নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

সমাজকে বলছি

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬


আমি একশত বার জীবনের সাথে-
যুদ্ধ করব।
একঘেয়ে জীবনের সাথে,
একঘেয়েমী করার জন্যই আমার জন্ম।

আমার জীবনের চলার পথ,
কারোর ভাল লাগলেই কি-
আর না লাগলেই কি।
তাতে - আমার কিছু যায় আসে না।

আমার জীবন আমার।
আমি এভাবেই চলব-
একঘেয়েমী করেই।

ঐ সমাজ তোমাকেই বলছি-
আমি এভাবেই চলব,
তোমার বুজে হাডেনি?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: এটা কি আপনার ছবি?

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৫

ফেনা বলেছেন: জি জনাব ছবিটা আমার।

২| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩১

স্রাঞ্জি সে বলেছেন:

অসুস্থ নাকি। গলায় ঠাণ্ডা লাগছে।


২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

ফেনা বলেছেন: এইটা ডাস্ট মাস্ক। যেখানে জব করি সেখানে বাতাসে অনেক ডাস্ট, তাই .....

৩| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৬

জাহিদ অনিক বলেছেন: জীবনের শততম যুদ্ধে জয় আসুক

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৭

ফেনা বলেছেন: আচ্চাতে। অপেক্ষায় থাকলাম।

৪| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২১

বাকপ্রবাস বলেছেন: হঠাৎ আবার অসাজিক হলেন কেন?

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

ফেনা বলেছেন: উপায় নাই ভাই।

৫| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯

ভ্রমরের ডানা বলেছেন: আপনার পুলিশ কোন চ্যাটের বাল পোষ্টে মন্তব্য করেছিলাম। উত্তর দিতে হয়ত ভুলে গিয়েছেন।

২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৩

ফেনা বলেছেন: দেখেছি

৬| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২১

ভ্রমরের ডানা বলেছেন:

প্রাইভেট ভার্সিটির ডিগ্রি কিনে দেখছি বেশ মজায় চাকুরী করছেন।আর তাই তো সমাজের প্রতি এত তুচ্ছতাচ্ছিল্য! এর বাইরে কি কিছু জানেন?


এটা কবিতা কম ছাগলামি বেশি হয়েছে।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

ফেনা বলেছেন: ভাই আমার যে প্রাইভেট ভার্সিটির ডিগ্রি কে কইল???!!!
আমার ত কোন ডিগ্রীই নাই। হা হা হা ......
ভাই আমি আপনাগো মত এত লেহা পড়া নাই। বুজলাইন???

৭| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফেনা ভাই
কবিতা চর্চা করেন
জানা ছিলোনা।
মন্দ হয়নি !

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

ফেনা বলেছেন: তাই .....ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

বর্ণা বলেছেন: সমাজে ভাল কিছু করতে গেলে বাঁধা আসে। তাই নিজের মনের কথা শুনে চলা উচিত।

২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.