নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

কালপুরুষ

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

আকাশের লুব্ধকে-
বসিয়েছ পাহারা,
উত্তর-পশ্চিমে
তোমরা তিন ঘনিষ্ট তারা।

কমড়ে শিকল
কালপুরুষের
উদ্দত মহান সেই মিছিলের দৃশ্য-
দেখবে নাকি?
তাকাও-
শীতের পূব আকাশে।

সাথে পাবে ঐ তারাদের
বসে আছে মাথায়
কালপুরুষের।

ডাকবে তাদের
মৃগরাশি বলে
সরা দিতে পারে
বাণরাজা আর আর্দ্রা
কার্তিকেয় আসতে পারে
অনিরুদ্ধ ও ঊষা
থকবে না কিন্তু বসে।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:১০

বিজন রয় বলেছেন: অনেক সুন্দর শব্দের সমাবেশ ঘটিয়েছেন কবিতায়।
ভাল হয়েছে।

আপনি কি নিয়মিত লেখেন?

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:২০

ফেনা বলেছেন: সুন্দর মন্তবের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমি নিয়মিত লিখি না। আসলে নিয়মিত হতে পারি না।

ভাল থাবেন।

২| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:১৩

নিশাচড় বলেছেন: অনেক ভালো হয়েছে। সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছেন। ভালো লাগা একরাশ।




আমার ব্লগে বেড়ানোর আমন্ত্রন রইলো

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:২১

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
এক সময় দেখে আসব আপনার ব্লগ।

৩| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:১৩

রোকনুজ্জামান খান বলেছেন: """কমড়ে শিকল কাল পুরুষের ""
কথা টির ব্যাখ্যাঃ দিন?


আমার ব্লগে একবার ঘুরে আসার অনুরোধ রইলো?
আপনাদের অনুপ্রেরনাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে?

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৮

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আর ব্যাখ্যা মিথী_মারজান দিয়ে দিছেন- কালপুরুষের কটিবন্ধে সমান্তরাল তিনটি তারা থাকে।

৪| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:২২

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কবিতা।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৯

ফেনা বলেছেন: ধন্যবাদ দিদি।

৫| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:২৯

শামচুল হক বলেছেন: দারুণ লাগল।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৫

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪১

মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি দারুণ নক্ষত্র কবিতা!
রাতের রহস্যময় আকাশে আমিও নক্ষত্র দেখতে ভালোবাসি।
সেসময় সবার প্রথমেই আমি কালপুরুষ খুঁজি।
কালপুরুষের কটিবন্ধে সমান্তরাল তিনটি তারা থাকে এই সহজ টেকনিকটাই কাজে লাগিয়ে খুঁজে বের করি।
অন্যগুলোর টুকটাক নাম জানি কিন্তু খুঁজে বের করার টেকনিকগুলো বারবার ভুলে যাই।
আপনার কবিতাটা কাজে লাগাবে আমার।

আচ্ছা, কবিতাটাকি আপনি খোলা আকাশের নিচে বসে লিখেছেন?
কবিতায় অনেক ভালোলাগা।:)

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৮

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনিও মনে হয় অনেক আকাশ দেখেন?

হুম উপরেই আকশই ছিল। হা হা হা হা হা.।.।

৭| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: আকাশের একটা তারার নাম কালপুরুষ।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪০

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
কাপুরুষ একটি নয়, অনেক তারার একত্রে একটি নাম। তারা গুলির উপর দিয়ে রেখা টানলে একটি যুদ্ধার আকৃতি পাওয়া যায়।

বিস্তারিত পাবেন নিচের লিংকে-
কালপুরুষ নীহারিকা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.