নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি। আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখার চেস্টা করি।fb id- Al Nahid Shuvo m.facebook.com/Alnahidshuvo

আলনাহিদশুভ

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি।আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখতে পছন্দ করি।

আলনাহিদশুভ › বিস্তারিত পোস্টঃ

আমার কবিতার ধরণ

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

চেনাজানা মানুষেরা আমার
কবিতার অনেক আলোচনা করছে।
প্রায় আটানব্বই ভাগ আমার
কবিতাতে খুশী। তারা কবি বলে
ডাকে। আমাকে খুব সম্মান করে।
এটাই হয়তো প্রকৃত প্রেমিক এবং
পবিত্র ভালোবাসার উদাহরণ।তবে
কিছু মানুষ বলছে কবিতাগুলোর
ভাবের গভীরতা কম।
.
প্রথমেই বলি কবিতা হচ্ছে মানুষের
জীবন নির্ভর। বিশেষ করে
প্রেমনির্ভর কবিতা। আমার
ভালোবাসা একমুখী
রবীন্দ্রনাথের মতো উভমুখী নয়।
রবীন্দ্রনাথ দেবীকে নিয়ে যে
কবিতাগুলো লিখেছেন তার অর্থ
আমার কবিতার অর্থ অধিকাংশে এক
হবেনা। আমি কোনোদিন
ভালোবাসা পেয়েছি পাখি
থেকে এটা আমি বলতে পারবোনা।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর "ভালো
আছি ভালো থেকো" এরকম টাইপ
কবিতা আদৌ হবে কিনা বলা যায়
না। কারণ তিনি একজন বহুমুখী।
.
তবে এমন একজন মানুষ আছেন যার
সাথে আমার মিল আছে। সে আর কেউ
নন নীললোহিত মানে সুনীল দা।
সুনীল নীরাকে নিয়ে যে
কবিতাগুলো লিখেছিলো
সেগুলোর অর্থ দিয়ে যা বুঝানো
হয়েছে,তার মতোই আমার পাখিকে
নিয়ে লেখা কবিতাগুলো একই অর্থ
বহন করে।
.
আশ্চর্যজনক ভাবে এমন একটি কবিতা
হুবুহু মিলে গেলো। সুনীলকে দেখে
নীরা হেসেছিলো সিড়িতে
দাড়িয়ে ঠিক তেমনি পাখি আমায়
দেখে হেসেছিলো
টেরীবাজারে।
.
তবে একমুখী হলেও ভাবের গভীরতা
আরো বাড়াতে হবে।
ঠিক যেমন বনলতা সেনের
জীবনানন্দ দাশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

মানুষ বলেছেন: ভাই, এইটা কি কবিতা ছিল?

২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

আলনাহিদশুভ বলেছেন: না ভাই। এমনি লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.