নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

দুরাত্মার অনায্য দাবী

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২


উদলা আজ আমার- সকল কল্প-স্বপ্ন
নাই আজ মাথা তুলিবার সাহস সম
তাই নতজানু হয়ে চলছি মৃম্ময়মান।

ঘোড়ার তেজে চলা আমি
কচ্চপের গতিতেই এখন অসীমতা
নাই আজ মাথা তুলিবার সাহসের সমতা
আমার চলা আজ মৃম্ময়মান আর ভরা কুটিলতা।

বেঁচে থাকা তিক্ত অসম
দুরাত্মার অনায্য দাবীর কাছে-
উদলা হতে চলা সমাজ
আজ নাই তার নিবারনের কোন চেষ্টা
অসম পংক্তির বেদনাময় নীল দেয়ালে
বিগলিত হয়ে কলঙ্ক লেপ্টে আছি আমি।

বহু নষ্ট কামনার কেতন উড়ছে এক সমানে
রক্তমাখা সমাজের নগ্ন বুকে পা রেখে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামাজকি অস্থিরতা নিয়ে ভাবনা কাব্যে ভাললাগা

+++

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:১১

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য রাশি রাশি ধন্যবাদ।

২| ১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:



আত্নমুক্তি নিয়ে কজনই বা ভাবে! আপনি ভেবেছেন মনে হল!

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৫

ফেনা বলেছেন: চেষ্টা করি মাঝে মঝে কিন্তু হয় না। চিন্তাটা পরিপূর্ণভাবে শেষ করতে পারি না।
অনেকধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

সনেট কবি বলেছেন: সুন্দর।+

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৮

ফেনা বলেছেন: বিনম্র শ্রদ্ধার সাথে ধন্যবাদ।
ভাল থাকবেন সতত।

৪| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: শেষের ৮/১০ লাইন একেবারেই ভালো হয়নি।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৫

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.