নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি। আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখার চেস্টা করি।fb id- Al Nahid Shuvo m.facebook.com/Alnahidshuvo

আলনাহিদশুভ

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি।আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখতে পছন্দ করি।

আলনাহিদশুভ › বিস্তারিত পোস্টঃ

সুনীলের নীরা এবং নাহিদের পাখি

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

আমি একটি জিনিস দেখে খুব বিস্মিত হলাম।সেটা হলো নীরা সিড়িতে দাড়িয়ে হেসেছিলো
সুনীলকে দেখে ঠিক তেমনি
মার্কেটের সামনে রাস্তায়
দাড়িয়ে পাখি তার বান্ধবীদের
নিয়ে হেসেছিলো। সেই দৃশ্য
দেখে আমি চিন্তা করছিলাম এটা
আমি যেনো কোথায় পড়েছি। হ্যাঁ
সুনীল দা লিখে গেছেন। তার মতো
আমার জীবনে এই ঘটনা প্রতিফলিত
হয়েছে।
.
সুনীলের নীরা তাকে
ভালোবাসেনি,আমার পাখিও
আমাকে ভালোবাসেনি। খুব দারুণ
মিলেছে। দুপুরে ভাত খাওয়ার পর
সিগারেট খেয়ে কবিতা লিখার
চেস্টা করতো অনেক সময় সিগারেট
না থাকলে কবিতা লেখা অসম্ভব
বলে অবহেলা করতো সুনীল আর আমি
গীটার বাজিয়ে গান করি। আমি
বেশিরভাগ কবিতা লিখি রাতে।
যখন বেদনা বেশি হতে থাকে। তখন
আর সিগারেট দরকার হয় না।
সুনীলের নীরা বড্ড নিস্টুর এবং
অভাগী যে তার প্রকৃত প্রেমিককে
সে বেছে নেয়নি ঠিক তেমনি
আমার পাখিও বড্ড পাষাণ, অভাগী
এবং অনেক কিছু থেকে সে
নির্বাসিত( যেমন: গান,কবিতা
দিয়ে প্রেম) যে আমার মত প্রকৃত এবং
পাগলা প্রেমিককে সে গ্রহণ করে
নি।
.
সুনীল দা কে দেখলে মনে হয়ে তার
সাথে আমার রক্তের সম্পর্ক ছিলো।
সুনীলের মতো আমার নামও বোধহয়
নীললোহিত দিলে ভালো হতো।
সুনীলের বন্ধু শক্তির ম্রিত্যুর পর জন্ম
হয়েছিলো আরেকটি সুনীলের তা
হয়তো তিনি জানতেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.