নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞানের মতে, বাম হাতের লোকেরা সত্যিই ব্যতিক্রমী এবং প্রতিভাবান

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৮

এই আর্টিক্যালটা আমি পড়ে বেশ মজা পেয়েছি। কারণ আমি একজন বাম হাতি মানুষ। হা হা হা......কিন্তু প্রতিভাবান না(আপনাদের মত)। তাই চিন্তা করলাম এই লেখাটা সবার সাথে শেয়ার করা উচিত। মূল লেখাটা কার জানি না। ইংরেজী একটা আর্টিক্যাল। আমি ভাল অনুবাদক নয়। তাই অপারগ হয়েই গুগুল মামাকে দিয়ে অনুবাদ করিয়ে নিজে সম্পাদনা করার চেষ্টা করেছি। ভূল থাকলে ক্ষমা প্রার্থী।

বিজ্ঞানের মতে, বাম হাতের লোকেরা সত্যিই ব্যতিক্রমী এবং প্রতিভাবান

লাফায়েট কলেজ এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দ্বারা পরিচালিত ২০০৬ সালের একটি গবেষণা অনুসারে, কলেজ-শিক্ষিত বাম-হাতের লোকেরা তাদের ডান-হাতের সমকক্ষের চেয়ে ১০% থেকে ১৫% বেশি উপার্জন করে। মোট জনসংখ্যার মাত্র ১০% হওয়ায় তাদের সম্পর্কে ব্যতিক্রমী কিছু আছে- লিওনার্দো দা ভিঞ্চি, বিল গেটস, এরিস্টটল এবং মেরি ক্যুরির মতো অসাধারণ মানুষরা সবাই বামহাতি।

ব্রাইট সাইড বাম হাতিদের সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য আবিষ্কার করেছে এবং যা তাদের সত্যিই বিশেষ করে তোলে।



একজন মেধাবী একজন বামহাতি হওয়ার সম্ভাবনা বেশি

বাম হাতের মানুষদের প্রতিভাবান হওয়ার সম্ভাবনা বেশি। এতে অবাক হওয়ার কিছু নেই যে আলবার্ট আইনস্টাইন একজন বামপন্থী ছিলেন। যদিও বামপন্থীরা সমগ্র জনসংখ্যার মাত্র ১০%, MENSA- এর সকল সদস্যের ২০%-বিশ্বের সবচেয়ে বড় এবং প্রাচীনতম সমাজ যাদের উচ্চ আইকিউ আছে, তাদের বামহাতি হতে দেখা গেছে।

বামেরা ভালো শিল্পী হতে পারে

আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে সৃজনশীলতার ক্ষেত্রে বাম হাতের লোকদের দক্ষতা উপরের দিকে থাকে। সমীক্ষা দেখায় যে তারা একটি বাইরের সমস্যার জন্য বিভিন্ন সমাধান অন্বেষণে আরও ভাল হয়। দ্য লেফ্ট-হ্যান্ডার্স ক্লাব (বাম-হস্তে গবেষণার জন্য নিবেদিত একটি বামপন্থী গোষ্ঠী) দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে বাম-হাত, ডান-হাত, এবং দ্বিধাবিভক্ত অংশগ্রহণকারীদের মধ্যে দেখা গেছে যে বামপন্থীরা ক্যারিয়ারের দিকে বেশি আকৃষ্ট হয়। শিল্প, সঙ্গীত, খেলাধুলা, এবং তথ্য প্রযুক্তিসহ সকলক্ষেত্রেই।

খেলাধুলায় তাদের সুবিধা বেশি

বামপন্থীরা টেনিস, ব্যাডমিন্টন এবং বক্সিংয়ের মতো একের পর এক খেলায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই বই, The Puzzle of Left-Handedness, ভাষাবিদ রিক স্মিটস ব্যাখ্যা করেছেন যে বামহাতি এবং ডানহাতি উভয় ক্রীড়াবিদ সাধারণত ডানহাতি প্রতিপক্ষের বিরুদ্ধে প্রশিক্ষণ দেন। তাই যখন ডানহাতি খেলোয়াড়রা বাঁহাতি প্রতিপক্ষের মুখোমুখি হয়, তখন তারা অপ্রস্তুত হয়ে পরে। অন্যদিকে, বাঁহাতি খেলোয়াড় ডানহাতি প্রতিপক্ষের জন্য মানসিকভাবে সবসময় প্রস্তুত থাকে।

তারা ভালো যোদ্ধা হতে পারে

২০০৫ সালের একটি ফরাসি গবেষণায়, গবেষকরা দেখেছেন যে শান্তিপূর্ণ সমাজে বামপন্থীরা জনসংখ্যার মাত্র ৩%, যেখানে তাদের সংখ্যা যুদ্ধের মতো অঞ্চলে ২% পর্যন্ত বেশি থাকে। বিজ্ঞানীরা মনে করেন যে এই বৈপরীত্যের পিছনে কারণটি হ'ল বামপন্থীদের তাদের অপ্রত্যাশিত বাম হুকের কারণে ডানপন্থীদের উপর শারীরিক সামর্থ অনেক বেশি রয়েছে।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: নেগেটিভ সাইড আছে কোন?

