নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতারন

জগতারন › বিস্তারিত পোস্টঃ

ফ্রান্সের মত পরাশক্তি দেশের রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ সফর (!)

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:১৩

ফ্রান্সের মত পরাশক্তি দেশের রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ সফর (!)
দুই দিন আগে রাশিয়া’র মতো পরাশক্তি-এর পর-রাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সফর করে গেলেন।
এই ৩ দিনে বাংলাদেশ অনেক অনেক উচ্চতর সম্মানে পৌঁছে গেছে।
আমরা বাংলাদেশী’রা সম্মানিত ও গৌরবান্বিত।
শেখ হাসিনার সূদক্ষ রাজনৈতিক ও কূটনীতির কারনে বাংলাদের আজ বিশ্বের কাছে পাশাপাশ,
ও বিশ্ব নেতা নেত্রীদের কাছে আজ আগ্রহ নজর কেড়েছে এবং সন্মানের পাত্র (বাংলাদেশ) হয়েছে।
বাংলাদেশ আজ অহংকারের নাম।
হৃদয়ে আমার জয় বাংলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অহংকার,
বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের পথ প্রদর্শক, এবং বাংলার আত্নমর্যাদার প্রতিক। শেখ হাসিনা তার সাহস এবং বিচক্ষণতা দিয়ে বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদার কাতারে তুলে এনেছেন।
ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশকে এই জি-২০ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য।
আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহায্য এবং বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা ভারতবাসীর প্রতি চির কৃতজ্ঞতা জানাই।
বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরকাল অটুট থাকুক।
আশা করি তিস্তার পানি বন্টন চুক্তি সহ বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিবদমান সকল সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে অবিলম্বে সমাধান হবে ইনশাআল্লাহ।
শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিছুতেই বাংলাদেশকে পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দিব না।
একই সাথে আমরা যুক্তরাষ্ট্রকে কখনোই চীনের বিরুদ্ধে তাদের রাজনৈতিক এবং সামরিক উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশকে ব্যবহার করতে দিব না।
তাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে যতই ভয় দেখাক বা লোভ দেখাক।
বা বিভিন্ন অযুহাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিষেধাজ্ঞা আরোপ করুক।
বাংলাদেশ চীনের সাথে তার বন্ধুত্বের মর্যাদা দেয়।
চীনও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং বাংলাদেশের বন্ধুত্বের মর্যাদা দেয়।
যুক্তরাষ্ট্র নিযেধের স্বার্থে চীনের বিরুদ্ধে বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে নানা চাপ দিয়ে টলাতে না পেরে বাংলাদেশের বর্তমান সরকার বিরোধী দল বিএনপির নেতৃত্বে সংগঠিত নানান ইসলামি উগ্রবাদী সংগঠনগুলকে (বিএনপি সহ এই দলগুলো প্রচন্ডভাবে সব সময় প্রকাশ্যে ভারতের ধ্বংস কামনা করে) উসকিয়ে দিচ্ছে।
আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি আর শান্তির জন্য ইসলামি মৌলবাদী সন্ত্রাসী জংগীদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
শেখ হাসিনার লক্ষ্য বাংলাদেশকে পৃথিবীর মধ্যে একটি ধর্মীয় উগ্রবাদমুক্ত, অসাম্প্রদায়িক, উন্নত, শান্তিপূর্ণ, এবং সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।
যেখানে বাংলাদেশের সকল ধর্মের সকল নাগরিক নিজ নিজ ধর্ম তাদের মত করে সুন্দরভাবে এবং নির্বিঘ্নে পালন করবে এবং সকলে সমান মর্যাদা এবং সমান নাগরিক সুবিধা ভোগ করে বসবাস করবে।
জয় বাংলা, জয় বাংলাদেশ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।


মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৪৮

কামাল১৮ বলেছেন: কয়েকটি বিমান কিনবে বাংলাদেশ।চুক্তি সাক্ষরের জন্য এই সফর।একবার তারা কয়েকটি সাবমেরিন বিক্রয় করেছিলো অষ্টেলিয়ার কাছে।সেগুলো পরে আমেরিকা ও বৃটেন সরবরাহ করে।তেমন যাতে না হয় তাই শক্ত যুক্তি করবে।
আমেরিকার কোন বুক পিঠ নাই, স্বার্থের জন্য সে সব করতে পারে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:১৫

জগতারন বলেছেন:
বিমান বিকিনি'তে পরাশক্তি দেশের প্রেসিডেন্ট-এর রাষ্ট্রীয় ভ্রমনে বাংলাদেশের মতো একটি ক্ষূদ্র দেশে আসা লাগে (!)
ঠিক বুঝ আসছে নয়া আমার।
তা কী বিমান ক্রয় করতে চায় ?
যাত্রীবাহি ব্যাবসায়ীক বিমান না ৫ম প্রজন্মের Rafel Jet fighter ?

