নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমগীর সরকার লিটন

আলমগীর সরকার

বাউল আলমগী সরকার

চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।

বাউল আলমগী সরকার › বিস্তারিত পোস্টঃ

দুধভাতের ভাট পরেছে

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫


কায়লটা হয়ে যাচ্ছে ঘানা,সিরিয়া,উগান্ডা দের মত,
তাই মাঝে মধ্যে খুব ইচ্ছা করে দুধভাত খেতে ।
কিন্তু সেই গাভী ছাগলের ঘন দুধ কি আর আছে;
এক সময় কত আদর করে খেয়েছি !
আর গাভী ছাগলেরা অনেক দিচ্ছিল দুধ-
এখন সববিলাতি হয়ে গেছে,কানাডা অট্রেলিয়াদের মত-
বিলাতিদের নুনে,পাকস্থলিরা বৃদ্ধ হয়ে পরেছে;
আবার হয় তো একদিন শিশু হবো-
ঘন দুধের দুর্ভক্ষ্য হয়ে পরবে,
সবাই তখন কৃতজ্ঞার প্রণয়ে খালনায়ক !
আর যমুনার ভাট ভাঙ্গনের কেউ করবে না আনন্দলহরী;
সব আধুনিকতার ছোঁয়ায় করবে সরবরাহ-
আজো কেনো দুধভাতের ভাট পরেছে ।

০১/০৩/১৬
=======

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯

মাসুদ মাহামুদ বলেছেন: দারুন লিখেছেন ভাই

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫১

বাউল আলমগী সরকার বলেছেন: মাসুদ দা
অনেক ধন্যবাদ

২| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

বিজন রয় বলেছেন: হুম।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫১

বাউল আলমগী সরকার বলেছেন: জ্বি দাদা অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.