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৮

ফেনা বলেছেন: পজেটিভঁ আর নেগেটিভ ছাড়া ত দুনিয়াতে কোন কিছুই নেই। শুধু একটাতে একটু বেশি অন্যটিতে আবার একটু কম। সবকিছুইত তুলনামূলক। ভাল মন্দ সব খানেই আছে।
ভালো থাকবেন সতত।

২| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাম হাতিদের নেগেটিভ সাইডের কথা বলেছিলাম।

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০২

ফেনা বলেছেন: সে তো অবশ্যই আছে। না থাকার কি আছে। তবে আপনাকে এখানে উল্ল্যেখ করার মত আপাদত আমার কাছে কিছু নেই। যদি পাই আপনাকে জানাব।

ভালো থাকবেন।

৩| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৭

হাবিব বলেছেন: বা হাতে কাজ করতে দেখলে আসলেই আশ্চর্য লাগে।

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৪

ফেনা বলেছেন: ব্যতিক্রম যে কোন কিছুতেই আশ্চর্য লাগাটা খুব স্বাভাবিক।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৯

সাসুম বলেছেন: কথা সত্য। আমার পরিচিত যে কয়জন বা হাতি কে চিনি তারা সবাই মারাত্মক মেধাবি।

আমার বউ বাহাতি। সে তার এডুকেশন লাইফে ওয়ান অফ দা বেস্ট ম্যাথ জিনিয়াস ছিল।

তবে আমার পারসোনাল অব্জারবেশনে একটা জিনিষ ধরা পড়েছে।

বাহাতি রা যে বিষয়ে এক্সপার্ট শুধু সেদিকেই ঝোকে। এটা র একটা কারন আছে। ব্রেনের একটা নির্দিষ্ট দিক এক্টিভ থাকে তাদের এবং তাদের রক্সপারটাইজ অই একদিকেই বেশি হয়।

কিন্তু ডান হাতিদের সাম্যাবস্থা বজায় থাকে।

বিঃদ্রঃ আমার ছেলে ও বাহাতি। আমার আব্বা আর আম্মা কঠিন চেস্টা করছে তারে ডান হাতি বানানোর। হাহাহাহহা।

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২২

ফেনা বলেছেন: জি আপনার কথার সাথে আমিও এক মত।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৬

রানার ব্লগ বলেছেন: আসলেই সত্য বাহাতিরা একটু বেশি সুবিধা পায় বাই ন্যাচার

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪০

ফেনা বলেছেন: বিষয়টা অনেকটাই উপরওয়ালা প্রদত্ত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
মাথায় ২ টিকির কোন ফজিলত জানা আছে?

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০৯

ফেনা বলেছেন: হা হা হা হা ...........
(বিনোদন মূলক ফযিলত আছে, আপনি ত মিয়া ভাগ্যবাদ, দুই বেডি লইয়া ঘুমাইবাইন, হা হা হা হা....)

ভালো থাকবেন সবসময়।

৭| ১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই ভাবনার বিষয় সেজন্য বলে বাম পন্থী ---ডান পন্থী

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪১

ফেনা বলেছেন: হা হা হা ....ভোবে হবে হয়তো......

৮| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১০

শেরজা তপন বলেছেন: প্রতিভা সবারই কমবেশি আছে। সেইটা ডান কি আর বাম কি
শারিরিকভাবে কেউ একটু ব্যাতিক্রম হইলে- সবাই সেদিকে ফোকাস করে বেশী

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:২৬

ফেনা বলেছেন: আপনার কথাটা ঠিক আছে। কিন্তু কিছু বিষয় থাকে সুক্ষ ভাবে বিচার না করলে বুঝা যায় না। এই দুনিয়াতে যত বিক্ষাত লোক আছে তার বেশির ভাগই কিন্তু বামহাতি। তার একটা ব্যাখ্যা তো থাকতেই পারে। আর বিজ্ঞান সেইটাই গবেষনা করে বের করার চেষ্টা করছে।

ধন্যবাদ আপনাকে।

৯| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১০

শায়মা বলেছেন: বামহাতিরা মেধাবী হয় আমিও শুনেছি কিন্তু বিশ্বাস করিনা।

আসলে আমি মেধাকেই বিশ্বাস করি না আমার বিশ্বাস হার্ডওয়ার্ক আর লেগে থাকার মেন্টালিটি যাদের তারাই সফল হয়।

বাম হাতিরা খেলাধুলা বা মুষ্টিযোদ্ধায় একটু এগিয়ে যায় সেটাও খোদা প্রদ্ত্ত তাদের শঠতার কারনেই।

হা হা শঠতা বললাম এই জন্য প্রতিপক্ষ ধোকা খেয়ে যায় এই খোদা প্রদ্ত্ত বিশেষ একটিভিটির কারনে।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪০

