নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

হিরো আলম মার খেলেন, ডিএমপি কমিশনার কি নাকে খত দিয়া দিছে???

১৭ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩০


হিরো আলম মার খেলেন, ডিএমপি কমিশনার এখন কী করবেন।

৪ জুলাই নির্বাচন কমিশন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলার বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ অন্যদের সঙ্গে বসেছিল। আড়াই ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ১০০ ভাগ গ্যারান্টি দিলাম। আপনারা ১৭ তারিখের নির্বাচন দেখেন। আমাদের নিরপেক্ষতার প্রমাণ পান কি না। যদি না পান, তখন আমাকে বইলেন। তখন আমি ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব।’" - প্রথম আলো।

"ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম মার খাচ্ছেন, সাপ বা জন্তু-জানোয়ারকে পেটানোর সময় কিছু মানুষের যে দেহভঙ্গি দেখা যায়, সেই একই কায়দায় নৌকার ব্যাজধারী লোকজনকে দেখা গেল তাঁর ওপর চড়াও হতে। তাঁরা হিরো আলমের সাদা পাঞ্জাবি ধরে টানছেন, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, লাথি মারছেন, মাথার ওপর ধরেছেন উঁচু লাঠি। হিরো আলম ছুটে রিকশায় ওঠার চেষ্টা করলেন, ধাওয়া খেয়ে রিকশা থেকে নেমে আবার দৌড়। এরপর তিনি একটি হাসপাতাল থেকে লাইভ দিয়েছেন।" - প্রথম আলো।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডিএমপি কমিশনারকে খুঁজতে শুরু করেছেন ফেসবুক ব্যবহারকারীরা। তাঁরা ডিএমপি কমিশনারের নাকে খত দেওয়ার কথা মনে করিয়ে দিচ্ছেন। ডিএমপি কমিশনার এখন কী করবেন? তিনি কি ‘ইনার কর্ডন’–এর দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও সহযোগীদের ওপর দায়িত্ব চাপিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি তাঁদের নেতা হিসেবে নিজেই দায়িত্ব নিয়ে নিজের প্রতিশ্রুতি রক্ষা করবেন? - প্রথম আলো।

এখন আসি আমার কথায়, আসলে চোরে চোরে মাশতত ভাই। এই দেশের রাজনৈতিক ব্যক্তিরা একেজন চোরদের প্রধান শিক্ষক। আর পু-লিশ (পুলিশ)রা হল একেকজন ডিপার্টমেন্ট প্রধান। তাদের উপর কথা বললে জীবনের আয়ুতে পাশ করা ত অনেক দূরের কথা ফেইল নিশ্চিত।
তাদেরকে আমি কু-কু-জাত বলে আলাদা একটা জাতিতে সরিয়ে দিতে চাই। তাতে অন্তন মধ্যবিত্ত আর গরিব মানুষগুলি দু-বেলা শান্তিতে দু-মুঠো ভাত খেতে পারবে।
হিরো আলম যে পালিয়ে গেছে ভাল করেছে। সে মারা মারি করার চেষ্টা করেনি। বুঝতে পারলাম সে যেমনই হোন তার ভিতর এখনো ভাল মানুষের বাতাস আছে।
সাধু সাধু হিরো আলম।

তবে ভাই আমাকে অন্তত আপনারা একটা খবর দিয়েন যে আমাদের ডিএমপি কমিশিনার নাকে খত দিছে কি না............

(লোকটার একটা ছবি দিয়েন। আমি ভাই লোকটাকে চিনিনা। তাই এখানে ছবি ব্যভার করিনি। খুব ইচ্ছা ছিল। একটা ছবি দিলে পোষ্টে টাংগাইয়া দিমু।)


মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২৩ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: আমি আগেই জানতাম আলম মাইর খাবে।
আরেকজন মাইর খাওয়ার বাকি আছে, তার নাম ভিপি নূর।

১৭ ই জুলাই, ২০২৩ রাত ৮:৪৫

ফেনা বলেছেন: আরো এক দুইজন আছে। তার মধ্য সিহাসিত্তা পড়া আমাদের বাউল এমপি মমতাজ আপাকে বাদ দেন কেন। মাইর খাওয়া জুরুরী......... =p~

২| ১৭ ই জুলাই, ২০২৩ রাত ১০:২৯

রানার ব্লগ বলেছেন: কেন্দ্রের বাহিরে আলম কে উত্তম মাধ্যম দেয়ার কোন দরকার ছিলো না। আলম এটাই চাচ্ছিলো । ওর দৌড়ের স্টাইল তাই বলে । সে ক্যামেরের সাথে সাথে দৌড়াচ্ছিলো । ফ্রী তে কামাই + জনপ্রিয়তা হয়ে গেলো ।

১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১২

ফেনা বলেছেন: যাই বলেন না কেন... যারা মারল তারা কিন্তু প্রমান করে দিয়েছে যে হিরো আলম একটা পাবলিক ফিগার হয়ে গেছে। আর তাকে মেরে বিদায় না করলে নির্বাচন জিতে যেতে পারে!!!! ভয় পায়ছে নাকি তারা!!!

