নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমগীর সরকার লিটন

আলমগীর সরকার

বাউল আলমগী সরকার

চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।

বাউল আলমগী সরকার › বিস্তারিত পোস্টঃ

উত্তর দেখো দেহ খাতায়

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮


স্বার্থ পুষে পুষে অন্ধথাকি দিনের বেলায়-
স্বর্ণবালা কর্ণমালা চুরি করে !
জোনাক পোড়ায় রাতের মাথায় -
রাত পোহানোর পরে দেখি -
নয়ন কোণে বাদল ঝরা রিনি ঝিনি !
আঁধার ঘরের পাশে শুনতে পাবি-
সাধু সুন্নি বড়ই ছিলো ধর্মী !

ওদের মুখের কথায় খাজনা লাগে না,
পাপের পাপি কেউ তো বুঝে না !
বিশ্বাস তো করলি না শুধু বিশ্বাসের ঘর চুরি করে-
বসত করলি অন্ধ সানাই গড়ে,
শুন রে শুন অন্ধকানাই ;
এতটুকু বিশ্বাস রাখ- যেদিন ঈশ্বর,ভগবান করবে-
চিরান্ধ মাটির পুতুল সোনাই !

তোর র্নিবোধ মহলের আনন্দ রস উল্লাস-
সেদিন কি আর পাইরি;
এসো হই সুদি সময়ের কাণ্ডারী-
স্কুলের পরীক্ষা প্রশ্নপত্রের মতো
নিজেকেই প্রশ্ন করি !
হাত পা, চোখ মুখ মনে ভাল কাজের উত্তর লেখি-
দেহ খাতার পৃষ্ঠে ভরি ।

১৭/০৪/১৬
======

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.