নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

সকল পোস্টঃ

তেল চাষী

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৭



========================
এখন ফসলের ভরা মাঠ- বড়ই অদ্ভুত
কিছু তেল চাষী দেখা যাচ্ছে নিত্য!
তারা অমৃত চাষ করতে চায়, কিছু
সৃষ্টিশীল চারা গাছকে ওপরে ফেলে;
এখন ভীষণ ব্যস্ত সময়-কিন্ত বুঝে না
ন্যায়নীতি বড়ই ভার শুধু...

মন্তব্য৫ টি রেটিং+১

আবেগী সময়

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৪




=====================
আবেগী সময় এখন দেখছি রাত-
দেখছি প্রভাত- তবুও ফুরায় না
আগামী কাল অথবা পরশু দিবারাত;
আবেগী সময় এখন- হাসতেও জানে না,
কাঁদতেও পারে না- তবুও চলছে-
ঝরা পাতার মত- এতো নিঠুর
নিয়তির মাঝে...

মন্তব্য৪ টি রেটিং+০

কেঁদো না

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৪



====================
আবেগি মন-কেঁদো না আর
কেঁদো না- ফুল পাতা ঝরে যাবে-
এতো নিয়তির নিঠুর যাতনা;
অথচ সময়ে রাখনি মনে কিছু বায়না
প্রয়োজনে বুঝেছি মন ভাঙ্গা বেদনা!
তবুও কেঁদো না জানি কেঁদো না ।

স্বপ্ন পাতায়...

মন্তব্য৬ টি রেটিং+০

একুশের হাসি উড়ুক

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫



==================
চাঁদের মুখে বর্ণছিল চুপ:
অথচ সূর্যের ভীষণ তাপ-
রৌদ্রবালি খা-খা করেছিল;
অজস্র জলরাশির ঢেউ-
কখন যে ভাসিয়ে তুল
বলো- এতো খানি কেউ?

আজও ঘন্টার বাজার মত
ঘৃণাগুলো টন টন করছে-
এতটুকু বুঝল না নিঃসঙ্গতা
তবুও বার বার একুশ আসে
দক্ষিণা...

মন্তব্য১০ টি রেটিং+০

মেঘ হবো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫০




====================
আমি মেঘ হয়ে যাচ্ছি-
কিছু বর্ণমালার রঙধনু হবো বলে!
আমি তারা ছুঁইতে চাই-
শুধু একুশ আছে বলে; আমি বৃষ্টি ঝরাতে
হতে চাই না- কারণ ভয়ঙ্কর
কালবৈশাখির মেঘ হতে হবে বলে-
আমি মেঘ হয়ে যাচ্ছি।

আমার বর্ণগুলো এক...

মন্তব্য৬ টি রেটিং+০

আমাদের একুশ

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬



==========================
একটা কবিতার আবৃত্তি হবে বলে
তাজা রক্ত ঝরেছিল সেই দিন-
একটা গল্প রচনা হবে বলে একুশ
বাংলা মায়ের কুল হয়েছে!
একুশ আমার সাহিত্যের সোনালি বর্ণচূড়া
কবির সত্তা পেয়েছে।

আজও সম্মান করে থাকে উঁচু...

মন্তব্য৪ টি রেটিং+০

কি শিখালো

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪১



================================
কি শিখালো একুশ আমায় বর্ণচোরা;
কিংবা ৭১ কি শিখালো নৈতিকতা!
সবকিছু বিকিয়ে দিয়েছি আজ ব্যর্থতা-
তবুও মহান শহীদের প্রতি বিনম্র লাল স্যালুট জানাই;
কেনো না যে স্বপ্ন এঁকে দিয়েছিলো প্রজাপতির ডানায়
রোজ স্বপ্ন দেখি-...

মন্তব্য৩ টি রেটিং+০

তোর গন্ধ পাই

৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৩




======================
মাটি- মাটি- মাটির বিছানায়
শুইলে পরে- বন্ধু তোর গন্ধ পাই--
আতড়, চন্দন হার মানায়- বন্ধু তোর গন্ধ পাই—
কৃষ্ণতলা কত কায়া- ফুর ফুর করে
হেঁটে যায় ছায়া- যত মায়া হার মানায়
অস্থির...

