নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

মিথ্যে ছিলনা তোমার জন্য আমার বেচেঁ থাকা

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩


এক যুগ পরও যখন –
তোমার চেহারা আমার মনের দেয়ালে স্পষ্ট ভেসে উঠে
তবে সেই এক যুগ আগের –
তোমার প্রতি আমার ভালবাসাটা কোন মোহ বা আবেগ ছিলা না।
ছিল হ্রদয়ের স্পন্দনের মত-
চিরন্তন সত্যের বিষদ বিবিরণ দেওয়া পান্ডুলিপি।
মানব দেহের সাথে অক্সিজেন যেমন অবিচ্ছেদ্য –
তেমনি তুমি ছিলে আমার অক্সিজেন,
আমার বাচাঁ বড় দায়।

এখন আমি আই সি ইউ-তে মুমূর্ষ
সাপোর্টিং অক্সিজেন নিয়ে অপেক্ষায় আছি শেষ নিঃশ্বাসের
গুনছি নিজের প্রতিটি নিঃশ্বাস
আর-
প্রতিটি নিঃশ্বাসের সাথে অনুভব করি
তোমার হ্রদয়ের এক একটা স্পন্দন।

হয়তো তুমি এমনি; আবার হয় তো চাওনি আমাকে-
কিন্তু তোমার প্রতি আমার ভালবাসা এক মুহুর্তের জন্য মিথ্যে ছিলনা,
মিথ্যে ছিলনা তোমার জন্য আমার বেচেঁ থাকা।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭

বিজন রয় বলেছেন: কয়েকটি বানান ঠিক করে দিন।

মিথ্যে সত্যি হোক।
+++

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০১

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন।

২| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো।। সুন্দর লিখেছেন

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৯

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।

৩| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৩

নুরনবী হোসেন বলেছেন: অসাধারণ ভাইয়া

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৩

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

রাকু হাসান বলেছেন:

প্রথম স্তবক দারুণ ।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪

কানিজ রিনা বলেছেন: বেশ ভাল লাগল, ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

ফেনা বলেছেন: আপনাদের ভাল লাগাই আমার অনুপ্রেরণা।
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।

৬| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।

৭| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খারাপ লাগছে।

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

ফেনা বলেছেন: কেন খারাপ লাগছে সোনা পাখি????

৮| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এরকম হাজারো শেষ চাহুনি দেখেছি মানুষের। আহারে প্রিয়তম বা প্রিয়তমার জন্য কত কষ্টই না তাদের! কতই না স্বপ্ন বুকের মাঝে ঘর বাঁধে!

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

ফেনা বলেছেন: সুন্দর বিশ্লেষণ।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

৯| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

ফেনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় রাজীব ভাই।

ভাল থাকবেন সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.