নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমগীর সরকার লিটন

আলমগীর সরকার

বাউল আলমগী সরকার

চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।

বাউল আলমগী সরকার › বিস্তারিত পোস্টঃ

আর কত বর্ণমালা খুন হবে

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪০

সূর্যসেনার তীব্র আলোর কাতরে নিঝুম পূর্ণিমার রাত,
একটি কবিতার বছয় মাত্র তিন মাস চলছে-
সবুজ সোনালী ঘিরা ভুবনে বেঁচে থাকার কি মায়াময় আকুতি
তবু কবিতা চয়ণের ৪৮টি বর্ণমালা খুন হলো এরি মাঝে !
বলো কি অদ্ভূত কি করে সহয় ? আবৃত্তি কণ্ঠস্বরে ক্ষীণ হয়ে আছসে আর্তনাদ,
নৈরাজ্যের অন্ধকার চারধারে প্রশাসন একাডেমির
নৈঃশব্দে চুপচাপ আর চুপচাপ-
এক গলায় বলছে আরো রঙিন বইয়ের প্রচ্ছেদ
করবো মোড়ক উম্মোচন;

ওরা নির্বোধ দেখে না বুঝে না, রক্তাক্ত বর্ণমালাগুলো অভিশাপ দিচ্ছে-
সুনামীর মতো তোরা ধ্বংস হয়ে যা - ধ্বংস হয়ে যা;
ফিনিক্স পাখির দৃষ্টিতে দেখছি স্রষ্টাও নির্দয় হয়ে পরেছে-
তাহলে ৪৮টি বর্ণমালা খুনের কে করবে বিচার ?
জানি না কখন যে ফিনিক্স পাখিরা উঠবে উড়ে
সে কারণে তো কেনো কবির কবিতা হতে পারছে না ?
বার বার হুছুট খাচ্ছি- খুন হচ্ছি- একেমন হুতুমপেঁচার শ্লোগান-
শুধু ব্যর্থতার বিচ্ছিরি গন্ধ- প্রশাসন একাডেমির
গায়ে মেখে আজ শুধু অন্ধ ।

০৫/০৩/১৬
=======

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০২

বিজন রয় বলেছেন: দারুন লিখেছেন। শিহরিত হওয়ার মতো।
আর কোন বর্ণমালা খুন হবে না।

শিরোণামে "আর কত" হলে ভাল দেখাত।

শুভকামনা।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৯

বাউল আলমগী সরকার বলেছেন: অশেষ ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.