মন্তব্য১১ টি রেটিং+০

স্বজন কবি ও কবিতা

২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫





=============================
সেদিন বৃষ্টি ছিল না, তবুও ভিজে গেছে
আমার পৃথিবী! অবিস্মরণীয় এক মাইল ফোলক;
অথচ কোন বাহ- বাহ শব্দের আওয়াজ নেই।
তবুও একটা কবিতার সৃষ্টি হলো, কবিতার
শিরোনাম ছিল “ ভিজে যাই এই...

মন্তব্য৬ টি রেটিং+০

শূণ্যতাই ভুলছে

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৮




========================
ঘাস ফড়িং র বার্তা যেনো নাচু- নাচু!
-বলছে কি? অভিনয় করছে!
ঘাসফুল ফুটছে- সু-গন্ধী সৌরভ শুধু ছড়াছে-
আলতু করে ছোঁয়া জেনো
সবই অম্লীন করছে।

তবুও মাটির উর্বর শিহরণ জাগছে-
করোনা ভাইরস খুব...

মন্তব্য৪ টি রেটিং+০

শঙ্খ বিল

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৬




==============
শঙ্খ বিলের ধারে
একটা মেঘ ঘন হচ্ছে;
জেনো সমস্ত কিছু ভুলে!
শাপলা, পদ্ম ফুটতো
নীবর ঢেউ বুক বয়ে যেতো
বুঝত না মেঘের গর্জন।

সাঁতার কাটত আপন মনে
প্রণয়ের রঙিন জানত সবই
তবুও বালুচর জাগল শুধু...

মন্তব্য৪ টি রেটিং+১

মনহীনতার দল

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৯



======================
মনহীনতার দল করল বুঝি
ইতিহাস সূচনা- ইতিহাস সূচনা!
সরিষা ফুলের মাঠ- হলদা রঙের ঘাট;
ছিঃ- ছিঃ- ছিঃ- মনহীনতার দল।
হিমেল হাওয়া- উষ্ণচূড়া, সবুজ প্রকৃতি
সুরে ধ্বনি করল বুঝি- ছিঃ- ছিঃ- ছিঃ-
মনহীনতার দল।

এই দ্বন্দ্বতা ভাঙ্গবে...

মন্তব্য১০ টি রেটিং+০

এমন ভাবগুলো ভাসবে না

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪




=========================
ও সোনার তরী ভাসল না
ছলত ছলত জলের উপর-
সোনার তরী- এমনি করে
দিলি ফাঁকি; ঢেউয়ের ছুঁয়া!
বালুচরে ফুটল ফুলের গন্ধ ছাড়ি
ও সোনার তরী-ছলত ছলত
জলের উপর ভাসল না।

অভিমানে মন তরী ভাসল শুধু...

মন্তব্য১২ টি রেটিং+১

প্রেমহীন শঙ্খ নীড়

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯




=======================
ও পাখি বাসা বাঁধে
আপন মাইমান্বিত করে-
ও পাখি বাসা বাঁধে-
মুক্তমন! হাওয়ায় হাওয়ায় দুলবে বলে
ও পাখি বাসা বাঁধে-
অজানা পথের ঠিকানা শূন্য মেঘে ভাসে
ও পাখি বাসা বাঁধে।

স্বপ্ন নিশান উড়ে- উড়ে
কাজল দিঘি...

মন্তব্য১০ টি রেটিং+০

আতা গাছের সবুজ পাতা

১৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮




===============
আতা গাছের সবুজ পাতা
বর্ণ তাহার হলদে চুড়া-
টিয়া খুঁজে বাঁকা ঠোঁটে
পাঁকা পাঁকা হলুদ গা ছোঁয়া-
শোক সাজে কাকাতুয়া;

তবুও ময়না চায়- গয়না
আর তো কথা কয় না-
শুধু দুর্বাঘাসে ফড়িং উড়ে
অবশেষে সবুজ পাতা ঝরে
পুড়ে-...

মন্তব্য৮ টি রেটিং+০

৫৯৬০৬১৬২৬৩৬৪৬৫৬৬৬৭

full version

©somewhere in net ltd.