
সেদিন আকাশ হবো -বাতাস হবো-মেঘ হবো -
আরো হবো ধূসর মাটি;
বল ! আমায় ছুঁইবি না -আজ অথবা কাল-
সমগ্র পূর্ণিমা লুঠাব সে রাত ।

২৩/১২/১৫
======

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

জনম দাসী বলেছেন: চাঁদের কলঙ্ক আছে ? এই কথাটি চাঁদেরই হৃদয়ে নেই। যে মাঠে ফসল নেই, সেখানেও চুপে দাড়ায়ে আলো দেয় চাঁদ, কোন স্বাদ নেই তার ফসলের তরে। তবু মানুষ তাকে কলঙ্কিত বলে ডাকে । যে নিঃস্বার্থ ভাবে পিদীম জ্বালিয়ে যায় সবার তরে, কিছু চায়না। তারই কলঙ্ক বেশী ;;; যে নিজেই পিদীম হয়ে জ্বলতে জানে তার কি প্রয়োজন সামান্য আলো ছড়ানো মাটির পিদিমের।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

বাউল আলমগী সরকার বলেছেন: হু চাঁদ যদি নিজেই নিজেই মনে করে তাহলে বলার কিছুই নাই -
যাক সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
ভাল থাকুন- চাঁদের মতো--

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.