নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি। আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখার চেস্টা করি।fb id- Al Nahid Shuvo m.facebook.com/Alnahidshuvo

আলনাহিদশুভ

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি।আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখতে পছন্দ করি।

আলনাহিদশুভ › বিস্তারিত পোস্টঃ

শীতকাল নিয়ে চিন্তা

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫১

শীতকাল চলে আসছে। প্রতিবার ঠিক
করি চুল লম্বা থাকবে শীতে। কিন্তু
লম্বা হতে হতে
শীতকাল চলে যায়। মাঝে মাঝে
মনে হয় এই দুনিয়াতে সবচেয়ে ব্যর্থ
মানুষ আমি। হয়তো না।
.
শীতকালের কথা বলতে বলতে 2008
সালের কথা মনে পড়ে বারবার। কি
যেনো হয়ে গেছে আমার সেই
সালের শীতকাল থেকে। হ্রিদয়ের
মধ্যে মোচড় মেড়ে উঠে।কেউ কেউ
বলে এ ব্যথা নাকি সবার থাকে।
তাই নিজেকে তাদের কথার মধ্য
দিয়ে শান্তনা দিয়ে থাকি।
রবীন্দ্রনাথ বলেছিলো ভালো
ছেলেদের কপাল খারাপ হয়।
বোধহয় আমারও তাই। চিন্তা করি
আমিও তাহলে খারাপ হয়ে যায়।
বোধহয় কপাল ভালো হবে। স্রস্টা
যা রাখছে তাই হবে এই ভেবে
এককোণে বসে থাকি।
.
আমার ইচ্ছে করে সবসময় বাহিরে
থাকতে, খাবার,রাতে ঘুম যাওয়া
সব বাহিরে। হতাশাগুলো হয়তো
অনেকটা কমবে। আসছে
শীতকালে এইটাই চিন্তা করছি।
হলে মন্দ হবে না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮

এহসান সাবির বলেছেন: বেশ!

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০

কিরমানী লিটন বলেছেন: সুন্দর-অ নে ক ...

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

রক্তিম দিগন্ত বলেছেন: শীতকালে চুল লম্বা করার ভূতটা মনে হয় - সব ছেলের চুলেই ভর করে! :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

মজা পেলাম। ;)

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৩

আলনাহিদশুভ বলেছেন: ধন্যবাদ সবাইকে।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪

আলনাহিদশুভ বলেছেন: হ্যাঁ। আমার বন্ধুরাও লম্বা রাখার সিদ্ধান্ত নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.