নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া তুমি

০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:০৯

হাওয়ার নির্মলতা; আমার অসহ্য লাগে,
লাগে একগেয়েমিতে দম বদ্ধ হয়ে যাওয়ার যন্ত্রনা।

নতুন করে,
তুমি হারিয়ে যাওয়াটা ভীষণ অনুভব করছি
সেই জন্য বোধ-হয়-
আমার যন্ত্রনাটা ক্ষনে ক্ষনে চক্র বৃদ্ধি হারে বাড়ছে।
আর তা-
ষোল কলা পূর্ণ করে,
আমার মগজের ভিতর ইস্কুলের ঘন্টা বাজাচ্ছে প্রতিনিয়ত।

আজ মৃত্যুকে অনেক বেশি চাই
ঠিক মন থেকে।
যেমনটা চাইতাম তোমাকে।

তুমি আপন হওনি; নিরাশ করেছ
মৃত্যু নিশ্চয় আমাকে নিরাশ করবেনা
আপন করে জড়িয়ে ধরবে পরম মমতায়।

আমি-
চির নিদ্রায় যাব
ঘুমাব পরম শান্তিতে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লেগেছে।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতা পড়ার জন্য।

২| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪

রাকু হাসান বলেছেন: আহা! বিরহ ! আরও ভাল লিখবেন সেই প্রত্যাশা রইলো ফেনা !

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৯

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ.....

৩| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
লেখার সাথে সামঞ্জস্য আছে এমন ছবি ব্যবহার করবেন।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:০০

ফেনা বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। সামনে ছবি যুক্ত করার চেষ্টা করব।

৪| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার ভাল লাগার একটি কবিতা। অনেক ভাল লাগলো পড়ে।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯

ফেনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় কাওসার ভাই।

৫| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

ফেনা বলেছেন: ধন্যবাদ বুবু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.