নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতারন

জগতারন › বিস্তারিত পোস্টঃ

আবার আসিবো ফিরে

২৫ শে জুন, ২০২৩ রাত ১২:০৭

আবার আসিবো ফিরে কবিতাটির আবৃত্তি করে।

প্রিয় কবি;
জীবনান্দ দাশঃ
যে চলে যায় সে আর ফিরে আসেনা।
তবুও দীর্ঘ অপেক্ষায় থাকি আপনার আবির্ভাবের আশায়।
অপেক্ষার পালা সেদিন শেষ হয়;
যেদিন দেখি আপনি এখনও ফিরে আসেন নি!
তবে আপনার ভালোবাসার উপাদান গুলো আমাদের সামনে ফিরে আসে;
এ-ই যেমন;
শিশু যখন উঠানে মা’য়ের নেড়ে দেওয়া ধান নিয়ে খেলা করে,
মেঘলা আকাশে যখন সাদা বক পাখী উড়ে যায়,
বর্ষার ঘোলা জলে কিশোর যখন ডিংগা বায় ইত্যাদি।
একদিন হয়তো আমরাও চলে যাব অনেক দূরে ....
কিন্তু এই বাংলার সবুজ ভরা মাঠ,
ফসলের ক্ষেত,
আমার প্রিয় গ্রাম; 'শংকরদী',
কুমার নদী পাড়,
বিকাল বেলায় বসে দেখা নদীর বয়ে চলা,
যেথায় আমি কিশোর বেলায় এই নদীর পাড়ে বিভিন্ন খেলায় মেতে থাকতাম।
দূরন্তপনায় ভরা দিনগুলি ছিলো মোর
চিরাচরিত এই গ্রাম বাংলায়।
তখনও কী কেউ মনে করবে কি আমায়?
যেদিন আমরাও একে একে চলে যাই
অজানার উদ্দেশ্যে, পর পাড়ে।

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৩ রাত ১২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন।

জীবনানন্দ দাশ
আবৃত্তি

এ দুটো বানান ভুল আছে পোস্টে।

শুভেচ্ছা রইল। আর আশায় রইলাম আপনার আরো কবিতার।

২| ২৫ শে জুন, ২০২৩ রাত ১২:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই ব্লগে কম দেখা যায়। আছেন কেমন?

৩| ২৫ শে জুন, ২০২৩ সকাল ৯:০২

ইসিয়াক বলেছেন:




প্রিয় স্বপন ভাই,

কবিতা পাঠে আমি মুগ্ধ!
আমি কবিতাটি আবৃত্তি করতে চাই। আবৃত্তি করে আপনাকে ইনবক্সে পাঠাতে চাই। মতামত জানাবেন প্লিজ।
আপনার পুরো পরিবারের জন্য শুভকামনা রইলো।

৪| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.