নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি। আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখার চেস্টা করি।fb id- Al Nahid Shuvo m.facebook.com/Alnahidshuvo

আলনাহিদশুভ

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি।আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখতে পছন্দ করি।

আলনাহিদশুভ › বিস্তারিত পোস্টঃ

হতাশা

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১১

কিছুদিন ধরে বিকেলে ভবঘুরে
হয়ে হাটতে বের হয়েছি। সাথে
ছিল একটি কলম এবং একটি পেট।
মাঝেমধ্যে বাংলা অভিধানও
নিয়ে গিয়েছিলাম।
.
আন্দরকিল্লা থেকে হাটার সময়
একটা আইরন মেইডেন (fear of the
dark/hallowed be thy Name/others) এর
গান থাকবে, যেই গানটা শেষ
হওয়া মাত্রই বাতিঘর পৌঁছে
যায়।
.
এরপর নীরার পাগলা প্রেমিক
সুনীলের বই পড়া। তার কবিতার
মধ্যে অন্যরকম এক অনুভূতি আসে।
এবং আমি দেখলাম আমার
প্রেমের কবিতাগুলো অনেকটা
তার মতই। একি আমার ধারণা
নাকি প্রেমের কবিতাগুলো
এরকমই। কি জানি বাপু ।
.
এরপর ক্রেওয়েলার গান দিয়ে
লাইব্রেরি থেকে বের হয়ে
নাস্তা করা। নাস্তা করার পর
একটু বিশ্রাম নিই।
.
প্রতিদিনই চিন্তা করি
বাড়িতে আসার সময় একটা-দুটো
কবিতা লেখে আসবো। কিন্তু
প্যান্টের পকেট থেকে পেট-কলম
তো বেরই হয় না। একরাশ হতাশা
নিয়ে বাড়িতে ফিরতে হয়।
.
"কবিতা তুমি
পাখির মতো ঠোকর মেরে
যেও নাকো উড়ে
থাকো এই হ্রিদয়জুড়ে।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.