নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি। আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখার চেস্টা করি।fb id- Al Nahid Shuvo m.facebook.com/Alnahidshuvo

আলনাহিদশুভ

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি।আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখতে পছন্দ করি।

আলনাহিদশুভ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি বলার আগে যা করণীয়

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

আপনি যদি মনে করেন আপনি কাউকে
ভালোবাসেন। হুট করে তাকে
বলতে যাবেননা,আগে নিজের
থেকে ভাবতে হবে আপনি তাকে
সত্যি
ভালোবাসেন কিনা।
.
প্রথমে চিন্তা করতে হবে আপনি তার
সাথে সারাজীবন থাকবেন কিনা।
ধরুন আপনি ঠিক করলেন আপনি তার
সাথে সারাজীবন থাকবেন। যতদিন
বেঁচে থাকবেন ততদিন তার হাসি
দেখবেন, তার মুখ থেকে রবীন্দ্রনাথ
কিংবা অন্যান্য গান শুনবেন। যদি
এর ব্যতিক্রম হয় আপনি কি তার সাথে
থাকবেন? এবার তাহলে চিন্তাটা
অন্যরকম করে ফেলি। চিন্তা করুন
আপনার প্রিয় মানুষের হাত দুটো
চলে গেলো, সে বাচ্চা দিতে
পারছেনা, সে বোবা হয়ে
গেলো, গান গাইতে পারছেনা
কিংবা অল্প বয়সে সে অসুস্থ এছাড়া
অন্য কোনো সমস্যা। চিন্তা করুন
গভীরভাবে। আপনি কি তারপরও তার
সাথে থাকবেন কিনা সিদ্ধান্ত
নিন। আপনি তাকে ছেড়ে চলে
যাবেন নাতো। উল্টো তার পাশে
থাকবেন কিনা। যদি থাকতে চান
তাহলে বলার প্রস্তুতি নেন।
.
আপনি প্রিয় মানুষটি যদি আপনার
বয়সে বড় হয়। তাহলে?
বাংলাদেশে সাধারণত ছেলেরা
বড় হয়। কিন্তু মেয়েটি যদি বড় হয়।
এক্ষেত্রে সবচেয়ে বড় দায়ভার টা
ছেলের উপর। একসময় মেয়েটির বয়স
চল্লিশ পেরিয়ে যাবে আপনার পার
হবেনা। বয়সের কারণের সেই সময়
মেয়েরা ক্লান্তি অনুভব করে। আপনি
যখন তখন চাইলে তার সাথে মিলন
করতে পারবেন না। সেই
মানুষটাকে মূল্য দিতে হবে। এসব
চিন্তা করুন। আপনি তার সাথে
তারপরও থাকবেন কিনা।
.
এমন কোনো সিদ্ধান্ত আসে কিনা
লক্ষ্য করুন আপনি তাকে না পেলে
সারাজীবন একা থাকবেন।
এবার তাকে ভালোবাসি বলেন।
.
মনে রাখবেন আপনার ভালোবাসি
কথাটায় আরেকজনের জীবন চিরতরে
নস্ট হয়ে যেতে পারে।
ভালোবাসি বলেছেন আপনি আর
ভালোবাসলো অন্য মানুষটি।
হাসছেন আপনি, কান্না করছে অন্য
মানুষটি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

রাইসুল ইসলাম রাণা বলেছেন: সুন্দর উপদেশ দেবার জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.