নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি লেখক হতে চাই না, কলম হব ভাই। আমি আমার কালিতে তোমাদের রাঙাতে চাই।”

অলিউর রহমান খান

আসসালামু আলাইকুম। আমি অলিউর রহমান খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। আমি গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি খুবই পছন্দ করি যে কারণে ব্লগিংয়ে যোগদান করা। সবাইকে আমার ব্লগে স্বাগতম। ফেইসবুক: Aliur Rahman Khan

অলিউর রহমান খান › বিস্তারিত পোস্টঃ

বিয়ে করার ক্ষেত্রে আমার কেমন মেয়ে পছন্দ? যাকে আমি শয়নে স্বপনে খুঁজে ফিরি।

০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬



লোকজন: আচ্ছা তুমি বিয়ে করবে কখন?

-বিয়ের বয়স তো হয়নি। বয়স হোক আগে ঠিক মত তার পর ভেবে দেখবো।

লোকজন: এ বয়সই তো বিয়ে করার সঠিক সময় তোমাদের। আচ্ছা তোমার কেমন মেয়ে পছন্দ?

-ব্রিরিলিয়েন্ট মেয়ে আমার প্রথম পছন্দ। একেবারে শান্ত নয়, যাকে আমরা প্রানবন্ত বলি এবং পুরোটা অবয়ব জুড়েই থাকবে ছোট শিশুদের মত কোমলতা। এমন মেয়েই আমার ভাল লাগে।

লোকজন: মাত্র ৩ টি জিনিসেই শেষ? আচ্ছা সবই তো বুঝলাম তবে ভাল মেয়ে বিয়ে করতে চাও না? আজ কাল যে দিন পড়েছে ইসলামী রীতিনীতি মেনে চলে এমন মেয়েই তো সবার প্রথম পছন্দ; কিন্তু তোমার বেলায় দেখছি তার সম্পূর্ণ বিপরীত।

-ঠিক ধরেছেন। এমন গুণের অধিকারী না হলে ও চলবে আমার।

লোকজন: বলো কি তুমি?
আজ কাল সবাই ভাল মেয়ে খুঁজে খুঁজে হয়রান এবং ইসলামিক গুণসম্পন্ন তো অবশ্যই চাই-ই-চাই। আর আজ কাল যা দিন আসছে, ভাল মেয়ে আছে তা তো কল্পনাই করা যায় না।

-আমি যদি নিজে ভাল না হই তাহলে ভাল মেয়ে আসবেটা কোথায় থেকে? আল্লাহ্ তো ন্যায় বিচারক, যার যেমন প্রাপ্য ঠিক তেমনই বুঝিয়ে দিবেন।
আজ থেকে ভাল মেয়ের চিন্তা বাদ দিয়ে নিজে ভাল হয়ে চলুন। নিজের চরিত্রের দিকে লক্ষ্য রাখুন, তখন কখনোই মনে আসবে না যে দুনিয়াতে ভাল মেয়ে নেই। আপনি যদি ভালো হয়ে চলতে পারেন, আল্লাহ্ ওয়াদা নিস্বন্দেহে সত্যে হবে যা কোরআনে বর্ননা করেছেন।

আর ইসলামিক চিন্তাভাবনার মেয়ে বলছেন? আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এবং তাদের সুন্দর ভাষায় তা পালনের কথা বুঝিয়ে বলুন। আপনার কথা গুলোর মধ্যে দিয়ে প্রকাশ পেতে হবে তাদের প্রতি মায়া-মমতা, স্নেহ ও ভালবাসা। দেখবেন আপনার স্ত্রী নামাজ পড়তে বেশী সময় নিবে না।

সবাই ইসলামিক চিন্তাভাবনার মধ্য দিয়ে বড় হলেও তা পালন না ও করতে পারে। তবে ইচ্ছে করলে ইনশাল্লাহ্ আপনিই পারবেন তাদেরকে ইসলামের আলোর পথ দেখাতে। আপনার ভালবাসা দিয়ে পারবেন তাদের জীবনটা ফুলের মত সুন্দর করে দিতে।

হাদিসে এসেছে,
ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি”।

আজ থেকে ভাল মেয়ে না খুঁজে সময় নষ্ট না করে নিজে ভাল হয়ে চলুন। নিজের চরিত্রের দিকে লক্ষ্য রাখুন। আল্লাহ্ বলেছেন, "ভাল নারীর জন্য ভাল পুরুষ এবং ভাল পুরুষের জন্য ভাল নারী। (সুরা: আন-নূর, আয়াত ২৬)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

আখেনাটেন বলেছেন: আপ ভালো তো জগৎ ভালো।

০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

অলিউর রহমান খান বলেছেন: সত্যি বলেছেন। এটাই আমি তুলে ধরতে চেয়েছি। আপনাকে ধন্যবাদ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫২

ওমেরা বলেছেন: যে যেমন সে তেমন সাথীই পাবে ।

১০ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২৫

অলিউর রহমান খান বলেছেন: জ্বী এটি আল্লাহ্ কোরআনে বলেছেন। কিন্তু আমরা ছেলেরা ভালো নারীর খুঁজে রাতে ঘুম নেই। সবাই চিন্তিত একটা মেয়ে ও পৃথিবীতে ভালো নেই।
কিন্তু তারা জানে না, তারা যদি নিজে ভালো থাকে তাহলে তাঁরা ও ভালো মেয়ে পাবে। এটা সত্য ও নিশ্চিত কারণ
আল্লাহ্ বলেছেন, “ভালো নারীর জন্য ভালো পুরুষ এবং ভালো পুরুষের জন্য ভালো নারী।” (সূরা: আন-নূর, আয়াত ২৬)

যে মেয়ে বা পুরুষ এর পরও বলবে, “সবাই খারাপ বা এ আয়াতের উপর সন্দেহ করবে তারা অবশ্যই চরিত্রহীনদের অন্তরভুক্ত।”

ধন্যবাদ আপনাকে।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক বিবাহের দাওয়াটা দিয়েন।

সুন্দর সময় কাটানোর অবকাশ পাব।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

অলিউর রহমান খান বলেছেন: জ্বী জনাব দিবো ইনশাল্লাহ্ যদি এমন কিছু ঘটনা ঘটে জীবনে।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.