৩| ১৮ ই জুলাই, ২০২৩ রাত ১২:০০

কামাল১৮ বলেছেন: কিছু লোক কমিশনারকে নাকে খত দেয়ার জন্য পরিকল্পনা করে এই কাজ করিয়েছে।

১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১২

ফেনা বলেছেন: হতেও পার.. =p~

৪| ১৮ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫৪

শার্দূল ২২ বলেছেন: এক শ্রেণীর মানুষকে বলতে শুনি সোস্যাল মিডিয়াতে যে, বাঙ্গালী জাতিকে নাকি হিরো আলম থেকে শিক্ষা নিতে হবে, সেই সাথে অনুপ্রেরণা। এত অধপতন এই জাতির কবে হলো?

১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৪

ফেনা বলেছেন: ""এত অধপতন এই জাতির কবে হলো??""
না হলে একটা চোরকে কিভাবে একটা অনুষ্ঠানের প্রধান অথিতি করে নিয়ে যায়। তার পিছনে পুলিশ আর এলাকার অন্যরা নেচে বেড়ায়!!!!! অধপতনের আর বাকী রইল কি???

৫| ১৮ ই জুলাই, ২০২৩ রাত ৩:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন:

১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৫

ফেনা বলেছেন: কী বলেছেন!!!???

৬| ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ৮:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একজন মানুষকে, সে যেই হোন না কেন, এভাবে মারা একটা জঘন্য অপরাধ।

১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৫

ফেনা বলেছেন: ঠিক বলেছেন। আমি কাউকে সমর্থন করছি না। ভাল মন্দের ফারাক দেখতে চাইছি মাত্র।
ভাল থাকবেন।

৭| ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৪৯

ধুলো মেঘ বলেছেন: তার দৌড় ভাইরাল হওয়াতে তার কিছু ভিউ বাড়ল - হিরো তো এটাই চায়। জেতার জন্য নয় - বরং ভিউ কামানোর জন্যই তার নির্বাচনে দাঁড়ানো।

১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৬

ফেনা বলেছেন: ক হিরো আলমের নেগেটিভটা দেখছেন!!!! সমাজেরটা দেখছেন না কেন???

৮| ১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৮

আমি সাজিদ বলেছেন: চতুর্থ মন্তব্যের প্রতিউত্তর পছন্দ হয়েছে।

১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৪

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৪০

প্রামানিক বলেছেন: মার খাওয়ার পর হিরো আলম এখন বিশ্ব হিরো হয়ে গেল।

১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০৫

ফেনা বলেছেন: হা হা হা =p~

১০| ১৮ ই জুলাই, ২০২৩ রাত ৮:০১

জুন বলেছেন: যতই ট্রল করুক ১৭ আসনের হিরোর প্রতিদ্বন্দ্বীর নাম যেন কি? তারা এখন হিরো আলমকেও ভয় পায় এটাই প্রমাণিত হলো।

১৮ ই জুলাই, ২০২৩ রাত ৮:১৬

ফেনা বলেছেন: যথার্থ।

১১| ১৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই নির্বাচনে ইতিহাসের পাতায়
হিরো আলম , হিরো হয়ে আজীবন স্হান করে নিলো ।

.......................................................................
আমাদের তো এই যোগ্যতাও নাই ।

১৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৫৫

ফেনা বলেছেন: সঠিক বলেছেন। আসলেই আমাদের ত তার মতও যোগ্যতা নেই। আফসোস.....

১২| ১৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: পুলিশকে নিশ্চয়ই নিরব থাকতে বলা হয়েছে। হুকুম পেলে পুলিশ সব কিছু করতে পারে।

১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১০:০৯

ফেনা বলেছেন: কথা সত্য, হতেও পারে

১৩| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০৬

লিংকন বাবু০০৭ বলেছেন: এভাবে কাউকে অপমান করা ঠিক নয়।
ভোটে হারছে বা হারতো সেটা সবার জানা ছিল। এ ঘটনা হিরো আলমকে তার জায়গায় ঠিকই সাকসেস বানিয়েছে।
৫ হাজারের উপরে ভোট কে দিল??

২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:১২

ফেনা বলেছেন: এই দেশ মনে হয়না কখনো শুধরাবে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.