নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

এই দেশে ধর্ম নিয়েও তামাশা হয়.. কি আজব দেশ বাংলাদেশ!!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯


সুত্রঃ দৈনিক ইনকিলাব, ১৬।০৯।২০২২, প্রথম পৃষ্ঠা।

এই বাংলায় দেখার আর কি বাকী রইল!!!!
কিছু দিন পর দেখা যাবে মসজীদের ঈমাম হয়ে গেছেন একজন হিন্দু লোক। এইটাই এখন দেখার অপেক্ষায় আছি। হা হা হা হা... হাসি ছাড়া আর কিছু আসে না।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০০

ঢাবিয়ান বলেছেন: হিরক রাজার দেশে সবই সম্ভব।

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১০

ফেনা বলেছেন: ভাই আমাকে একটা হীরা দিবেন??
আজ দেশের মন খারাপ...... জানেন কি???

ভাল থাকবেন।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৬

জ্যাকেল বলেছেন: মাদ্রাসা ধর্মের অংশ কে বলেছে?

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৩

ফেনা বলেছেন: তাহলে কিসের, জানালে খুশি হব।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ডঃ জাকির নায়েক যদি পৃথিবীর সব ধর্মীয় বই মুখস্থ করে সব ধর্মের উপর স্পেশালিষ্ট হতে পারেন, একজন হিন্দু শিক্ষক ইসলাম ধর্ম পড়ানোর জন্য ইসলাম শিখতে পারবেন না? হিন্দু শিক্ষকের যদি মাদ্রাসায় পড়ানোর মতো মেধা,যোগ্যতা আর জ্ঞান থাকে তবে সমস্যা কি? পড়ালেখা শিখানো আর নামাজ পড়ানো কি এক হলো?

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৫

ফেনা বলেছেন: ভাল বলেছেন। তবে কি জানেন "অনুরাগ / ভক্তি / শ্রদ্ধা" এই বিষয় গুলির প্রতি খেয়াল রাখা দরকার। ধর্ম কিন্তু গায়ের জোরে হয় না।

ভাল থাকবেন।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: ডঃ জাকির নায়েক যদি পৃথিবীর সব ধর্মীয় বই মুখস্থ করে সব ধর্মের উপর স্পেশালিষ্ট হতে পারেন, একজন হিন্দু শিক্ষক ইসলাম ধর্ম পড়ানোর জন্য ইসলাম শিখতে পারবেন না? হিন্দু শিক্ষকের যদি মাদ্রাসায় পড়ানোর মতো মেধা,যোগ্যতা আর জ্ঞান থাকে তবে সমস্যা কি? পড়ালেখা শিখানো আর নামাজ পড়ানো কি এক হলো? আপনার সাথে শতভাগ একমত যদি সেই শিক্ষক কম্পিটিটর সকলের থেকে মেধায় ও যোগ্যতায় শ্রেষ্ঠ হয়। কিন্তু যদি তাকে ইচ্ছে কৃত ভাবে নিয়োগ দেওয়া হয় সেটা দুঃখজনক।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৬

ফেনা বলেছেন: দারুন বলেছেন।
সুন্দর।
ভাল থাকবেন সতত।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৩

স্বদেশ১ বলেছেন: কি আর করবেন, আজব দেশের গজব।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৬

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: ফেনা,




গিরিশ চন্দ্র সেন যদি বাংলায় প্রথম পূর্ণাঙ্গ কুরআন অনুবাদ এবং ‘মহাপুরুষ চরিত’ নামে হজরত মোহাম্মদ সা:-এর জীবনীও বাংলায় প্রথম রচনা বা সঙ্কলন করতে পারেন তবে একজন হিন্দু শিক্ষক কেন মাদ্রাসার অধ্যক্ষ হতে পারবেন না? তাও আবার ভারপ্রাপ্ত! তদুপরি উল্লেখিত হিন্দু শিক্ষকটি ঐ মাদ্রাসাতেই বাংলার অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন।

অসুবিধাটা কোথায় ? হিন্দু বলে? মাদ্রাসায় বাংলা পড়ানোর জন্যে ১৫ কোটি মুসলমানের ভেতর থেকে কি একজন মুসলিম শিক্ষকও পাওয়া গেলনা ???????????? আশ্চর্য্য.........................

