নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

নারী

১০ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫



ছবিঃ গুগল মামা থেকে নেওয়া।

আমার বিদ্ধস্ত আপন পরমাত্মা-নারী আত্মার সন্ধানে
আমি ভিগল বাজিয়ে প্রতিটা নিঃশ্বাস ফেলি-প্যারেড করার আদলে।
বিদ্ধস্ত আমির প্রতিটা নিঃশ্বাস ফেলাটাও যেন একটা আর্টে রুপ নেয়,
এই রুপেই যেন তার রুপ আটকায়।

একটা নারীর মনে খুশি দিতে-ঠোঁটে হাঁসির ঝিলিক আনতে-
কত কি লাগে- গাল পলিশ, ঠোট পলিশ, স্নো, পাউডার, গয়না শাড়ি
আরো না জানি কত কি!!!
পুরুষ দেখ এক নারীতেই খুশি।
সব কিছুর সাথে জীবনটাও তার নারীতেই আটকায়।

আটকে যাওয়া জীবনের প্রতিটা পর্ব এলোমেলো হয়ে যায়
বাবা-মা, ভাই বোন আত্বীয়-স্বজন সবার সাথে তৈরি হয় অঘোষিত দূরত্ত্ব
জীবন থেকে কমে যায় ঘুম; কমে যায় সুখ। হারায় প্রশান্তি।
ক্রমেই নিজের ভিতর তৈরি হয় নিজের একাকিত্ত্ব-
হয়ে যাই একেবারেই একা-এক নারীর কারণে।

এই রুপ যৌবনের খেলায় পুরুষের আটকে যায় সমস্ত জীবন
তারপরও-
তার বিদ্ধস্ত আপন পরমাত্মা-তবু থাকে নারী আত্মার সন্ধানে
ভিগল বাজিয়ে প্রতিটা নিঃশ্বাস ফেলে-প্যারেড করার আদলে-
যদি কোন নারী পসরা সাজিয়ে রাংগিয়ে তোলে আপনা রজনী…

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৪

কামাল১৮ বলেছেন: আপনি দেখেন নারী পুরুষ,আমি দেখি সুধু মানুষ।

১১ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৪

ফেনা বলেছেন: বাস্তবতবতাই আপনার মত কেউই শুধু মানুষ দেখে না। নারী পুরুষ আলাদাই ...

২| ১১ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১১ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫

ফেনা বলেছেন: লেখা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

৩| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পুরুষ দেখ এক নারীতেই খুশি। সব কিছুর সাথে জীবনটাও তার নারীতেই আটকায়।
.....................................................................................................................
তবে কেন নারী পরকীয়া করে ?
তবে কেন নারী সংসার ভাঙে ?
তবে কেন নারী কিসে আটকায় ?
এমন কথা বিশ্বের এ প্রান্ত থেকে সকল প্রান্তে ঘুরে বেড়ায় ।

১২ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

ফেনা বলেছেন: তবে কেন নারী পরকীয়া করে ?
তবে কেন নারী সংসার ভাঙে ?
তবে কেন নারী কিসে আটকায় ?
এমন কথা বিশ্বের এ প্রান্ত থেকে সকল প্রান্তে ঘুরে বেড়ায় ।

---- আসলেই কঠিন প্রশ্ন।

কেমন আছেন আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.