নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

মানু যখন মানুষ হয়ে যায়

২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৫১



মানুষের আকৃতি নিয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আমার মতে মানুষ হয়ে সবাই জন্ম নেয় কিন্তু বড় হতে হতে সে মানুষ থেকে মানু-তে রুপান্তর হয়ে যায়। মানে সে পরিপূর্ণ হয়ে যায়।
আসলে মানু এর সাথে ষ বা শ যখন যুক্ত হয় তখন শয়তানও তার সাথে যুক্ত হয়ে যায়। এই শ বা ষ বাদ হলে সে পরিপূর্ণতা পায়।

মানুষ শব্দটা সব কিছু নয়। মানু হওয়াটাই সব কিছু। নিজেকে পরিপূর্ণ করাটাই গুরুত্বপূর্ণ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: মানুষের চেয়ে ভয়ানক প্রানী দুনিয়াতে আর নাই।

২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:০০

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয়।

২| ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:



রাজীব নুর বলেছেন: মানুষের চেয়ে ভয়ানক প্রানী দুনিয়াতে আর নাই। - কথা সত্যি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.