Rafel Jet fighter হলে তো খুবই ভালো বাংলাদেশের জন্য !
এবার তাহলে মায়ানমার কে উচিত শিক্ষা দেয়া যাবে।
ওদের ফালাফালি একেবারে বন্ধ হয়ে যাবে।
সে ক্ষেত্রেও তো শেখ হাসিনার সূদক্ষ রাজনৈতিক, কূটনীতি এবং দূরদর্শিতার প্রসংশা করতে
আমাদের কুন্ঠীত হওয়া ঠিক হবে না।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:০৪

কলাবাগান১ বলেছেন:

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৩১

জগতারন বলেছেন:
সংবাদ সংগ্রহের সময়ে আপনার দেওয়া এই ছবিগুলো সহ আরও অনেক ছবি আমি দেখেছি অনলাইনে।
নিজের অজ্ঞতার জন্য আমি এই গুরুত্বপূর্ন ছবি গুলো অনলাইওন থেকে নামাতে পারিনি।
দয়া করে সম্ভব হলে সৌদি রাজপুত্রের সাথে শেখ হাছিনা, মেয়ে পুতুলএর ছবিগুলো এখানে সংযুক্ত করে দেবেন।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:০৪

সোনাগাজী বলেছেন:



আপনার আশা ভরসা দেখে আমি খুশী; কিন্তু বলেন, ৩৫/৪০ লাখ বেকার গ্রেজুয়েট, ও নীচুমানের জাতীয় ইউনিভার্সিটির ছাত্রদের কোথায়, কিভাবে শেখ হাসিনা চাকুরী দিবেন? উনি চাকুরী সৃষ্টির কথা ১ বার বলতে শুনেছেন। যাদের চাকুরী আছে, তাদের কত জন নিজের আয়ের পয়সায় চলতে পারেন?

নতুন কোন ফাইটার বিমান কি বাংলাদেশের দরকার আছে?

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

জগতারন বলেছেন: শেখ হাসিনা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন l
হাজার বছরের ইতিহাসে এমন চৌকস নেতা খুব কমএসেছে বাংলাদেশের প্রশাসনে l
এটা বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের বিষয়।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:১৮

কলাবাগান১ বলেছেন: বাইডেন শক্ত ভাবে শেখ হাসিনার হাত ধরে আছেন আর শুনাক হাটু গেড়ে

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২০

জগতারন বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গর্ব…
আল্লাহ তাঁকে সুস্থ, সবল, ও নিরাপদে রাখুক।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৫০

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা অনেক সময় ব্যয় করেছেন বিএনপি জামাতকে থামানোর জন্য। সে জায়গায় উনি সফল হয়েছেন। এখন উনার হাতে সময় আছে, চাইলে উনি এখন যে কোন দরকারই পদক্ষেপ নিতে পারেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও উনার ইমেজ বেড়েছে, উনি এখন দেশের জন্য দরকারি কাজগুলো খুব দ্রুত করতে পারবেন। আগামী দিনে হয়তো উনি তাই করবেন, উনার জন্য শুভকামনা রইল।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

জগতারন বলেছেন: পৃথিবীর পরাশক্তি ফ্রান্সের প্রেসিডেন্ট এদেশে এসেছে শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ও অমায়িকতায় ৷
আমাদের মতো তৃতীয় শ্রেণীর দেশকে মূল্য দেওয়া,
এটা বিশাল ব্যাপার,
আমি মনে করি শেখ হাসিনা ছাড়া কখনোই সম্ভব ছিল না৷
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গর্ব…
আল্লাহ তাঁকে সুস্থ সবল নিরাপদে রাখুক।

আপনার মন্তব্য পেয়ে আমি নিজেকে ধন্য মনেকরি।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

গেঁয়ো ভূত বলেছেন: আমাদেরকে কেউ দাবায়া রাখতে পারবেনা।।।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৩

জগতারন বলেছেন: আগামীতে বাংলাদেশের হাত ধরবে প্রধানমন্ত্রীর মেয়ে পুতুল হবে বাংলাদেশের প্রধান মন্ত্রী।
এমন যেন উকী দিচ্ছে, পারিপার্শিকতায়।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:

সৌদি রাজপুত্রের সাথে

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

জগতারন বলেছেন: এবার নিশ্চয়ই বাংলাদেশ ফ্রান্সের তৈরীকৃত Rafel fighter টা এই সুযোগে বাংলাদেশ পাবে,
এবং যেনো কিনে ফেলে।
আমাদের ২০টি Rafel fighter লাগবে।
তাহলে মায়ানমার কে উচিত শিক্ষা দেয়া যাবে।
ওদের ফালাফালি একেবারে বন্ধ করা যাবে।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবি তাঁদের যোগ্যতার ফসল।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১২

জগতারন বলেছেন: Best wishes for Bangladesh & PM Shiek Hassina!
Go ahead PM Shiek Hassina!!
Insh’Allha we are all Bangladeshi people with you.
Go ahead FRANCE, Russia, and Saudi Arabia!
We think we will be very very good for our country inshallha!
France, Russia, and Saudi Arabia best wishes!
Joye Bangladesh!
Joye Bongo Bondu!!
Joye PM Shiek Hassina!!!
Good Luck to you All !!!!

