নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের প্রোফাইল ছবি এবং তাদের পরিচয়ে দেওয়া তাদের কথা। ( পর্ব - ২ )

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭


ব্লগারদের বৈচিত্রময় নাম তাদের প্রফাইল ছবি তাদের লেখায় আমাদের পাঠদেরও কম বেশি প্রভাবিত করে। সাথে তাদের পরিচয়ে দেওয়া সংক্ষিপ্ত পরিচিতিটা তাদের চিন্তা ভাবনার প্রতিফলন ঘটায়। আছে অনেক জানার আছে কিছু ভাবনার বিষয়ও। সবার সামনে তাদের প্রফাইল ছবি সহ তাদের পরিচয়ে লেখা অংশটুকু কপি পেষ্ট করে তুলে আনলাম। ইচ্ছা আছে নিয়মিত ভাবে পর্ব হিসাবে মোটামুটি সবাইকে উপস্থাপন করার। সেই ধারাবাহিকতায় এবং উৎসাহে আজ নিয়ে আসলাম ২য় পর্ব।

১০।

আখেনাটেন

আমি আমাকে চিনব বলে বিনিদ্র রজনী কাটিয়েছি একা একা, পাই নি একটুও কূল-কিনারা কিংবা তার কেশমাত্র দেখা। এভাবেই না চিনতে চিনতেই কি মহাকালের পথে আঁচড় কাটবে শেষ রেখা?

মনটা যদি তুষারের মতো...


১১।

নুরুন নাহার লিলিয়ান


আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

১২।

সুলতানা শিরীন সাজি


shazi১৯এট জিমেইল ডট কম


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,
শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।
ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,
ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ

বেঁচে থাকাটা দারুণ ব্যাপার ....


১৩।

সাহাদাত উদরাজী


[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।


১৪।

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরি,পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি।অন্যভুবনে আমার ভিন্ন অভিজ্ঞতার বর্ননা থাকবে।শিকড়ের সন্ধানে আমার উপন্যাস।ধারাবাহিকভাবে এটি বর্নিত হবে।

আমি আমার নিরক্ষর,কিন্তু বুদ্ধিমতি মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধি


১৫।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

১৭।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

আমার নাম- রাজীব নূর খান। ভাবছি ব্যবসা করবো। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

১৮।

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখীমানুষ

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

নয়ন বিন বাহার বলেছেন: পোস্টটা দুবার এসেছে।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

ফেনা বলেছেন: ধন্যবাদ। ঠিক করে দিলাম।

২| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি দুবার এসেছে ঠিক করে দিন।

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ডাবল হয়ে গেছে। ঠিক করে দিন।

৪| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ।
ব্যতিক্রমি পরিচিতি।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

অলিউর রহমান খান বলেছেন: তাদের সাথে পরিচিতি হবার সুন্দর একটি সুযোগ। ধন্যবাদ লিখক কে সুন্দর একটি পদক্ষেপ নেয়ার জন্য।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

ফেনা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার এবং দ্মন্তব্য করার জন্য।

ভাল থাকবেন সতত।

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় ফেনা ভাই,

সকাল সকাল ব্লগারদের পরিচয় পর্ব -২ তে নিজের নামটি পেয়ে আনন্দিত হলাম। আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। এভাবে আগামী দিনের এক এক করে সব ব্লগারদের পরিচয় করিয়ে দেবেন আশা করি।


শুভকামনা ও ভালোবাসা জানবেন।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

ফেনা বলেছেন: আপনার ও আপনাদের ভাল লাগাই আমার জন্য উতসাহ।
ধন্যবাদ এবং ভাল থাকবেন সতত।

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: নাম আর ছবিতে কিছুই আসে যায় না। এদের পোস্ট আর লেখার ভঙ্গিই অন্যরকম! আর অধিকাংশ ব্লগার বা বড় ব্যক্তিরা ছদ্মনাম ব্যবহার করতে ভালোবাসেন।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

ফেনা বলেছেন: তা ঠিক। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

সাইন বোর্ড বলেছেন: ভাল অায়োজন ।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

ফেনা বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

আখেনাটেন বলেছেন: আপনার ব্লগে আমার প্রোফাইল পিক দেখে একটু অবাকই হলুম। মনে মনে ভাবছিলুম কোনো বিপদে পড়লুম নাকি আবার। :D

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

ফেনা বলেছেন: হা হা হা হা হা হা ----
না ভাই ভয়ের কিছু নেই।
কেমন আছেন আপনি?

১০| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

আখেনাটেন বলেছেন: ভালো অাছি। :D


শুভকামনা আপনার জন্য।



১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

ফেনা বলেছেন: :) :) :)

১১| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

আরোগ্য বলেছেন: এই সিরিজটি ভালোই লাগছে। প্রিয় পদাতিক ভাই আখেনাটেন ভাই এর নাম দেখে খুশি হলাম।
আমার মনে হয় লিঙ্ক দেয়া থাকলে আরও সুন্দর হবে।

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্য এবং পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।

১২| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

ফেনা বলেছেন: ধন্যবাদ।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



নিজের নাম দেখে মনে হচ্ছে কাজ অনেক বেড়ে গেল । ধন্যবাদ ভাই ।

চালিয়ে যান । প্রিয়দের তালিকা পেয়ে যাবো ।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩

ফেনা বলেছেন: জি সাথে থাকুন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: আরে এখানে দেখি আমিও আছি !!!

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫

ফেনা বলেছেন: আপনাকে না রেখে উপায় আছে!! আপনি নাকি এই ব্লগের নায়ক সাব।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

আহমেদ জী এস বলেছেন: ফেনা,




ফেনিল পোস্ট !

সুন্দর আইডিয়া ।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

ফেনা বলেছেন: ধন্যবাদ জি এস।
"ফেনিল পোস্ট ! "

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম পরিচিত ছবি
প্রিয় প্রিয় সব নাম !!

সুন্দর ।

১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয় মহারানী সুলতানা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.