নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমগীর সরকার লিটন

আলমগীর সরকার

বাউল আলমগী সরকার

চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।

বাউল আলমগী সরকার › বিস্তারিত পোস্টঃ

ওরাই ভাগ্যবান বটে

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

ওরা ইলিশে ওয়লা ! পতিতার মতো করে ব্যবসা-
ওরা ঝাঁটকা মারার জলদস্যু -ওরাই বেশ্যা;
নিজেদের পাছাই দেই আঙ্গুল ! কিছু বুঝে না শালা !
ওরাই কুলোঙ্গার, কোন উৎসব এলেই-
পথে ঘাটে নগ্ন সেন্টিক্রেড,গড়ে তুলে- আর
মীরফারী কণ্ঠে বলে উঠে- বৈশাখ এলো !
ঊর্ধ্ব মুল্যে - ইলিশে নিয়ে করে বিক্রির খেলা-
ওরা মদ্রপায়ি ! বৈশাখের তুলে কালবৈশাখির তুফান;
ওরা অর্থলোভী কিছু বোঝে না ? উল্টে ধরে ঢোল বাজনার গান
ইলিশ পান্থা ভাতে ! বৈশাখ এলো - বৈশাখ এলো-
ওরা ভাগ্যবান বটে-ইলিশে দাম বেশী নিতে,
ওরাই ভাগ্যবান বটে -ইলিশে ভাতা দিলো-
ওরাই ঈশ্বর,ওদের ইচ্ছায় হবে,উৎসবে উল্লাস;
ইলিশে ভাতার পিটে -নতুন করে বৈশাখ এলো
গা্ঁও গ্রামে আর শহরে মেখে গেলো,ছোঁয়ে গেলো-
ধূলির মেঘের বৈশাখ ! শুধু ইলিশ পান্থার সুবাস ছড়ালো।


০৫/০৪/১৬
========

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০

নকীব কম্পিউটার বলেছেন: ভালো লাগলো।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০

বাউল আলমগী সরকার বলেছেন: নকীব দা
অনেক ধন্যবাদ
আগাম বৈশাখির শুভেচ্ছা নিবেন

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

বিজন রয় বলেছেন: হা হা হা
আসলেই।

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৩

বাউল আলমগী সরকার বলেছেন: যাক অনেক ধন্যবাদ আর
আগাম বৈশাখি শুভেচ্ছা নিবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.