নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি লেখক হতে চাই না, কলম হব ভাই। আমি আমার কালিতে তোমাদের রাঙাতে চাই।”

অলিউর রহমান খান

আসসালামু আলাইকুম। আমি অলিউর রহমান খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। আমি গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি খুবই পছন্দ করি যে কারণে ব্লগিংয়ে যোগদান করা। সবাইকে আমার ব্লগে স্বাগতম। ফেইসবুক: Aliur Rahman Khan

অলিউর রহমান খান › বিস্তারিত পোস্টঃ

কবিতা: “তোমার তুলনা তুমি নিজেই”

২৫ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫


এক হৃদয়ে দুটি দেহ রবে জনম জনম ধরে,
তুমি চাঁদ হয়ে আলো দিয়ে আসবে আমার ঘরে।

নিরব নিভৃতে তোমাতে পরশ খুঁজে ফিরি পূর্ণিমার রাতে,
তোমার রূপের দীপ্ত শিখা মিশে যায় চাঁদের সাথে।

অপরূপ রূপ তোমার খুঁজে ফিরে জ্যোৎস্নার রাতে,
তোমার তুলনা তুমি নিজেই, দেবোনা চাঁদের সাথে।

রক্ত রাঙ্গা ফুলের মত তোমার মুখের হাসি,
তুমি নেই পাশে ওগো আজ, তবু তোমারেই ভালোবাসি।

রবো না কভু দূর তোমার হতে ঐ দূর নীলিমায়,
দেখো না এক বার ফিরে এসে এ মন কি যে চায়।

আজ তুমি দূর বহুদূর, হারিয়ে গেছে জীবন বীণার সুর....
কত হাজার বছর দেখা হয়নি তুমি ছাড়া সেই সকালের ভোর!

তোমার মাঝেই হারিয়েছিল তনু মন সবি,
তুমিহীন কভু ফুটবেনা ফুল, উঠবেনা আর ভোর আকাশের রবি।

ঘুম ভেঙ্গে দেখবে তুমি দোয়ারে আছি গো তোমার,
দেব সাত রঙ্গে রাঙ্গিয়ে ভালোবাসা যা আছে আমার।

যদি এই ভালোবাসা থাকে অটুট জীবনের তরে,
তুমি এসো তবে আলো হয়ে আমার আঁধার ঘরে।

অন্তরে অন্তরে মিলে গিয়ে যদি নামে শীতল বারি,
যা কিছু পথ মাঝে আসবো আজি ছাড়ি।

তব কথা দাও ছায়া হয়ে রবে মোর হৃদয় নীড়ে,
হারিও না গো কভু তুমি লোকের ভীড়ে।


ছবি: সংগৃহীত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা।

২৬ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:২৫

অলিউর রহমান খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.