নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=========================
মাথার চুলগুলো গুণতে বসে
দেখি তারাগুলো হাসে-
গরু, ছাগল তারাও বুঝে গা ঘামা নুনটা
শুধু নকগুলো বুঝে না-
ঝালের মর্মকথা বেদনা।
ভয়ের কথা সাহজ যুগে-
ভয় থাকে নিদুকে- উড়ে মিশে বাতাসে
সুঘ্রাণ নিতে আসি যদি-
হিসাব দিবে নাকো চুকে;
হিসাবের খাতা রেখ না বিষযুক্ত বিছেনা
হাসতে- হাসতে মরে যাবে
ছিরাকাঁথা জোছনা; কুকুর, বিড়াল দেখে না
আঙ্গীনা জুড়ে মাছ- মাংস থৈ- থৈ-
জলের সাথে পিরিতিটাও নিভু নিভু থাকে!
অতঃপর নক বুঝে না ঝালের মর্মকথা বেদনা।
০৪ শ্রাবণ ১৪২৬, ১৯ জুলাই ২০
------------------------------------
২০ শে জুলাই, ২০২০ সকাল ১০:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: নেওয়াজ দা ধন্যবাদ নিবেন-------
২| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২০ শে জুলাই, ২০২০ সকাল ১০:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই রাজীব দা
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০৭
নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখা।