নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

শ্বপ্ন-প্রিয়াশ্বরী (কাব্য গল্প)

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:২১



এমন একটা দিন আসবে,
আমি আশাও করব সেই দিনের-
একই ট্রেনে
পাশা পাশি সীট হবে দু’জনার সীট।
অবাক দৃষ্টিতে তাকিয়ে দু’জনে
আরও আবাক হব আমি
তুমি প্রিয়াশ্বরীকে দেখে।
তাও আমার পাশে-
খুব কাছে, ভীষণ কাছে।
ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে
তুমি বলবে-
তোমার হাতটা একটু ধরি?
আমি ভীষণ রকম আশ্চর্য হয়ে
মাথা নেড়ে সম্মতি জানাব।
আর-
ভাবতে থাকব
যার হাত ধরার জন্য, যার একটু উষ্ণতা পাবার জন্য
প্রিয়াশ্বরী প্রিয়াশ্বরী বলে মুখে ফেনা তুলেছি
কত রাত জেগে কাটিয়েছি-
করেছি কত কি!
কিন্তু-
আমার সেই প্রিয়াশ্বরী
তার কাছে টানেনি আমায়।
নিজেকে লুকিয়ে নিয়েছে
আমাকে অনুভুতিহীন রেখেই।
এর পর থেকে-
ভীষণ কষ্ট নিয়ে শুধুই-
স্মৃতির যাবর কেটেছি।
অভিযোগহীন একাকী জীবনটাকে নিয়ে সামনে এগিয়েছি
একটা কচ্চপের মত।
হঠাত একদিন – এই ভাবে-
দেখা হবে ট্রেনে; ভাবতেই পারছিনা!
কী ভীষণ উষ্ণ ভাল লাগা।
দু’জনার মাঝে, আর কোন কথা নেই
শুধুই নিরব বসে থাকা,
হাতে হাত রেখে।
একটা সময় বুঝতে পারলাম
আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি
এই হাত আর ধরে রাখা যাবে না।
প্লাটফর্মে এসেও কোন কথা নেই
শুধুই নিরবতা।
একে অন্যের দিকে তাকিয়েই বিদায় জানালাম।
দু’জন দু’জনার থেকে দূরে সরে যেতে যেতে
আচমকা খেয়াল করলাম-
আমার প্রিয়াশ্বরীর চোখের কোনায়-
অশ্রু দানা।
আবেগে ওষ্ঠধর তার কাঁপছে।
সম্ভবত-
আমাকে নতুন করে এত কাছে পাওয়ার পরও
আবার হারানোর বেদনা তার।
এটা ভাবতেই- নিজের ভালবাসাকে
অনেক ধন্য মনে হল।
বুঝতে পারি-
প্রিয়াশ্বরীর মনের অনেকটা জায়গা জুরেই
আমার আমি ছিলাম।এমন একটা দিন আসবে,
আমি আশাও করব সেই দিনের-
একই ট্রেনে
পাশা পাশি সীট হবে দু’জনার সীট।
অবাক দৃষ্টিতে তাকিয়ে দু’জনে
আরও আবাক হব আমি
তুমি প্রিয়াশ্বরীকে দেখে।
তাও আমার পাশে-
খুব কাছে, ভীষণ কাছে।
ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে
তুমি বলবে-
তোমার হাতটা একটু ধরি?
আমি ভীষণ রকম আশ্চর্য হয়ে
মাথা নেড়ে সম্মতি জানাব।
আর-
ভাবতে থাকব
যার হাত ধরার জন্য, যার একটু উষ্ণতা পাবার জন্য
প্রিয়াশ্বরী প্রিয়াশ্বরী বলে মুখে ফেনা তুলেছি
কত রাত জেগে কাটিয়েছি-
করেছি কত কি!
কিন্তু-
আমার সেই প্রিয়াশ্বরী
তার কাছে টানেনি আমায়।
নিজেকে লুকিয়ে নিয়েছে
আমাকে অনুভুতিহীন রেখেই।
এর পর থেকে-
ভীষণ কষ্ট নিয়ে শুধুই-
স্মৃতির যাবর কেটেছি।
অভিযোগহীন একাকী জীবনটাকে নিয়ে সামনে এগিয়েছি
একটা কচ্চপের মত।
হঠাত একদিন – এই ভাবে-
দেখা হবে ট্রেনে; ভাবতেই পারছিনা!
কী ভীষণ উষ্ণ ভাল লাগা।
দু’জনার মাঝে, আর কোন কথা নেই
শুধুই নিরব বসে থাকা,
হাতে হাত রেখে।
একটা সময় বুঝতে পারলাম
আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি
এই হাত আর ধরে রাখা যাবে না।
প্লাটফর্মে এসেও কোন কথা নেই
শুধুই নিরবতা।
একে অন্যের দিকে তাকিয়েই বিদায় জানালাম।
দু’জন দু’জনার থেকে দূরে সরে যেতে যেতে
আচমকা খেয়াল করলাম-
আমার প্রিয়াশ্বরীর চোখের কোনায়-
অশ্রু দানা।
আবেগে ওষ্ঠধর তার কাঁপছে।
সম্ভবত-
আমাকে নতুন করে এত কাছে পাওয়ার পরও
আবার হারানোর বেদনা তার।
এটা ভাবতেই- নিজের ভালবাসাকে
অনেক ধন্য মনে হল।
বুঝতে পারি-
প্রিয়াশ্বরীর মনের অনেকটা জায়গা জুরেই
আমার আমি ছিলাম।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৮

ব্লগ মাস্টার বলেছেন: বেশ সুন্দর কাব্য।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৬

ফেনা বলেছেন: পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

কাইকর বলেছেন: ভাল লাগলো

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব কাইকর।

৩| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: আহ!

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪১

ফেনা বলেছেন: আহ!!! কেন?

৪| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫১

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য!

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:০২

ফেনা বলেছেন: পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

৫| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন প্রেম । পৃথিবীটা ট্রেনের বগির মতো। ক্ষণিকালয়। মানুষের মনে থাবেনা। তাইতো সে অহংকারী হয়ে ওঠে ।

সুন্দর কবিতা ।+

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:০৩

ফেনা বলেছেন: জি ঠিক বলেছেন।
আপনাকেও অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সতত।

৬| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:০৩

সিগন্যাস বলেছেন: ট্র্বেনে পেরেম?কাজ নাই আর?বাংলাদেশের ট্রেইনগুলা কখনো সঠিক টাইমে এসেছে?

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৪২

ফেনা বলেছেন: ট্রেনে প্রেম না ত। পুরাতন প্রেমের ক্ষনিক স্মৃতি চারণ।
ধন্যবাদ আপনাকে।

৭| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: বৃষ্টির দিনে কবিতা পড়তে খুব ভালো লাগে।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৮

ফেনা বলেছেন: আইচ্চাতে। বৃষ্টি আসলে কবিতা পইড়েন আওলাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.