নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

মন পক্ষি

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮



আমি ভালবাসতে জানি
জানি ভালবাসার মানে।
ভালবাসা হল-
মুক্ত আকশে পক্ষির উড়ে বেড়ানো।
আমি হলাম মুক্ত পক্ষি,
আমাকে গদবাধাঁ নিয়মে বেধে রাইখ না,
তাতে আমার মৃত্যু আশংকা থাকে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ভালবাসতে জানি
জানি ভালবাসার মানে।

.................................................................
মারহাবা ! মারহাবা!! মারহাবা !!!
.................................................................

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫

ফেনা বলেছেন: জীবন হোক ভালবাসাময়।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৮

সাইন বোর্ড বলেছেন: ভালোবাসা পাখনা মেলুক...

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

ফেনা বলেছেন: মেলুক পাখনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: এত দিন কোথায় ছিলে
ও আমর ভালবাসা..................
...........................................

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০

ফেনা বলেছেন: এত দিন ভালবাসা তলবিছনার নীচে ছিল।

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৫

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

এ.এস বাশার বলেছেন: সুন্দর....

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬

ফেনা বলেছেন: ধন্যবাদ।

৬| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯

ওমেরা বলেছেন: ছোট বেলায় আমি পাখি কিনেছিলাম, কয়েকদিন বন্ধি থাকার পর মরে গিয়েছে ।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৮

ফেনা বলেছেন: প্রতিটি সত্তাই একেকটি পাখি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯

বিজন রয় বলেছেন: ভালবাসায় পড়লে একদিন তা হারিয়ে যায়।
নিশ্চিত।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

ফেনা বলেছেন: যার শুরু আছে তার শেষও আছে।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

নজসু বলেছেন: মনকে বেঁধে রাখা যায়না।
পরাধীনতার শিকলে মনকে বাঁধলে সত্যি সত্যি মনে মরে যায়।

কবিতা ভালো লেগেছে।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৯

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় নজসু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.