ফেনা বলেছেন: আপনার নিজের কথাতেই ত স্বীকার করে নিলেন বাহাতিরা প্রতিভাবান।
কারণ তারা খোদা প্রদ্ত্ত।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১০| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাম পায়ের ক্ষেত্রে কি বিধান। আমার ছোট ভাইয়ের বাম পায়ে জোর বেশী। কিন্তু সে একটা গবেট। :)

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪১

ফেনা বলেছেন: হা হা হা ......... হাসালেন

১১| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৩১

শেরজা তপন বলেছেন: দুনিয়ার যত নয় কিছু বিখ্যাত লোক। এ সংখ্যা ভীষন মামুলী
খেলা-ধুলা বিশেষ করে হাতের খেলায় কিছু বিশেষ আনুকুল্য পায়

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৩

ফেনা বলেছেন: বিখ্যাত লোকদের একটা লিষ্ট করেন। তারপর তাদের লাইফস্টাইলের চার্ট করে দেখেন তাদের মাঝে কত পার্সেন্ট ডান হাতি আর কত পার্সেন্ট বামতি।
ধন্যবাদ আপনাকে।

১২| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৩

এস এম মামুন অর রশীদ বলেছেন: আইনস্টাইন বামহাতি ছিলেন এ তথ্য কোথায় পেলেন? আইনস্টাইনের ব্ল্যাকবোর্ডে লেকচারের/লেখার ভিডিও আছে, দেখে নিয়েন।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:১৪

ফেনা বলেছেন: কথা সঠিক। ধন্যবাদ সঠিক তথ্য দিবার জন্য।

১৩| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: হা হা কমেন্টগুলো মজার হইবেক।

না আমি স্মীকার করিনি ভাইয়া।

শুনেছি আর খোদা প্রদত্ত বিশেষ গুন মনে করেছি।

যাইহোক সাড়ে চুয়াত্তরভাইয়ার ভাইকে নিয়ে গবেষনা করা হোক।

আর

২. ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৩০

এস এম মামুন অর রশীদ বলেছেন: আইনস্টাইন বামহাতি ছিলেন এ তথ্য কোথায় পেলেন? আইনস্টাইনের ব্ল্যাকবোর্ডে লেকচারের/লেখার ভিডিও আছে, দেখে নিয়েন।

ভাইয়ার কমেন্ট নিয়েও। :)

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:১৫

ফেনা বলেছেন: স এম মামুন অর রশীদ বলেছেন: আইনস্টাইন বামহাতি ছিলেন এ তথ্য কোথায় পেলেন? আইনস্টাইনের ব্ল্যাকবোর্ডে লেকচারের/লেখার ভিডিও আছে, দেখে নিয়েন।

ভাইয়ার কমেন্ট নিয়েও।
-- এর উত্তর দিয়েছি।

১৪| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আরে বাপ রে! আমি তো ডান হাতি!

তাই, এই জীবনে আর শিল্পী আর যোদ্ধা হয়ে উঠা হলো না!

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৭

ফেনা বলেছেন: একবারও কিন্তু বলা হয়নি যে ডান হাতিরা প্রতিভাবান হয় না। সুতরাং রেল্যাক্স থাকুন। ভালো থাকুন।

১৫| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫০

ঝুমুর জারোফা বলেছেন: আমিও শুনেছি বাম হাতের লোকরা আনেক পরিশ্রমি হয়, শক্তিশালী ও স্বচ্ছ হ্রদয়ের হয়।

১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৮

ফেনা বলেছেন: ন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

১৬| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: ব্যাপারটা সত্যিই চমৎকার।

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০৬

ফেনা বলেছেন: মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

১৭| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৭

মৌরি হক দোলা বলেছেন: আচ্ছা,বা হাতি হওয়ার বেসিক বৈশিষ্ট‌্য কী কী? বাঁ হাতে খাওয়া, লেখা আর খেলাধুলা করা? নাকি আরও কিছু? আসলে আমি লিখি, খাই ডান হাতে। ছোট বেলায় ক্রিকেট-ব‌্যাডমিন্টন খেলেছি, কিন্তু কোন হাতে তা মনে করতে পারছি না। আর বাকি সব কাজ বাম হাতে করি, করতে স্বাচ্ছন্দ‌্যবোধ করি। আমি বা হাতি না ডান হাতি বলতে পারেন? :(

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০৯

ফেনা বলেছেন: আমি নিজেই লিখাটা লিখি ডান হাতে কিন্তু অন্য সব কাজ করি বাম হাতে। আমি ত নিজের বিষয়েই কনফিউজড। তবে ডান বা বাম বিষয়টা আমাদের ব্রেইনের এক্টিভ থাকার ক্ষমতা বা কার্যকর ক্ষমতা বুঝাতে মনে হয় ব্যবহার করা হয়েছে।

আপনাকে ধন্যবাদ।

১৮| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: বাম হাতে লিখতে পারি না বলেই আজ আমি ব্যতিক্রম না।

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১০

ফেনা বলেছেন: আমার ত মনে হয় আপনি অনেক বেশি ব্যতিক্রম। ডান বা বাম সেইটা হিসাব করার প্রয়োজন নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.