নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ফেনীল বানী - ১

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫



১. জীবনকে উপলব্দী কর; বিচার করতে যেওনা। কারণ- বিচার করতে গেলে জীবন তোমার শত্রু হয়ে যাবে।

২. জীবনে সেই সব থেকে বেশি সুখি হতে পারে যে “আমার আমিত্ত”-কে ত্যাগ বা উতসর্গ করে দিতে পারে।

৩. যে শরীরের এবং মনের চাহিদার কথা চিন্তা করে সে কখনো নিজের অস্তিত্তকে চিনতে পারে না।

৪. “আমি”, “আমরা”, “তুমি”, “তোমরা” এবং “না” এই শব্দগুলি বা বোধটুকুই মানব জীবনের ধবংসের কারণ হয়ে দাঁড়ায়।

৫. ভালবাসা হল এক প্রকার “ঔষধ”, যা পরামর্শ মত পরিমিত নিলে তা কল্যাণকর। কিন্তু অতিরিক্ত হলে তা মৃত্যুর কারণ হয়ে যায়।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি।
ভাল থাকবেন সব সময়।

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০

বাকপ্রবাস বলেছেন: ভাল

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২

ফেনা বলেছেন: ধন্যবাদ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৫

মহসিন ৩১ বলেছেন: আমার আমিত্তকে পুরাপুরি ত্যাগ করারও সিসটেম আছে। তা নইলে মানুষই পড়ে হয়ে যেতে পারে মাজা ভাঙ্গা সাপ।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২

ফেনা বলেছেন: হুম। কথা সত্য।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪

হাবিব বলেছেন:


বাণীর বানে ভেসে ভেসে-
অনেক কিছুই রপ্ত করিলাম,
তাই ধন্যবাদ অবশেষে।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩

ফেনা বলেছেন: জি স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ চমৎকার একটি পোষ্ট দিয়েছেন। শুভ কামনা রইলো।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫২

ফেনা বলেছেন: ধন্যবাদ। আপনাক শুভ কামনা।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১

সৈকত জোহা বলেছেন: আপনি নিজে কয়টা মানেন

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪

ফেনা বলেছেন: মানি বলেই লিখেছি।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

ওমেরা বলেছেন: আমিত্বকে পুরোপুরি ত্যাগ করা যাবে না কখনো। ফেনিল বানী তো ভালই।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫

ফেনা বলেছেন: দোয়ার জন্য দরখাস্ত রইল।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০

ওমেরা বলেছেন: দোওয়া করব কিসের জন্য , পরিক্ষা দিবেন, নাকি চাকরী খুঁজছেন, নাকি ভাল বউ পাওয়ার জন্য নাকি নেক সন্তান লাভের জন্য?

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৩

ফেনা বলেছেন: সহী এবং সুন্দর জীবনের জন্য।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাহ ! নিজের কিছু বাণী - যেন অন্যরকম অনুভূতি।

০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার জানাও ডট কমে একটা কবিতা পাঠিয়েছিলাম ?

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

ফেনা বলেছেন: ওকে। আপনাকে ধন্যবাদ। আগামীকাল ইনশাল্লাহ

১১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

স্রাঞ্জি সে বলেছেন:
সামনে আরো ভাল বাণী পাব ফেনা ভাই থেকে এই কামনা.....

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়। ইনশাল্লাহ।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

আবু হাসান লাবলু বলেছেন: গভীর ভাবনার ও শিক্ষানীয় বানী দেয়ার জন্য অনেক ভালবাসা জানবেন

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষের স্বভাব হলো, কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে
সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে, আবার কেউ যখন
রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছা করে।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১১

ফেনা বলেছেন: আসলেই তাই। এইটা মনে হয় আমাদের মানব জাতির প্রাকৃতিক রহস্য।

ভাল থাকবেন প্রিয় নূর মোহাম্মদ নূরু ভাই।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ! দারুণ সব বাণী, একদম সত্য আমার কাছে।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: বলিউডের কয়েকজন নায়িকা ট্রেনে ভ্রমন করছেন। টিকিট চেকার এসে প্রথমেই বোরখা পরা বিদ্যা বালানকে জরিমানা করলেন ৫০০ টাকা। তার পাশে বসে ছিলেন সালোয়ার কামিজ পরা তনুশ্রী দত্ত। টিকিট চেকার তাকে জরিমানা করলেন ১০০টাকা। তার পাশে মিনি স্কার্ট পরে বসে ছিলেন রিয়া সেন। তাকে জরিমানা করা হলো ৫০ টাকা। অথচ তার পাশে বসে থাকা ঐশ্বরিয়া রায়কে টিকিট চেকার কোন জরিমানাই করলেন না। কেন?

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮

ফেনা বলেছেন: তার শরীরে কোন কাপড় ছিল না।
কিন্তু আমার এই পোষ্টের সথে এই গল্পের কি সম্পর্ক???!!!!

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪

সুমন কর বলেছেন: আমিতত্ত্ব'ই সব নষ্ট করে দেয়..........

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৮

ফেনা বলেছেন: ঠিক তাই।
ধন্যবাদ জানবেন।

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৫

তারেক ফাহিম বলেছেন: অন্যরকম অনুভুতি।

ভালোলাগা

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৩

ফেনা বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার পোস্ট।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২১

ফেনা বলেছেন: ধন্যবাদ জানবেন।

১৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২১

ফেনা বলেছেন: ঠিক তাই।
ধন্যবাদ জানবেন।

২০| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪২

এ.এস বাশার বলেছেন: বানী ভালো লেগেছে ফেনা ভাই। আশা করি আরও ভাল ভাল বানী পাব আপনার কাছ থেকে....
প্রীতি ও শুভেচ্ছা রইলো......

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩১

ফেনা বলেছেন: ধন্যবাদ। ইনশাল্লাহ আশা করি আজ আরো কছু দিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.