নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ফটো ব্লগ

১৪ ই জুন, ২০২১ সকাল ১১:৪৫



জানি না এইটা আসলে কি?? ফুল নাকি লতা নাকি অন্য কিছু? তবে দেখতে খুব দারুন। কেউ যদি এর পরিচয় জানেন তাহলে জানাতে পারেন। ধন্য হব।





ফটো মিস্তী: এ কে ফেনা

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:০৫

ভুয়া মফিজ বলেছেন: দেখে তো মাশরুম জাতীয় জিনিস মনে হচ্ছে। এরা উদ্ভিদ না, ফাঙ্গি (fungi) মনে হয়।

১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:২২

ফেনা বলেছেন: না মাসরুম না।

২| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছত্রাক বা ফাঙ্গাস। যদিও দেখতে ফুলের মত দেখাচ্ছে।

আরও ছবি দিয়ে ছবিব্লগটা সুন্দর করা যেত।

১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:২৩

ফেনা বলেছেন: কাটা গাছের গুড়ির উপর হয়েছে। এই একটাই ছিল। তাই আর ছবি মিলেনি।

৩| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি আর কিছু বাড়িয়ে দিতে পরতেন।

১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:২৪

ফেনা বলেছেন: আসলে কাটা গাছের গুড়ির উপর হয়েছে। এই একটাই ছিল। তাই আর ছবি মিলেনি।

৪| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছত্রাক। ভেজা গাছে হয়

সুন্দর হয়েছে

১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:২৯

ফেনা বলেছেন: তথ্য ও সুন্দর মন্তব্যের জন্য।
ভাল থাকবেন সতত।

৫| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:৩৫

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: না মাসরুম না। মাশরুম বলি নাই, মাশরুম-জাতীয় বলেছি। মাশরুম ফাঙ্গি, এটাকেও ফাঙ্গি বলে মনে হচ্ছে। ফাঙ্গির বাংলা হলো ছত্রাক।

এই ব্যাপারে আরও জ্ঞানার্জনের জন্য আপনাকে একটা লিঙ্ক দিলাম :) view this link

১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:৪৬

ফেনা বলেছেন: লিংক দিবার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.