নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি। আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখার চেস্টা করি।fb id- Al Nahid Shuvo m.facebook.com/Alnahidshuvo

আলনাহিদশুভ

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি।আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখতে পছন্দ করি।

আলনাহিদশুভ › বিস্তারিত পোস্টঃ

সুনীল,নীরা,আমি,পাখি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

প্রকৃত প্রেমিক সুনীল এর নীরা
সিড়িতে দাড়িয়ে যখন
হেসেছিলো, তখন স্বাক্ষী
ছিলো বন্ধু তিনজন। এখনো আমি
বুঝলাম না বন্ধুগুলো কার ছিলো?
সুনীল দার নাকি নীরার।
.
পাখি যখন আমাকে দেখে
হেসেছিলো টেরীবাজারে,
তখন ছিলো বিকেল। তবে সে
সময়ও স্বাক্ষী ছিলো কয়েকজন।
আনুমানিক পাঁচ-ছয়জন। তারা
সবাই এসেছিলো কাপড় কিনতে।
তবে স্বাক্ষীগুলো ছিলো
পাখির বান্ধবী। পাখি তার
প্রকৃত প্রেমিককে দেখে এভাবে
যখন অট্যভাবে হেসে উঠলো
নিশ্চয়ই সে বুঝেনি যে আমি তার
প্রকৃত প্রেমিক।
.
নীরার অট্যহাসে সুনীল খুব কস্ট
এবং অপমানিত হয়েছিলো
যেমনটা পাখি থেকে আমি
হয়েছিলাম। সুনীল একসময় বাস
স্টপে তিন মিনিটের
দেখাটাকেও স্বপ্ন বানিয়ে
দিলো। সেটা ছিলো নাকি শুধু
কবিতা।
.
হায়রে! নীরা! সুনীলকে তুমি
বুঝলেনা,
সুনীলকে তুমি বুঝলেনা।
সুনীলের নীরার মতন পাখির সেই
হাসি আজও আমাকে খুব কস্ট দেয়।
সে তার আসল প্রেমিককে তুচ্ছ
মনে করলো। তার সহপাঠীনীদের
বললো আমি তার ভন্ড প্রেমিক,
আর ভন্ড প্রেমিককে প্রকৃত
প্রেমিক বানিয়ে দিলো।
"হায় পাখি! এ তুমি কি করলে?
তোমার প্রকৃত প্রেমিককে
দূরে সরিয়ে দিলে?
নাকি জীবনের বড় ভুল
কাজটা করে ফেললে।"

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২

জ্যোস্নার ফুল বলেছেন: প্রথমে প্যাচায় ফেলছিলাম, কয়েকবার পড়তে হল। ভালো লিখেছেন

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২

আলনাহিদশুভ বলেছেন: ধন্যবাদ

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৭

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++++

বানান নিয়ে ভাবুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.