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫০

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
তবে আপনার মন্তব্যের প্রথম অংশের সাথে আলোচনায় যাব না। কিন্তু-
"মাদ্রাসায় বাংলা পড়ানোর জন্যে ১৫ কোটি মুসলমানের ভেতর থেকে কি একজন মুসলিম শিক্ষকও পাওয়া গেলনা ???????????? আশ্চর্য্য........................." -- এই অংশের সাথে একেবারেই এক মত।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৫

কামাল৮০ বলেছেন: @গোফরান, ধর্মের নামে অনেকেই মিথ্যা বলে।বিশেষ করে জাকির নায়েক ।ক্রসচেক করে দেখবেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৩

ফেনা বলেছেন: ধন্যবাদ। ক্রচচেক করে দেখা যেতে পারে। সত্য জানতে দোষ নেই।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩২

কামাল৮০ বলেছেন: ফ্রান্সের রম্য পত্রিকা চার্লি এবদো পৃথিবীর সব ধর্ম নিয়েই তামাশা করে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৮

ফেনা বলেছেন: ধর্ম হল মানুষের ব্যক্তিগত বিশ্বাস। এইটা নিয়ে তামাশা না করা উচিত ।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভারতীয় উপমহাদেশে মাদ্রাসা চালু করেছিল খ্রিষ্টানরা। জানেন?

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০০

ফেনা বলেছেন: কথা সত্য তবে কি জানেন মুসলমানরাও কিন্তু মন্দির নির্মান করে দিচ্ছে। তাই বলে তারা হিন্দু ধর্ম পড়ানো বা মন্দির পরিচালনা করার উপযুক্ত নয়।
বিষয়টা বুঝতে হবে।

ভাল থাকবেন সতত।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই হুজুর কী নামাজও পড়াবেন?

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪১

ফেনা বলেছেন: বিষয়টা বেশ ভাবনার।

কেমন আছেন নুরু ভাই???

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৪

রানার ব্লগ বলেছেন: হিন্দূ ধর্মাবলম্বী যখন মাদ্রাসায় পড়ে তখন ব্যাপারটা কেমন হয়!! ??? মদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান নয় ইহা শিক্ষা কেন্দ্র।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০২

ফেনা বলেছেন: শিক্ষা কেন্দ্র মানলাম। কিন্তু ধর্মিয় শিক্ষা প্রতিষ্ঠান। মন্ধিরের পোরহিত কি কোন মুসলমানকে বানাবেন???

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৬

নতুন বলেছেন: তদুপরি উল্লেখিত হিন্দু শিক্ষকটি ঐ মাদ্রাসাতেই বাংলার অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন।


যদি উনি ঐ মাদ্রাসাতেই শিক্ষক হয়ে থাকেন তবে তাকে প্রিন্সিপালের অনুপুস্থিতিতে দায়ীত্ব পালনে সমস্যা কোথায়?

আর সম্ভবত প্রিন্সিপালের অনুপুস্থিতেতে কে দায়ীত্ব পাবেন তারও সম্ভবত একটা গাইডলাইন আছে। সেটা মেনে তিনি যদি মাদ্রাসার পরিচালনা করেন তবে সমস্রা কোথায়?

তিনি তো আর ছাত্রদের ফিকাহ পড়াতে যাচ্ছেন না, প্রিন্সিপ‌্যাল হিসেবে দায়ীত্ব পেয়ে?

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৬

ফেনা বলেছেন: গাইডলাইনে কি অযোগ্য আর ভিন্ন ট্রেকের কাউকে প্রিন্সিপাল করারা বিধান আচে??

