নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি। আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখার চেস্টা করি।fb id- Al Nahid Shuvo m.facebook.com/Alnahidshuvo

আলনাহিদশুভ

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি।আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখতে পছন্দ করি।

আলনাহিদশুভ › বিস্তারিত পোস্টঃ

ডিপ্রেশন দূর করা

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন
সবাই আত্নহত্যার কথা চিন্তা করি।
পাঁচ-দশ ভাগ করে ফেলে। কিন্তু
আত্নহত্যা মহাপাপ। পরকালে এর
পরিণাম ভয়াবহ। তাই বেশিরভাগ
মাদকাসক্ত হয়ে পড়ে। এটাও একরকম
আত্নহত্যা। আইন অনুযায়ী তারা
নিজেরাই নিজেদের ক্ষতি করছে।
.
আচ্ছা তাহলে উপায় কি?
আমি দুটি পছন্দ করলাম।
.
একটা হলো গান শুনা। গান শুনলে মন
অনেকটা ভালো হয়। কিন্তু দুঃখের
গান শুনলে কান্নার মধ্য দিয়ে
ডিপ্রেশন কমে। মেটাল শুনলে
রাগের মধ্যে দিয়ে কমবে। রক-পপ
শুনাটাই সবচেয়ে শ্রেয়, তবে
আনন্দময়ী হতে হবে। দুঃখের হলে
কান্নার মধ্য দিয়ে কমাতে না
পারলে আরো বাড়বে।
তবে গান শুনে পরিপূর্ণ ডিপ্রেশন
কমবে না।
.
সবচেয়ে সেরা উপায় হলো স্রস্টার
কথা স্মরণ করা। স্রস্টার উপর ভরসা
রাখা। ভালো মনে নামাজ কায়েম
করা। স্রস্টার নেশা ঢুকলে আপনার
মনে ডিপ্রেশন উদাও হয়ে যাবে।
.
এছাড়া অসহায় মানুষদের সেবা করুন
মন এমনিতেই ভালো হয়ে যাবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

হাসনাতুল বলেছেন: ট্রাই করবো...।

২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

আলনাহিদশুভ বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.