নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

মনটা বলতে চাই

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪


মাসিক নয়; নয় তো কোন পাক্ষিক
আমি হতে চাই তোমার মনের দৈনিক।
এই কথাটা-
তোমাকে লিখব লিখব বলে আজ অনেক দিন,
কথা কলম দিয়ে বের হতে চায় না।
আর আমার-
হাতে জ্বলন্ত সিগারেট পুড়ে ছাই হয়ে যায়;
আমি ধোয়াময় হয়ে উঠি।

ইট কাঠের ঘেরা দেয়ালের ভিতর
আমি ঝিম ধরে বসে থাকি-
ভাবি;
তোমাকে ভাবতে ভাবতে আচমকা
জেগে উঠি, ঘরের ভিতর টিক টিকির
টিক টিক শব্দে।
প্রচন্ড অস্থিরতায় জেগে থাকি পূর্ণরাত।

কেউ আমাকে ঘুমাতে দেয়না
তুমিও না।

মনের ভিতর; একটা অনুভূতি
আমাকে আঁকড়ে ধরে- আমি বন্দী,
তোমাকে ভালবাসার দায়ে
নাকি-
তোমার থেকে দু-দন্ড সুখ খোঁজার অপরাধে!!

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথম স্তবকের চাইতে শেষ স্তবকটা বেশি ভালো লাগলো আমার কাছে। শেষ লাইনগুলোর তুলনায় প্রথম লাইনগুলো খুবই বাচ্চা।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪

ফেনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাসিক নয়; নয় তো কোন পাক্ষিক
আমি হতে চাই তোমার মনের দৈনিক।

............................................................................
দারুন কথা,
কিন্ত আমাদের ইচ্ছেগুলো কেন মরে যায় ?
...........................................................................
............................................................................
ভালবাসার ভালবাসা

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬

ফেনা বলেছেন: আপনার জন্যও অনেক ভালবাসা।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো। শুভকামনা

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭

ফেনা বলেছেন: ধন্যবাদ। শুভকামনা আপনাকেও।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫

স্রাঞ্জি সে বলেছেন:
শব্দ ভুল → জবলন্ত < জ্বলন্ত। অনুভুতি < অনুভূতি। খোজাঁর < খোঁজার। আকড়ে < আঁকড়ে।

হতাশায় নুয়ে পড়া এক বিরহ কাব্যের জন্য +++.


০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১

ফেনা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বানান ঠিক করে দিলাম।
একটা বিশেষ ধন্যবাদ নিবেন।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭

বাকপ্রবাস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা এর সাথে সহমত। শেষের দিকে পরিপক্কতা শুরুর দিকে নড়বড়ে।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো লাগলো।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৪

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯

এ.এস বাশার বলেছেন: বাহ সুন্দর.... একটু ভিন্ন মাপের লাগলো আজকের কবিতা......
ভালো থাকবেন..

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয় এ এস বাশার ভাই।

ভাল থাকবেন সবসময়।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: মনের সবটূকু আবেগ কবিতায় ঢেলে দিয়েছেন।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজিব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.