নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতারন

জগতারন › বিস্তারিত পোস্টঃ

সামু ব্লগে এক ব্লগ লিখকের একটি পোষ্টে আমার একটি মন্তব্য!

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩০

সামু ব্লগে এক ব্লগ লিখকের একটি পোষ্টে আমার একটি মন্তব্য!
জগতারন বলেছেন:
শাহ আজিজ -এর সব পোষ্টই কপি করা তা আমি জানি।
তার পরও আমি ওনার পোষ্ট আমি পড়ি, মন্তব্যও করি,
কারন বেচারা এতো কষ্ট করে ও যোগার করে আমাদের সামনে এনেছে!

যার ব্লগে উপরে তুলে দেওয়া মন্তব্যটি আমি করেছিলাম, আমার মন্তব্যটি তুলে দিয়ে আর একটি ব্লগ লিখেছেন। সেই ব্লগে বিভিন্ন জনের মন্তব্য আমার দৃষ্টীগোচর হয়েছে। সেই পরপ্রেক্ষিতেই আজকে আমার এই ব্লগ লিখা।
এই লিখার শুরুতে একটি চুটকী বা গল্প দিয়েই শুরু করিঃ
মহল্লার এক চা’-এর দোকানে এক চা বিক্রেতাকে গ্রামের এক কৃষক নিজের গাভী থেকে পাওয়া দুধ দিতো রোজ। ওই দুধ দিয়েই চা বিক্রেতা চা বানিয়ে তার গ্রাহকদের চা বানিয়ে পরিবেশন করতো। চা বিক্রির লাভাংশ দিয়ে চা বিক্রেতার সংসার চলতো।
ঐ মহল্লার এক প্রানবন্ত চতুর বা মোটামুটি চালাক-চতুর এক লোক একদিন দেখে ফেলে ঐ দুধদেওয়ানে’লা গাভী থেকে দুধ দোহানের পরে প্রাপ্তদুধে সমপরিমান পানি মিশায়ে সেই দুধ সেই চা বিক্রেতার কাছে বিক্রয় করছে। একদিন, দু’দিন, তিনদিন, চারদিন প্রতিদিনই ঐ দুধদেওয়ানে’লা তার এই অনৈতিক কম্ম করেই যাচ্ছে। একদিন সে আর সহ্য করতে না পেরে সেই প্রানবন্ত চতুর বা মোটামুটি চালাক-চতুর লোকটি চা দোকানদারকে দুধদেওয়ানে’লা দুধ বিলি করার সময়ে চা বিক্রিতা ও সকল চা খাওয়া আড্ডাবাজদের সামনে হাজির হয়ে আসল সত্য প্রকাশ করে দিল।
ইহা প্রকাশ করে তো ঐ লোক বেকায়দায় পড়েছে;
কারন বিভিন্ন জনের কর্কশ মন্তব্য (!)
ঐ সত্য জানার পর চা বিক্রয় করা দোকানদার মিটি মিটি হাসে, তেমন কিচ্ছু বলে না। আর ঐ দোকানে চা খাওয়া’নেলা আড্ডাবাজদের একএকজন মন্তব্য করছেঃ
১) চা তো আমারা খাই বা পান করি, সেই চা’য়ের বেশির ভাগই তো পানি দিয়েই বানানো হয়, তো দুধদেওয়ানে’লা একটু আধটু পানি মিশালে তাতে এমন কী বা ক্ষতি হয় (!)
২) গাই গরুর দুধ দিয়ে বানানো গড়ম গড়ম চা আমরা খেতে পারছি, এ-ই তো কতো।
৩) দুধদেওয়ানে’লা প্রতিদিন এখানে দুধ দিয়ে যায় তা-ই তো কতো, সে দুধে একটু পানি তাতে কি (!)
৪) চা বিক্রিতা মিটী মিটি হাসে আর বলে, আমি প্রতিদিন দুধ পাই তা দিয়ে চা বানিয়ে বিক্রয় করি, লাভ হয় তা দিয়ে সংসার চলে, এ-ই তো কতো।
কিন্তু এখানে দুধদেওয়ানে’লা-এর নৈতিক ও কর্তব্য বিষয়ক নীতিজ্ঞান নিরব-নিস্তব্ধ-মৌন। তার কোন মন্তব্য নেই।
যাইহোক, আমার গল্প বা চূটকী এখানেই শেষ।