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


হাসিনা যতদিন আছে,ততদিন বিশ্বনেতাদের আনাগোনা থাকবে একটু।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩০

জগতারন বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৬

জুন বলেছেন: তদুপরি উনি আমড়ার জ্যুস দিয়ে টোস্ট করেছেন 8-| আমড়ার জ্যুস আসলেও খুব টেস্টি :`>

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৪

জগতারন বলেছেন: আমড়ার জ্যুস !!!

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা বেঁচে থাকুক। তাহলেই দেশ একটু একটু করে এগিয়ে যাবে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৬

জগতারন বলেছেন: আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ধর্মীয় শিষ্টাচার দেখে সত্যি অবাক হলাম।
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোন হাত প্রসারিত করেছিলেন Hug দেওয়ার জন্য,
যেটি পশ্চিমা সংস্কৃতি,
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কেবল হাত মিলিয়েই কুশল বিনিময় করলেন।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩০

জ্যাক স্মিথ বলেছেন: অচিরেই বাংলাদেশ বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:৪৮

জগতারন বলেছেন:
সহমত !!!
শেখ হাসিনার সূদক্ষ রাজনৈতিক ও কূটনীতির কারনে বাংলাদের আজ বিশ্বের কাছে অন্যান্যদের পাশাপাশি,
এবং বিশ্ব নেতা নেত্রীদের কাছে আজ আগ্রহ নজর সন্মানের পাত্র (বাংলাদেশ) হয়েছে।

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:১৬

জ্যাকেল বলেছেন: বাংলাদেশের যা অর্জন তা তো দেখতে পাচ্ছি কয়েকখানা সেলফি ও ফোটো, তা দেশ ও জাতি কি পাইল ইহা যদি জানিতে পারিতাম?

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:৪৪

জগতারন বলেছেন: আপনার চোখের চশমার লেন্স অনেক পুরাতন অথবা ধুলা জমে গেছে।
তা পরিষ্কার অথবা পরিবর্তনের সময় এসেগেছে।
দে দেখেও দেখে না তাকে বলে কয়ে দেখিয়ে দিলেও দেখান সম্ভব না।
যে এতো মূঢ় হলে,বর্তমানে যা সুন্দর ও স্বাছন্দতা আছে তাও একদিন
তাদের নসিব থেকে উধাও হয়ে যাবে।

শেখ হাসিনা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন l
যা ভৌতপূর্বে বাংলাদেশের ইতিহাসে কেউ কোনদিন দেখেনি।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

জ্যাকেল বলেছেন: তা আমাদের দেশ ও জাতির জন্য কি কি করেছেন জি-২০ সামিটে ইহা কি বলিতে পারেন?

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৬

জগতারন বলেছেন: এখানে আর আমার থেকে কোনও মন্তব্য নিষ্প্রয়োন।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৪

জগতারন বলেছেন: ইচ্ছে না থাকা সত্ত্বেও আবারও আসলাম আপনার শেষ প্রশ্নটির উত্তর দিতে।

প্রকৃতির দিকে তাকালে আপনি অনুধাবন করতে পারবেন যে;
কিছু গাছ বা সব্জীর ফল আপাতঃত দৃষ্টিতে দেখতে না পারলেও তার ফল থাকে মাটীত তলায়।
যেমন; আলু, গাজর, মূলা ইত্যাদী।

(ক) বাংলাশকে অর্থনৈতিক, সামরিক, প্রয়োনী প্রযুক্তিগত ভাবে শক্তিশালি করার জন্যই দ্বিপাক্ষিক যুক্তির জন্যই ফ্রান্সের রাষ্ট্রপতি বাংলাদেশে সফর।

(খ) বাংলাদেশের সাথে অত্যন্ত কয়টি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় দ্বি-পাক্ষিক চুক্তি না করলে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে আসতেন না!!

(গ) আপনার সাধারন জ্ঞানেই বুঝা দরকার কোন প্রেসিডেন্ট অতিরিক্ত প্রয়োজনীয় কোন কাজ না হলে কোন
দেশে সফর করেন না!!

(ঘ) বাংলাদেশকে ফ্রান্সের তৈরীকৃত ৫ম প্রন্মের রাফাল যুদ্ধ বিমান ও হাই-টেক হাতিয়ার দিচ্ছে ফ্রান্স।


আশা করি এবার আপনার 'কিউরোসিটী' নিবৃত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.