নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির আদর

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮


প্রকৃতির ভিতর আমি প্রকৃতি খুঁজি
তোমাকে বুঝতে পারিনা বলে,
বুঝতে পারিনা তোমার হৃদয়ের স্পন্দন।
তাই- প্রতিনিয়ত
হতাশার বৃত্তে আবর্তিত হই
অন্তর্নিহিত ভালবাসার খোঁজে।

শিলা মাটির খড়তা
আমাকে উত্তপ্ত করে
এক পশলা বৃষ্টির আদরের আশায়।
তুমি কি পারনা প্রিয়-
আমার বুকে এক পশলা বৃষ্টি হতে?
তাহলে-
প্রকৃতির ভিতর আমাকে আর;
প্রকৃতি খঁজতে হয় না।

তোমা থেকে যদি-
এক পশলা বৃষ্টির আদর পাই
তবে- আমি প্রিয় জীবনটায়
তোমাকে উতসর্গ করে দিতে পারি।
পারি তোমার নামে জীবনটা লিখে দিতে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বৃষ্টির দিনে মনটা থাকে উদাস তাই
বৃষ্টির দিনে কাউকে কোন গভীর কথা দিতে নেই,

কবিতায় মুগ্ধতা রইলো ফেনা ভাই

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩১

ফেনা বলেছেন: ভাই কেমন আছেন?
আপনার মন্তব্য আমাকে সবসময় অনেক উতসাহ দেয়।
্নুরু ভাই এর মন্তব্যে নুর-ই থাকে।

ভাল থাকবেন সতত।

২| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩১

ফেনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৭

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৩

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনার উপস্থিতি আমাকে অনেক উতসাহিত করে।

৪| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

জাহিদ অনিক বলেছেন:

তবু একমুঠো সুখ ছুঁয়ে দিলে ভাবি এ যেন হঠাত বৃষ্টি !!

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৩

ফেনা বলেছেন: মন্তব্য ওয়াও!!!!!
আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসার কবিতা এখন আর আমার ভালো লাগে না।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮

ফেনা বলেছেন: জি ধন্যবাদ। তা আপনার কি ভাল লাগে।

৬| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

রাকু হাসান বলেছেন: ভাল হয়েছে :-B । একটা কাকু ছিল ব্লগে ;) আমার সেটা কে মনে করতে পারছি না ।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫০

ফেনা বলেছেন: @রাকু হাসান আমি ঠিক বঝতে পারিনি। একটু বুঝিয়ে বললে খুশি হতাম।

৭| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬

রাকু হাসান বলেছেন: ব্লগে একজন কে কাকু বানিয়েছিলাম ;) ,সেটা কে মনে করতে পারছি না ,তাঁকে জিজ্ঞাসা করছিলাম,আপনার নামটি তো কেমন জানি ভাই/আপু কোনটা বুঝা যাচ্ছে না,কোন টা ডাকবো ? তিনি বলেছিলেন ভাই/আপু অনেক হয়েছে এখন কাকু চাই :) .এই আর কি ,ভাবছিলাম আপনি ই নাকি ,

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৬

ফেনা বলেছেন: তাহলে রাকু হাসান আ্পনার মিস ফায়ার হয়েছে।
তবে আমাকে অনেকেই এই কথা জিজ্ঞাস করেছে। ্কিন্তু আমি কাউকেই কাকু ডাকতে বলিনি।
আমার পুরা নাম- অরণ্য খাইয়েশ ফেনা।
তাহলে বুঝেন---
@রাকু হাসান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.