নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ইসলাম বন্দনা

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৩



তুমি তোমার জন্য এখন
কাদঁ কেন মন (।।)
ভালবাসা না বুঝলে
দীলে হবে জক্ষম।
তুমি তোমার জন্য এখন-
কাদঁরে মন(।।)
সৃষ্টি হয়ে জগতে তুমি আসলা-
তুমি তোমাকে চিনবে তখন,
খোজঁবে যখন খোদা।
তুমি তোমার জন্য এখন –
কাদঁ কেন মন!!
দেখ চেয়ে আসমান জমিন
নয় তো খোদা ছাড়া
সবই দেখ তারঁই রহমতের এক ইশারা।
কাদঁরে মন কাদঁ এখন
আপনারই আপন
খোদা বীনে হবেনা ক্ষণ
উছিলা রাসুল যখন। (।।)

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৬

নাজিম সৌরভ বলেছেন: মনের ভাব দারুণভাবে প্রকাশ পেয়েছে।
ভালো লেগেছে লিখাটা।

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।

২| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: উপলব্ধি ও কবিতা দুটোই ভালো । ধরে রাখুন ভাইয়া, এই উপলব্ধি ।

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২১

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১১

জাহিদ অনিক বলেছেন:






এ কোন মধুর শরাব দিলে আল্‌-আরাবী সাকী

নেশায় হলাম দীওয়ানা যে, রঙিন হল আঁখি।

তৌহীদের শিরাজী নিয়ে

ডাকলে সবায়, ‘যা রে পিয়ে’

নিখিল জগৎ ছুটে এল, রইল না কেউ বাকি।

বসল তোমার মহ্‌ফিল দূর মক্কা মদিনাতে

আল্‌-কোরআনের গাইলে গজল শবে-কদর রাতে।

নর-নারী বাদশা ফকির

তোমার রূপে হয়ে অধীর

যা ছিল নজরানা দিল রাঙা পায়ে রাখি।

তোমার কাসেদ খবর নিয়ে ছুটল দিকে দিকে

তোমার বিজয়-বার্তা গেল দেশে দেশে লিখে।

লা-শরীকের জল্‌সাতে তাই

শরীক হল এসে সবাই

তোমার আজান-গান শুনাল হাজার বেলাল ডাকি।।

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

এবং আপনার লেখাটা অনেক সুন্দর হয়ছে। ভাল লাগা।

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪

বন্ধুমল্ল বলেছেন: ভালোলাগা রেখে গেলাম

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ জনাব।

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭

স্রাঞ্জি সে বলেছেন:
লাইক দিলুম।

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯

ফেনা বলেছেন: ধন্যবাদ।

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮

জাহিদ অনিক বলেছেন:


নারে ভাই ! ওটা আমার লেখা না -- নজরুলের একটা অসাধারন ইসলামী গান--


https://www.youtube.com/watch?v=zTmgVKLXEZI

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০

ফেনা বলেছেন: ওওওও.....ধন্যবাদ লিংক দেওয়ার জন্য।

৭| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

সূচরিতা সেন বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪২

ফেনা বলেছেন: ধন্যবাদ নায়িকা আপু।

৮| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাহ! বেশ সুন্দর গীতি কবিতা গড়েছেন ভাই, দারুণ লিখেছেন।
শুভ বুদ্ধির উদয়নে মানুষ জেগে উঠুক স্রষ্টা প্রেমে।

শুভকামনা রইল

অনিক ভাইয়ের মন্তব্যের ঘরে রেখে যাওয়া কবিতার প্রশংসা করতেই হয়, দারুণ হয়েছে সেও।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

ফেনা বলেছেন: দারুন মন্তব্য। উতসাহিত হলাম।
অনেক ভাল থাকবেন।

৯| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫

ফেনা বলেছেন: ধন্যবাদ।

১০| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

সনেট কবি বলেছেন: লাইক দিলাম

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

ফেনা বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.