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫

তানভীর রাতুল বলেছেন: মাদ্রাসা'ই তো একটা বাতিল শিক্ষাব্যবস্থা। আর তারপরও সেটার বিলুপ্তি তো দূরের কথার, বরং ইসলামপন্থী সমর্থন চেয়ে, বাংলাদেশের সরকারগুলো স্কুলের পাঠ্যপুস্তককে ইসলামীকরণ করেছে এবং মাদ্রাসাগুলির শিক্ষাগত মর্যাদা উন্নীত করেছে, যা রাষ্ট্রীয় নির্দেশিকা অনুসরণ করেনি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৮

ফেনা বলেছেন: মুসলিম প্রধান দেশে ত ইসলামিক শিক্ষা ব্যবস্থা থাকা দরকার। তাই নয় কি???

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৩

ককচক বলেছেন: এটা কোনো সমস্যা নয়। মাদ্রাসা একটা শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বাংলা, ইংরেজি, গনিত, বিজ্ঞান... ইত্যাদি সাবজেক্ট আছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০

ফেনা বলেছেন: আমি একটা টেকনিক্যাল কলেজে এখন পড়াই, কই আমাকে ত এখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে না। ডিপার্টমেন্ট রিলেটেট হিসাব করে, অভিজ্ঞতা আর যোগ্যতা অনুযায়ী করা হয়। তাহলে?

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমি একটা টেকনিক্যাল কলেজে এখন পড়াই, কই আমাকে ত এখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে না। ডিপার্টমেন্ট রিলেটেট হিসাব করে, অভিজ্ঞতা আর যোগ্যতা অনুযায়ী করা হয়। তাহলে?

এখন বুঝলাম কেমনে আপনি এমন পুস্টাইছেন।

আর আপনার এই জবাব পইড়া বুঝলাম কেন আপনারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করেনা।

একটা শিক্ষাপ্রতিস্ঠান চালানো আর একটা বিষয়ে ছাত্রদের জ্ঞান দেওয়া এক জিনিস না। উনি ভারপ্রাপ্ত হিসেবে কিছু অফিসায়াল কাজ করছেন প্রতিদিন যেটাতে কোন গুনাহ বা অন্য কোন অণ্যায় হচ্ছে না। এটা একটা চাকুরী তাই ঐ পদে যে কোন যোগ্য লোকই করতে পারেন।

উনি যদি এখন প্রন্সিপাল হয়ে ছাত্রদের ফিকাহ শিক্ষা দিতে যান তবে এইসেন এমন পোস্ট দিতে।

আর যদি এমন কোন নিয়ম থাকে যে মা্দ্রাসাতে বাংলা শিক্ষা দিতে মুসলমান হতে হবে, প্রিন্সিপ‌্যাল হতে হলে মুসলমান হতে হবে তবে সেটা নিয়ে শিক্ষা মন্ত্রানলয়ে অভিযোগ করুন।

কিন্তু্

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২১

ফেনা বলেছেন: মি। নতুন আমি যদি জেগে ঘুমাই তবে কই আমাকে এই ঘুমথেকে জাগাতে পারবেন???
অবাক হলাম। প্রাক্টিক্যাল চিন্তা করেন। বিরোধীতা করার নিয়তে নয়।

ভাল থাকবেন সতত।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৯

জ্যাকেল বলেছেন: মাদ্রাসা একটি ব্যতিক্রমি শিক্ষাব্যবস্থা যা ইসলাম ধর্মের কোন অংশ নহে। এটা হয়ত ইসলামি নাম শেখায় কিন্তু কোন ঈমান-আমলের শিক্ষা ওখানে নেই, এই দিক থেকে স্কুল/কলেজ/মাদ্রাসা সকলেই সমান।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৫

ফেনা বলেছেন: যুক্তিটা একেবারেই ফেলা দেওয়া যাচ্ছে না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.