নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ক্লান্ত সৈনিক

০২ রা জুলাই, ২০১৮ রাত ৮:০৮


নির্বাসিত জীবনে পরাজিত আমি;
ক্লান্ত সৈনিক।
জীবন তরীর খুঁজে না পাওয়া তট,
কি পীড়াদায়ক জীবন নাবিকের!
আমি কি ষোল কলা পূর্ণ করেছি-
জীবনের কোন কর্ম?
প্রতিটা জীবন-ই নির্বাসিত লাগে
লাগে লাশ পচাঁ গন্ধে ভরা-
সমাজের পরিবেশ।
সবকিছু থাকার পরও নষ্ট সমাজ
সবকিছু থাকার পরও নষ্ট মানুষ
সর্বপরি নষ্ট আমি।
একা একা আর কত-
বিরামহীন যুদ্ধ হবে?
জীবনের অসীম আখাঙ্কায়
নির্বাসিত জীবনে পরাজিত আমি;
ক্লান্ত সৈনিক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৮ রাত ৮:২৪

সনেট কবি বলেছেন: রেস্ট নিয়ে আবার শুরু করুন।

০২ রা জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

ফেনা বলেছেন: হা হা হা হা ......
ওকে ওকে....
আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কবি।

২| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ছবিটা কি আপনার?
কবিতা ভালো হয়েছে।

০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

ফেনা বলেছেন: জী ছবিটা আমার।
মেঘনা নদীতে নৌকাতে জীবন খোজার সময় তোলা।
মন্ত্যবের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.