আর এই গল্পেঃ
খাওয়া’নেলা- সামু ব্লগের পাঠক-পাঠীকা।
চা দোকানদার সামু কর্তপক্ষ।
প্রানবন্ত চতুর (যে দুধে পানি দেওয়া দেখেছে); আমি। আর
দুধদেওয়ানে’লা (যার- নৈতিক ও কর্তব্য বিষয়ক নীতিজ্ঞান নিরব-নিস্তব্ধ-মৌন) সেই লোকটির নাম আমি আর এখানে উল্লেখ করলাম না। আপনারা বুঝে নিয়েন।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৪

জটিল ভাই বলেছেন:
দাদা দেখছি হেব্বি শক্তিশালী ব্লগার হয়ে গেছেন। তাই নাড়াচাড়া ছাড়া থাকতে পারছেন না। আমিও এক লাইন চুটকি বলি, কেমন? রানা প্লাজার দায় নাকি কোনো এক দলের খুঁটি ধরে নাড়াচাড়া। =p~ তা আপনার চুটকি চুটকি হিসেবে উপাদেয় হয়েছে। তবে নীতিকথা হিসেবে প্রযোজ্য হবে না হয়তো চরিত্রের সঠিক জ্ঞাণের অভাবে। তবুও নাড়াচাড়া দিয়ে আপন শক্তিতে জ্বলে উঠুন :P

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৩২

জগতারন বলেছেন:
আপনার মন্তব্যটি আমি বুঝে পাইলাম।
মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৩

জ্যাক স্মিথ বলেছেন: তবে যাই হোক উনাকে হেয় করে আপনার মন্তব্য করা ঠিক হয়নি। ব্রেকিং নিউজ, ইতিহাস এগুলো তো কপি করেই দিবে নাকি? আপনি কি মনে করেন ব্রেকিং নিউজ, ইতিহাস এগুলো নিজে বানিয়ে বানিয়ে লিখবে?

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৫২

জগতারন বলেছেন:
প্রিয় ব্লগার জ্যাক স্মিথ , আমি মনে করি আদর্শ ব্লগ লিখা হতে হবেঃ
জীবনের কর্মাভিজ্ঞাতা ও চিন্তাশিল মনের লদ্ধ জ্ঞান থেকে, বা গবেষণা থেকে লিখকের মনের অন্তস্থল থেকে
বেড়িয়ে আসা অনুভূতির বহিঃপ্রকাশ।
অর্থত কোন কিছু মৌলিক একটা কিছু লিখা।
এই দিক দিয়ে আমি মনে করি;
চাঁদগাজী (সোনাগাজী), ডঃ এম এ আলী, মোগল সম্রাট আরও অনেকে মৌলিক ব্লগার।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৪৮

নূর আলম হিরণ বলেছেন: এত অল্প কথায় উনি ব্লগ ছেড়ে গেছেন এটা বড্ড ছেলে মানুষী হয়ে গেছে। আপনার মন্তব্যের বিপরীতে উনি নিজের অবস্থান পরিষ্কার করতে পারতেন, সে সুযোগও ছিল।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৭

জগতারন বলেছেন: আপনার অভিমতের সাথে আমি সহমত পোষন করছি।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪২

অপু তানভীর বলেছেন: ব্যাপার সেটা না । আমার মাথায় ঢুকলো না যে আপনার মন্তব্যের আগে একজন একই ধরনের মন্তব্য করেছিল এবং সেই মন্তব্যের জবাব দিয়েছিলেন বড় দম্ভের সাথেই । তার মন্তব্য গায়ে লাগলো না অথচ আপনার মন্তব্য গায়ে লেগে গেল ! এই রহস্য আমি বুঝতে পারলাম না !

