নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

লৌহিত সাগর পাড়ে আমি......

২১ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

অনেক দিন পর মনে হল একটা পোষ্ট দেই। কি পোষ্ট দিব এইটা ভাবতে ভাবতেই প্রায় এক সপ্তাহ পার করলাম। আজ হঠাত করেই মাথাই এল আমি ত গত ঈদুল ফিতরের ছুটিতে সৌদী আর মিশরের মাঝে সেই ঐতিহাসিক লৌহিত সাগর দেখতে গেছিলাম। তাহলে ত সব প্রিয় মানুষগুলির সাথে এই ভ্রমণের ছবি কিছু শেয়ার করতে পারি। তাই ----

রুম থেকে বের হয়ে যাত্রা করলাম, হাক্কল বীচ, তাবুক, সৌদি আরব। (এইটা লৌহিত সাগরের একটা বিচ, যার সাথে রয়েছে মিশর এর বর্ডার, জর্ডানের বর্ডার।

তাবুক, সৌদী আরব থেকে হাক্কল বীচ যাওয়ার পথে, কঙ্কাল শরীর নিয়ে দাড়িয়ে থাকা এক নির্জীব পাহাড়।


দীর্ঘ ভ্রমণের পর হাক্কল শহরে প্রবেশের পথে।

শহরের ভিতরে।

অবশেষে সাগর পাড়ে আমরা।




কিছু সুন্দর মুহুর্ত একা একা সাগরের জিল গেষে বসে থাকা.।.।.।.। এক দৃষ্টিতে বহু বছর বইয়ে পড়ে আসা সেই ঐতিহাসিক সাগর পাড়ের সৌন্দর্য্যের মাঝে নিজ্জেকে হারিয়ে খোঁজা।

অবশেষে ফিরে চলা।


(অফিসে বসে বস্কে ফাকি দিয়ে পোষ্ট পরা যে কত কষ্টের যে করে সে বুঝ। হা হা হা হা)

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

শায়মা বলেছেন: অফিসে বসে ফাকি দিয়ে পোস্ট পড়ার চাইতেও লেখা আর কমেন্ট করা কষ্টের। :(

২১ শে মে, ২০২৩ রাত ৮:৩৫

ফেনা বলেছেন: হা হা হা হা
সঠিক :`>

২| ২১ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার দিক দিয়েই গেলন মনে হচ্ছে। আজ থেকে প্রায় ২৩ বছর আগে এমন একটি মুহুর্ত এসেছিল আমার। প্রথম যখন লোহিত সাগরের পা ভিজাই। আহা এই সেই লোহিত সাগর যার কথা বই পড়েছি। তারপর ২৩টা বছর কেটে গেল এই সাগড় পাড়ে। সাগরে নোনা জলের সাথে এই যে মিতালী!
ভালো লাগল আপনার পোস্টখানি। ভালো থাকবেন আবার কখনো আসা হলে আমার এদিকটায় দেখে যাবেন।
ইয়ান্বু, ছোট একটি শহর, জেদ্দা থেকে তাবুক যেতে বদরের পরের এই শহরটির উপর দিয়ে যেতে হয়।

২১ শে মে, ২০২৩ রাত ৮:৩৭

ফেনা বলেছেন: ইনশাল্লাহ একদিন এসে আপনার সাথে দেখা করে যাবনে।
আর আমি থাকি তাবুক। শর্মায় নিউম সিটি প্রজেক্টে জব করি।

ভাল থাকবেন আপনি।

৩| ২১ শে মে, ২০২৩ রাত ৮:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সাগর পাড়ের মরূদ্যান খুব সুন্দর দেখাচ্ছে।

২১ শে মে, ২০২৩ রাত ৮:৩৮

ফেনা বলেছেন: আল্লাহ্‌র অপার সৌন্দর্য্য সীমাহীন।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ২১ শে মে, ২০২৩ রাত ৯:১৩

চারাগাছ বলেছেন:

আপনার ছবি প্রথম দেখলাম। এর আগে সম্ভবত পেছনে চুলের ঝুঁটির ছবি দিয়েছিলেন প্রোফাইলে।

২২ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৬

ফেনা বলেছেন: হা নিজের ছবি প্রথম দিলাম। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ২১ শে মে, ২০২৩ রাত ১০:২২

নীল-দর্পণ বলেছেন: সুন্দর ছবি, ভালোলাগা রেখে গেলাম।

২২ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৬

ফেনা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকবেন সতত।

৬| ২২ শে মে, ২০২৩ রাত ১২:৫৯

সোহানী বলেছেন: চমৎকার ছবিপোস্ট।

অফিসে পোস্ট না করে বাসায় যেয়ে ধীরে সুস্থে পোস্ট করেন তাহলে আরো অনেক ছবি একসাথে পাবো ;)

২২ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৮

ফেনা বলেছেন: আসলে বাসায় যেতে অনেক রাত হয়ে যায়। যার কারণে ব্লগেই সময় দিতে পারি না। পোষ্ট ত অনেক পরের বিষয়।
আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনার প্রতি ভালবাসা রইল।

৭| ২২ শে মে, ২০২৩ সকাল ৯:৩৪

শেরজা তপন বলেছেন: নিজের ছবিগুলো বেশী হয়ে গেছে। এটাকে ভ্রমণ ব্লগ থেকে ছবি ব্লগ বলাই শ্রেয়।

*কিছু সুন্দর মুহুর্ত একা একা সাগরের জিল গেষে বসে থাকা.।.।.।.।
- এখানে বেশ বড় ধরনের টাইপো আছে। বুঝতে কষ্ট হচ্ছে।

২২ শে মে, ২০২৩ বিকাল ৩:৫০

ফেনা বলেছেন: সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।
পরবর্তি সময়ে সতর্ক থাকব।

ভাল থাকবেন সবসময়।

৮| ২২ শে মে, ২০২৩ সকাল ৯:৫১

নয়া পাঠক বলেছেন: দারুণ একটি ছবি ব্লগ, দেখে নয়ন স্বার্থক হলো।

২২ শে মে, ২০২৩ বিকাল ৩:৫১

ফেনা বলেছেন: আপনাদের ভাল লাগা মানেই হল আমার স্বার্থকতা।

ভাল থাকবেন প্রতি মুহুর্তে।

৯| ২২ শে মে, ২০২৩ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২২ শে মে, ২০২৩ বিকাল ৩:৫২

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই।

১০| ২৩ শে মে, ২০২৩ রাত ১:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি প্রায়ই ইয়ানবোতে যাই। একই পথে দুবা পোর্টও গিয়েছি। দেখার মতো জায়গা। সৌদি আরব খুবই সুন্দর দেশ। সৌদি আরবের খাবারও বেশ মজাদার।

২৩ শে মে, ২০২৩ দুপুর ১২:০৪

ফেনা বলেছেন: কেমন আছেন আপনি?
আমি তাবুক থাকি। সাইট হল শিগরীতে।
নিউমের প্রজেক্ট (টানেল)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.