নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

আমি আর্শীবাদ পুষ্ট নষ্ট হতে চাই

০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:১৭



এই ভাবে আর কত আমি ভাল মানুষ হয়ে থাকব!!
প্রায়ই মনে হয় আমি আমার সাথে প্রতিনিয়ত অভিনয় করে চলেছি।
চলেছি নিজেকে নিজে মিথ্যে আশ্বাসের হলফ নামা দিয়ে
কী অমানবিক প্রতারণ করে চলেছি আমি।

চারপাশে সব মিথ্যের আচল
চারপাশে সব যৌন রসের হিমাচল
চারপাশে সব স্বার্থের অভাবি

আমার একা ভাল মানুষ হয়ে আর কত??
চারপাশে সব খারাপের ভিড়ে আমি একা ভাল মানুষ-
পিষে যাই-মিশে যাই; নর্দমার মত।

এখন-
আমি আর্শীবাদ পুষ্ট নষ্ট হতে চাই
চাই জীবনের সকল রুপ রস গন্ধ পেতে,
পেতে চাই- জীবনের রসময় গুপ্তের সেই শিহরণ।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:২০

বিজন রয় বলেছেন: কোরো চোখে স্বপ্ন নেই।

০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:২৫

ফেনা বলেছেন: হুম। স্বপ্ন ত সব মরে যাচ্ছে।

ভাল থাকুন সতত।

২| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর, বানানগুলো ঠিক করে নিয়েন

০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:২৯

ফেনা বলেছেন: জি। ধন্যবাদ।

৩| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: নষ্টরা তো আশীর্বাদপুষ্ট হয় না, অভিশাপদুষ্ট হয়।
যাহোক, দ্বিতীয় স্তবকে একটা বানান ভুল রয়েছে। সঠিক বানান টা স্বার্থের হবে।
আশাকরি, সম্পাদনা করে নেবেন।

০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:৩১

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

তবে দাদা- সারা দুনিয়েতেই দেখেন নষ্টদেরই জয়, ভালরা কোথায়।
আর যা অল্প কিছু ভালরা আছে তারা ত নষ্টপদের দ্বারা পরিচালিত হয় মাত্র।

৪| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: নষ্টরা ভ্রষ্ট । আশীর্বাদপুষ্ট নয়।

০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৩

ফেনা বলেছেন: সেলিম আনোয়ার ভাই, চারপাশে তাকিয়ে দেখেন- নষ্টরা আর্শীবাদ পুষ্ট হয়ে আছে আর ভালরা অভিশাপদুষ্ট হয়ে কাঁদছে।

ভাল থাকবেন।

৫| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তথাস্তু কবি। ;)

আর্শীবাদের কারন, শুন্যতায় পৌছতে হলে মোহ মুক্ত হতে হয়!
রসময় গুপ্তের শিহরনের অদম্য কাম লয়ে যে সেখানে পৌঁছানো যাবে না!

লোহায় লোহা কাটার মতো কামনার অতি পুর্নতায় অতৃপ্তির জন্মহোক সত্য সন্ধানে :)

০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৬

ফেনা বলেছেন: মতকার মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভৃগু ।

বলতে পারেন সত্য বা ভাল থেকে কে কি করেছে??? এই দুনিয়াতে যা কিছু হচ্ছে সবই ত নষ্টদের হাতে। তাহলে ভাল সেজে এত অভিনয় কেন?

ভাল থাকবেন সতত।

৬| ০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ---- বলতে পারেন সত্য বা ভাল থেকে কে কি করেছে??? এই দুনিয়াতে যা কিছু হচ্ছে সবই ত নষ্টদের হাতে। তাহলে ভাল সেজে এত অভিনয় কেন?

চলমান সত্য এমনই বটে।
কিন্তু ভাল থাকার প্রেরণাটুকু অন্য জ্ঞানে অন্য খানে!

যে নষ্টরা আজ সবকিছুর দখলে, আগেও এমনই ছিল হয়তো ভবিষ্যতেও থাকবে। আলো আর কালোর মতো ভাইস ভার্সায়।
ভালোদের ভালত্বটুকু জীবনবোধের অন্যখানে।
নষ্টরা মনে করছে একজীবনেই সব শেষ। নীতি নৈতিকতাহীন ভোগেই তাই আকন্ঠ বুদ হয়ে থাকে, ছিল থাকবে।
আর ভালোদের জ্ঞান তাড়িত করে জীবনের ক্রমপ্রবাহমানতায় - - -
জীবনের পর জীবনের তৃষ্ণায়
অন্তহীন জীবন চক্রে উন্নত পরিক্রমায় আরোহনের আকাঙ্খায় ..

এই ক্ষেত্র কোরআনের একটা কথা আমায় দারুন চমকিত করেছে-
"যদি আমি বিশ্বাসীদের ঈমান হারানোর শংকা না করতাম অবিশ্বাসীদের এত পরিমান সম্পদ দিতাম,
এক ইট সোনার এক ইট রুপা দিয়ে তারা প্রসাদা বানাতো" . . .

ভাল থাকুন জন্মান্তরে :)

০৯ ই জুন, ২০২০ সকাল ১১:৪৯

ফেনা বলেছেন: চমতকার। লা জবাব।
আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ০৮ ই জুন, ২০২০ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।

০৯ ই জুন, ২০২০ সকাল ১১:৪৯

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় রাজীব ভাই।

৮| ০৮ ই জুন, ২০২০ দুপুর ২:১০

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন । শুভ কামনা

০৯ ই জুন, ২০২০ সকাল ১১:৫০

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয়।

ভাল থাকবেন সতত।

৯| ০৮ ই জুন, ২০২০ বিকাল ৫:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ফেনা ভাই
সুন্দর কবিতা
ভালোলাগা জানবেন।

০৯ ই জুন, ২০২০ সকাল ১১:৫১

ফেনা বলেছেন: প্রিয় নূরু ভাই কেমন আছেন??

সুন্দর মন্তব্যের হজন্য অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন সতত।

১০| ০৮ ই জুন, ২০২০ রাত ৯:৫২

সাইন বোর্ড বলেছেন: ভাল থাকাটাই এখন সব চেয়ে বড় দূর্বলতা ।

০৯ ই জুন, ২০২০ সকাল ১১:৫১

ফেনা বলেছেন: সহমত।

ভাল থাকবেন সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.