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৩

জগতারন বলেছেন: চুরি করে ব্লগ লিখলে,
সেই চোরার কারও মন্তব্যে গা জ্বালা একটু বেশি করে মনে হয়।
এ ছাড়া আর কী হতে পারে (!)
ঠিক বুঝছি না।

মন্তব্য করায় আপনাকে অশেষ ধন্যবাদ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৯

সোনালি কাবিন বলেছেন: অপু তানভীর বলেছেন: ব্যাপার সেটা না । আমার মাথায় ঢুকলো না যে আপনার মন্তব্যের আগে একজন একই ধরনের মন্তব্য করেছিল এবং সেই মন্তব্যের জবাব দিয়েছিলেন বড় দম্ভের সাথেই । তার মন্তব্য গায়ে লাগলো না অথচ আপনার মন্তব্য গায়ে লেগে গেল ! এই রহস্য আমি বুঝতে পারলাম না !

# rightly said

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৯

জগতারন বলেছেন: এই রহস্য আমি বুঝতে পারলাম না ![/sb

ঐ রহস্য সম্ভাব্য উত্তর আমি অপু তানভীর-এর মন্তব্যে দিয়েছে।
দেখে নিবেন দয়া করে।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: শান্তি চুক্তিতে আসুন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২১

জগতারন বলেছেন: সেই চুক্তির উপাদান গুলো কী ও কি হতে পারে (?)
দয়া করে যদি একটু বলতেন তবে খুশি হতেম।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫০

শূন্য সারমর্ম বলেছেন:



এক মন্তব্যে ব্লগছাড়া করার ভালোই সক্ষমতা আছে দেখছি,আপনার।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৬

জগতারন বলেছেন: কোন প্রতি মন্তব্য আসছে না মাথায় (!)

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: আপনি একজন নিরপেক্ষ ব্লগার।
তাই আপনার কাছে ভালো কিছু আশা করছি।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৩

কাছের-মানুষ বলেছেন: "ষ্ট্রেইট-ফরোয়ার্ড বা সোজা-সাপ্টা কথা বলা ভাল, তবে আমাদের মনে রাখতে হবে আমরা যখন কারো মুখের উপর ষ্ট্রেইট-ফরোয়ার্ড কথা বলি সেটা সেই ব্যক্তির আত্মসম্মানে আঘাত হানতে পারে। আমরা মানুষ, আমাদের অভিজ্ঞতা এবং কমন-সেন্সে ব্যাবহার করে সেই একই কথা আরেকটু অন্যভাবে বললে সেটা ব্যক্তির আত্মসম্মানে আঘাত হানে না বিশেষকরে এই ধরনের অভিযোগ প্রথমবার করলে।" আপনার ভুল সেখানেই।

গোস্তাকি নিয়েন না, উপরের মন্তব্যটি যদি আমি আপনাকে এইভাবে বলতাম "আপনার কোন কমনসেন্স নেই, কিভাবে অগ্রজ মানুষের সাথে কথা বলতে হয় সেটা আপনি জানেননা। কোন ব্যক্তির সাথে কথা বলার সময় সেই ব্যাক্তি বয়স আমলে নিয়ে এবং নিজের বিচার বিশ্লেষণ কাজে লাগিয়ে কথা বলতে হয় আপনি সেই শিক্ষা পাননি" এই বাক্যটি আর উপরের বাক্যটিতে কোন পার্থক্য নেই তবে এই বাক্যটি সোজাসাপ্টা আপনাকে বললে আপনার আত্মসম্মানে লাগত!


[তবে ব্লগে এই ধরনের মন্তব্য গায়ে মাখতে হয় না তিনি নিজের অবস্থান পরিষ্কার অথবা আপনাকে ইগনোর করতে পারতেন। ]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.