নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

আমায় ক্ষমা কর

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

ভর দুপুরে রাস্তায় দাড়িঁয়ে উদাস ফকির
উপরে তাকিয়েছে বার কয়েক
অশ্রু সিক্ত আখিঁ।

হবে হয়তো-
জমা হিসাবের; হিসাব দিচ্ছিল
হিসাব- জমেছিল বুঝি শ’খানেক?

মাঝে মাঝে ভাবি-
আমি আমারই কথা-
কি অভলীলায় খুলি অপরের অপরাধের খাতা।

কিন্তু নিজে আমি অতি অধম
হিসাব হাজারো-
হয়েছি জখম।

কি হিসাব দিব তাকে!!
অপরাধের ভারে-
তুলতে পারিনা মাথা তার দিকে।

ক্ষমা কর প্রভু আল্লাহ
আমায় ক্ষমা কর তুমি।

(মালিবাগ, ঢাকা, ২০১৬ ইং)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০০

বিজন রয় বলেছেন: জমা-হিসাব একদিন তো দিতেই হবে।

প্রার্থনা।
++++

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৬

ফেনা বলেছেন: আমরা সব সময় ভুলে যায় সামনে আমদের অনেক বড় হিসাব নিকাশ আছে।
এইটাই আমাদের মূল গন্তব্য।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:২১

শিখা রহমান বলেছেন: কবিতাটা মন ছুঁয়ে গেলো। শুভকামনা কবি।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৩১

ফেনা বলেছেন: ধন্যবাদ দিদি।

৩| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৩৮

মীর সাজ্জাদ বলেছেন: আমিন। আল্লাহ পাক আমাদের সকলকেই ক্ষমা করুক, অতি সুন্দর দাসত্ব আল্লাহ পাকের নিকট।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৫৭

ফেনা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:২২

ফেনা বলেছেন: স্পষ্ট মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.